ETV Bharat / state

হিলি সীমান্ত থেকে বাংলাদেশি নোট উদ্ধার

বর্ডার সিলের পরেও হিলি সীমান্তে লাখ টাকার বাংলাদেশি নোট উদ্ধার করল BSF ।

ছবি
ছবি
author img

By

Published : May 9, 2020, 1:38 PM IST

বালুরঘাট, 8 মে : লকডাউনের জন্য পুরো বাংলাদেশ বর্ডার সিলের পরও হিলির সীমান্তবর্তী গ্রাম থেকে উদ্ধার হল বাংলাদেশি টাকা । গতকাল গভীর রাতে হিলি থানার অন্তর্গত জামালপুর এলাকার একটি বাড়িতে হানা দিয়ে বাংলাদেশি 1 লাখ 19 হাজার টাকা উদ্ধার করেন BSF -এর 199 ব্যাটালিয়নের জওয়ানরা । যদিও ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি BSF । উদ্ধার হওয়া বাংলাদেশি টাকার ভারতীয় বাজারমূল্য 1 লাখ 6 হাজার 310 । ওই টাকা হিলি শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে । লকডাউনের মধ্যে কোথা থেকে বাংলাদেশি টাকা এল তা খতিয়ে দেখছে BSF।

কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন । কোরোনার প্রকোপ রুখতে দক্ষিণ দিনাজপুর জেলার তিন পাশে থাকা বাংলাদেশ সীমান্ত পুরো সিল করে দেওয়া হয়েছে । এরপরেও গতকাল গভীর রাতে হিলি থানার বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম জামালপুরের জাহাঙ্গীর মণ্ডলের বাড়িতে হানা দিয়ে বাংলাদেশি 1 লাখ 19 হাজার টাকা উদ্ধার করে BSF । উদ্ধার হওয়া টাকাগুলির মধ্যে ছিল 1000, 500, 100 ও 50 টাকার নোট । যদিও সেই সময় বাড়িতে কেউ ছিল না । যে কারণে ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি BSF ।

এবিষয়ে BSF-র 199 ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে গতকাল জামালপুর এলাকায় হানা দিয়ে 1 লাখ 19 হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে । লকডাউনের মধ্যে কোথা থেকে ভারতে বাংলাদেশের টাকা এল তা খতিয়ে দেখছে তারা।

বালুরঘাট, 8 মে : লকডাউনের জন্য পুরো বাংলাদেশ বর্ডার সিলের পরও হিলির সীমান্তবর্তী গ্রাম থেকে উদ্ধার হল বাংলাদেশি টাকা । গতকাল গভীর রাতে হিলি থানার অন্তর্গত জামালপুর এলাকার একটি বাড়িতে হানা দিয়ে বাংলাদেশি 1 লাখ 19 হাজার টাকা উদ্ধার করেন BSF -এর 199 ব্যাটালিয়নের জওয়ানরা । যদিও ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি BSF । উদ্ধার হওয়া বাংলাদেশি টাকার ভারতীয় বাজারমূল্য 1 লাখ 6 হাজার 310 । ওই টাকা হিলি শুল্ক বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে । লকডাউনের মধ্যে কোথা থেকে বাংলাদেশি টাকা এল তা খতিয়ে দেখছে BSF।

কোরোনা মোকাবিলায় চলছে লকডাউন । কোরোনার প্রকোপ রুখতে দক্ষিণ দিনাজপুর জেলার তিন পাশে থাকা বাংলাদেশ সীমান্ত পুরো সিল করে দেওয়া হয়েছে । এরপরেও গতকাল গভীর রাতে হিলি থানার বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম জামালপুরের জাহাঙ্গীর মণ্ডলের বাড়িতে হানা দিয়ে বাংলাদেশি 1 লাখ 19 হাজার টাকা উদ্ধার করে BSF । উদ্ধার হওয়া টাকাগুলির মধ্যে ছিল 1000, 500, 100 ও 50 টাকার নোট । যদিও সেই সময় বাড়িতে কেউ ছিল না । যে কারণে ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি BSF ।

এবিষয়ে BSF-র 199 ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে গতকাল জামালপুর এলাকায় হানা দিয়ে 1 লাখ 19 হাজার বাংলাদেশি টাকা উদ্ধার করা হয়েছে । লকডাউনের মধ্যে কোথা থেকে ভারতে বাংলাদেশের টাকা এল তা খতিয়ে দেখছে তারা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.