বংশীহারী, 19 মে : বুনিয়াদপুর পৌর এলাকায় করোনা আক্রান্ত এবং অসহায় পরিবারের পাশে দাঁড়াল বংশীহারী থানার পুলিশ । বুধবার বুনিয়াদপুর পৌরসভার 1 এবং 2 নম্বর ওয়ার্ডের খুশিপুর ও শেরপুর এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
যাঁরা করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে আছেন কিংবা যে সমস্ত বাড়িতে রান্না হচ্ছে না, কিংবা বাজার করতে পারছেন না, তাঁদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয় পুলিশ প্রশাসন । পুলিশের তরফ থেকে তাঁদের বাড়িতে ফোন নম্বরও দেওয়া হয় । খাবার বা ওষুধ কিনতে কোনও অসুবিধা হলে সেই নম্বরে ফোন করতে বলা হয়েছে । বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিত সরকার বলেন, "এই পরিস্থিতিতে যাঁদের প্রয়োজন, তাঁদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আমরা ৷"
আরও পড়ুন : বন্ধ হল হাওড়ার জুটমিল, করোনা আবহে চরম বিপাকে এক হাজার শ্রমিক
উল্লেখ্য, গত বছর প্রথম লকডাউনের আগে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার পুলিশের তরফে একাকী থাকা বৃদ্ধ বৃদ্ধাদের একটি তালিকা তৈরি করা হয়েছিল ৷ তাঁদের স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য়ই এই তালিকা তৈরি করা হয়েছিল । সেইমত জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের বাড়ি গিয়ে নাম,ঠিকানা, জন্ম তারিখ সহ একটি কার্ড তুলে দেওয়া হয় । যে কোনও আপদে বিপদে কার্ডে থাকা নম্বরে ফোন করলেই সহায়তা পান তাঁরা । বাজার সহ প্রয়োজনীয় ওষুধপত্রও পৌঁছে দেওয়া হয়েছিল বাড়িতে বাড়িতে ।