ETV Bharat / state

চিকিৎসা করাতে এসে আটকে পড়েছেন, বাংলাদেশি নাগরিককে পাঠানো হল আইসোলেশনে - Bangladeshi nationals stranded in India, sent to isolation centers

চিকিৎসা করাতে এসে এদেশে আটকে পড়া এক বাংলাদেশি নাগরিক বাড়ি ফিরতে দ্বারস্থ হলেন জেলাশাসকের । বেঙ্গালুরু থেকে জেলায় ফেরার পর ওই বাংলাদেশি নাগরিককে পাঠানো হল আইসোলেশন সেন্টারে ।

Bangladeshi nationals stranded in India, sent to isolation centers
ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিককে পাঠানো হল আইসোলেশন সেন্টারে
author img

By

Published : May 15, 2020, 12:04 AM IST

বালুরঘাট, 14 মে : চিকিৎসা করাতে এসে ভারতে আটকে পড়া এক বাংলাদেশি নাগরিক বাড়ি ফিরতে দ্বারস্থ হলেন জেলাশাসকের । বেঙ্গালুরু থেকে জেলায় ফেরার পর ওই বাংলাদেশি নাগরিককে পাঠানো হল আইসোলেশন সেন্টারে । এমনকী তাঁর সোয়াব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করতে চলেছে জেলা স্বাস্থ্য বিভাগ । ওই ব্যক্তিকে বাড়ি পাঠাতে বাংলাদেশি হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করেছে জেলা প্রশাসন ।

আবুল কালাম আজাদ নামে ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার শাহানাবাদ এলাকায় । 15 ফেব্রুয়ারি এদেশে পেটের চিকিৎসা করাতে আসেন । চিকিৎসা করাতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন । সেখানে তাঁর অস্ত্রোপচার হয় । 3 মাসের ভিসার মেয়াদ শেষ হয়েছে আগামীকাল । কিন্তু, চিকিৎসা শেষ হতেই শুরু হয় লকডাউন । ফলে দীর্ঘদিন সেখানে আটকে ছিলেন তিনি । অবশেষে লকডাউন কিছুটা শিথিল ও ট্রেন চলাচল করা শুরু করলে গতকাল দুপুরে বালুরঘাটে এসে পৌঁছান ওই ব্যক্তি । বাড়ি ফিরতে আজ হিলি চেকপোস্টে যান তিনি । হিলি চেকপোস্টে গেলে সেখানকার আধিকারিকরা জানান, তাঁকে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে । এরপর তিনি বালুরঘাটে জেলাশাসকের দপ্তরে আসেন । এখানে সব কিছু শোনার পরই খবর দেওয়া হয় স্বাস্থ্যকর্মীদের । পরে তাঁকে বালুরঘাটে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয় ।

এবিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ট্রেন চলাচল শুরু হওয়ার পর কোনওরকমে গতকাল বালুরঘাটে আসেন । তারপর হিলি আন্তর্জাতিক চেকপোস্টে গিয়ে জানতে পারেন পারাপার পুরোপুরিভাবে বন্ধ রয়েছে । বাংলাদেশে যেতে হলে জেলা প্রশাসনের অনুমতি লাগবে । আগামীকালই ভিসার মেয়াদ শেষ হচ্ছে । মেয়াদ শেষ হলে কী করে বাড়ি ফিরবেন । তাই বাড়ি ফেরার জন্য জেলাশাসকের দপ্তরে আসেন তিনি । সেখানে তাঁর সব তথ্য নেওয়া হয় । এরপরই স্বাস্থ্যকর্মীরা তাঁকে নিয়ে যান ।

এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (দ্বিতীয়) বলেন, জেলা প্রশাসনিক ভবন থেকে খবর পাওয়ার পাশাপাশি ওই বাংলাদেশি নাগরিককে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হবে ।

বালুরঘাট, 14 মে : চিকিৎসা করাতে এসে ভারতে আটকে পড়া এক বাংলাদেশি নাগরিক বাড়ি ফিরতে দ্বারস্থ হলেন জেলাশাসকের । বেঙ্গালুরু থেকে জেলায় ফেরার পর ওই বাংলাদেশি নাগরিককে পাঠানো হল আইসোলেশন সেন্টারে । এমনকী তাঁর সোয়াব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করতে চলেছে জেলা স্বাস্থ্য বিভাগ । ওই ব্যক্তিকে বাড়ি পাঠাতে বাংলাদেশি হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করেছে জেলা প্রশাসন ।

আবুল কালাম আজাদ নামে ওই ব্যক্তির বাড়ি বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার শাহানাবাদ এলাকায় । 15 ফেব্রুয়ারি এদেশে পেটের চিকিৎসা করাতে আসেন । চিকিৎসা করাতে বেঙ্গালুরুতে গিয়েছিলেন । সেখানে তাঁর অস্ত্রোপচার হয় । 3 মাসের ভিসার মেয়াদ শেষ হয়েছে আগামীকাল । কিন্তু, চিকিৎসা শেষ হতেই শুরু হয় লকডাউন । ফলে দীর্ঘদিন সেখানে আটকে ছিলেন তিনি । অবশেষে লকডাউন কিছুটা শিথিল ও ট্রেন চলাচল করা শুরু করলে গতকাল দুপুরে বালুরঘাটে এসে পৌঁছান ওই ব্যক্তি । বাড়ি ফিরতে আজ হিলি চেকপোস্টে যান তিনি । হিলি চেকপোস্টে গেলে সেখানকার আধিকারিকরা জানান, তাঁকে জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে হবে । এরপর তিনি বালুরঘাটে জেলাশাসকের দপ্তরে আসেন । এখানে সব কিছু শোনার পরই খবর দেওয়া হয় স্বাস্থ্যকর্মীদের । পরে তাঁকে বালুরঘাটে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয় ।

এবিষয়ে আবুল কালাম আজাদ বলেন, ট্রেন চলাচল শুরু হওয়ার পর কোনওরকমে গতকাল বালুরঘাটে আসেন । তারপর হিলি আন্তর্জাতিক চেকপোস্টে গিয়ে জানতে পারেন পারাপার পুরোপুরিভাবে বন্ধ রয়েছে । বাংলাদেশে যেতে হলে জেলা প্রশাসনের অনুমতি লাগবে । আগামীকালই ভিসার মেয়াদ শেষ হচ্ছে । মেয়াদ শেষ হলে কী করে বাড়ি ফিরবেন । তাই বাড়ি ফেরার জন্য জেলাশাসকের দপ্তরে আসেন তিনি । সেখানে তাঁর সব তথ্য নেওয়া হয় । এরপরই স্বাস্থ্যকর্মীরা তাঁকে নিয়ে যান ।

এবিষয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (দ্বিতীয়) বলেন, জেলা প্রশাসনিক ভবন থেকে খবর পাওয়ার পাশাপাশি ওই বাংলাদেশি নাগরিককে আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে । সেখানে তাঁর সোয়াবের নমুনা সংগ্রহ করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.