বংশীহারি, 8 জুলাই : লকডাউন মানা হচ্ছে কি না ? এবার ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে বংশীহারি থানা ৷ বুনিয়াদপুর বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় থেকে নজরদারি চালানো হচ্ছে ৷
ক্রমাগত কোরোনা সংক্রমণ বাড়তে থাকায় বুনিয়াদপুর পৌরসভায় ফের শুরু হয়েছে লকডাউন । জেলা প্রশাসনের পক্ষ থেকে বুনিয়াদপুর পৌরসভার দু'নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডকে কনটেনমেন্ট জো়ন ঘোষণা করা হলেও বুনিয়াদপুর পৌরসভার পক্ষ থেকে সমগ্র এলাকাতেই লকডাউন ঘোষণা করা হয়েছে । গতকাল বিকেল পাঁচটা থেকে সাত দিনের জন্য লকডাউন জারি হয় । ফলে আজ সকাল থেকে বুনিয়াদপুর পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায় । শহরের বাসিন্দারা যাতে লকডাউন মেনে চলেন তার জন্য একদিকে পুলিশ যেমন নাকা চেকিং শুরু করেছে পাশাপাশি ড্রোন উড়িয়ে দেখা হচ্ছে বাসিন্দারা ঠিকমত লকডাউন মেনে চলছেন কি না ।
এই বিষয়ে বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনোজিৎ সরকার জানান, " বুনিয়াদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আমরা বুনিয়াদপুর শহর অবধি ড্রোন ক্যামেরা উড়িয়ে নজরদারি চালাচ্ছি ৷ শহরের কোথাও কোনও যানজট আছে কি না দেখছি ৷ সাধারণ মানুষ কতটা সেই লকডাউন মানছে তা খতিয়ে দেখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে ।"