ETV Bharat / state

'বাবা আমাকে তুলে নিয়ে যাচ্ছে', দু'দিন নিখোঁজ কিশোরী

বুধবার থেকে নিখোঁজ বালুরঘাটের নালন্দা হাইস্কুলের ক্লাস টেনের ছাত্রী কৃতিজা সাহা । পুলিশ এখনও কোনো সুত্র খুঁজে পায়নি ।

কৃতিজার বাবা-মা
author img

By

Published : Jun 28, 2019, 5:59 PM IST

Updated : Jun 28, 2019, 7:22 PM IST

বালুরঘাট, ২৮ জুন : দু'দিন হয়ে গেলেও এখনও খোঁজ নেই বালুঘাটের নিখোঁজ ছাত্রী কৃতিজা সাহার । বুধবার স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে । সেদিন বিকেলে বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরি করেন কৃতিজার বাবা বৈদ্যনাথ সাহা । এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও রকম আশার আলো দেখতে পায়নি সাহা পরিবার । এদিকে মেয়ে বাড়ি না ফেরায় ভেঙে পড়েছেন বকুল ভৌমিক ।

গত বুধবার দুপুরে অচেনা নম্বর থেকে ফোন আসে বৈদ্যনাথবাবুর কাছে । তিনি শুনতে পান অপর প্রান্ত থেকে কৃতিজা বলছে, 'বাবা আমাকে কয়েকজন ছেলে মিলে তুলে নিয়ে যাচ্ছে' । এরপরই কেটে যায় ফোন । তারপর থেকেই বন্ধ ওই নম্বরটি । হাজার চেষ্টা করেও আর মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বৈদ্যনাথবাবু । তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে কি না তা নিয়েও ধন্দে তিনি । বৈদ্যনাথবাবু জানান, তাঁর কাছে মুক্তিপণ চেয়ে কোনও ফোন আসেনি, ফলে বুঝতে পারছেন না কৃতিজা আদৌ অপহরণ হয়েছে কি না ।

ভিডিয়োয় শুনুন কৃতিজার বাবার বক্তব্য

বছর 16-র কৃতিজা বালুরঘাট নালন্দা হাইস্কুলের ক্লাস টেনের ছাত্রী । কৃতিজার বাবা বৈদ্যনাথ সাহা পেশায় গাড়ির চালক । বাড়ি বালুরঘাটের দুর্গাবাড়ি মধ্যপাড়ায় । স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে সংসার । বৈদ্যনাথবাবুর ছোটো মেয়ে কৃতিজা । তিনি জানান, অন্যদিন সাইকেল নিয়ে গেলেও বুধবার মেয়ে হেঁটে স্কুলে গেছিল । কারণ, বৈদ্যনাথবাবু সাইকেল নিয়ে কাজে বেরিয়েছিলেন ।

এদিকে বালুরঘাট নালন্দা হাইস্কুলের তরফে কৃতিজার পরিবারকে জানানো হয়, বুধবার স্কুলে যায়নি সে । অন্যদিকে বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, এক ছাত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছি । পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।

বালুরঘাট, ২৮ জুন : দু'দিন হয়ে গেলেও এখনও খোঁজ নেই বালুঘাটের নিখোঁজ ছাত্রী কৃতিজা সাহার । বুধবার স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে আর বাড়ি ফেরেনি সে । সেদিন বিকেলে বালুরঘাট থানায় নিখোঁজ ডায়েরি করেন কৃতিজার বাবা বৈদ্যনাথ সাহা । এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোনও রকম আশার আলো দেখতে পায়নি সাহা পরিবার । এদিকে মেয়ে বাড়ি না ফেরায় ভেঙে পড়েছেন বকুল ভৌমিক ।

গত বুধবার দুপুরে অচেনা নম্বর থেকে ফোন আসে বৈদ্যনাথবাবুর কাছে । তিনি শুনতে পান অপর প্রান্ত থেকে কৃতিজা বলছে, 'বাবা আমাকে কয়েকজন ছেলে মিলে তুলে নিয়ে যাচ্ছে' । এরপরই কেটে যায় ফোন । তারপর থেকেই বন্ধ ওই নম্বরটি । হাজার চেষ্টা করেও আর মেয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেননি বৈদ্যনাথবাবু । তাঁর মেয়েকে অপহরণ করা হয়েছে কি না তা নিয়েও ধন্দে তিনি । বৈদ্যনাথবাবু জানান, তাঁর কাছে মুক্তিপণ চেয়ে কোনও ফোন আসেনি, ফলে বুঝতে পারছেন না কৃতিজা আদৌ অপহরণ হয়েছে কি না ।

ভিডিয়োয় শুনুন কৃতিজার বাবার বক্তব্য

বছর 16-র কৃতিজা বালুরঘাট নালন্দা হাইস্কুলের ক্লাস টেনের ছাত্রী । কৃতিজার বাবা বৈদ্যনাথ সাহা পেশায় গাড়ির চালক । বাড়ি বালুরঘাটের দুর্গাবাড়ি মধ্যপাড়ায় । স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে সংসার । বৈদ্যনাথবাবুর ছোটো মেয়ে কৃতিজা । তিনি জানান, অন্যদিন সাইকেল নিয়ে গেলেও বুধবার মেয়ে হেঁটে স্কুলে গেছিল । কারণ, বৈদ্যনাথবাবু সাইকেল নিয়ে কাজে বেরিয়েছিলেন ।

এদিকে বালুরঘাট নালন্দা হাইস্কুলের তরফে কৃতিজার পরিবারকে জানানো হয়, বুধবার স্কুলে যায়নি সে । অন্যদিকে বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, এক ছাত্রীর নিখোঁজ হওয়ার অভিযোগ পেয়েছি । পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।

Intro:'বাবা আমাকে তুলে নিয়ে যাচ্ছে' অচেনা ফোনের পর থেকে নিখোঁজ ক্লাস টেনের ছাত্রী, অপহরণের অভিযোগ পরিবারের।।

বালুরঘাট, ২৮ জুন: অচেনা নাম্বার থেকে মেয়ের ফোন, 'বাবা আমাকে তুলে নিয়ে যাচ্ছে'। এর পরই কেটে যায় ফোন। এমনকি ঘটনার পর থেকে বন্ধ সেই ফোন নাম্বারও। ফোন আসার পর থেকেই নিখোঁজ ক্লাস টেনের এক ছাত্রী। বালুরঘাট শহরের দুর্গাবাড়ি মধ্যপাড়া এলাকার ঘটনা। নিখোঁজ ছাত্রীর নাম কৃতিজা সাহা(১৬)। সে বালুরঘাট নালন্দা হাই স্কুলের ক্লাস টেনের ছাত্রী। গত ২৬ তারিখ অর্থাৎ বুধবার স্কুল যাওয়ার পথেই নিখোঁজ হয়ে যায়। ৪৮ ঘন্টা পার হয়ে ও গেলেও খোঁজ পাওয়া যায়নি কৃতিজার। ঘটনায় বালুরঘাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করে পরিবারের লোকজন। পরিবারের দাবি অপহরণের।

জানা গেছে, কৃতিজার বাবা বৈদ্যনাথ সাহা। পেশায় গাড়ির চালক। স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে সংসার। বৈদ্যনাথ বাবুর ছোটো মেয়ে কৃতিজা। সে বাড়ি থেকে কিছুটা দূরে নালন্দা হাই স্কুলে ক্লাস টেনে পড়ে। অভিযোগ, গত বুধবার সকালে স্কুলে যাওয়ার পর থেকেই আর বাড়ি ফেরেনি কৃতিজা। বিকেল থেকে রাত অবধি খোঁজাখুঁজির পরও না পাওয়ায় রাতে বালুরঘাট থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন বৈদ্যনাথ সাহা। এদিকে নিখোঁজের ঠিক আগে কৃতিজা অচেনা একটি নাম্বার থেকে তার বাবাকে ফোন করেন। ফোনে বলে আমাকে তুলে নিয়ে যাচ্ছে। এর পরই ফোনটি অফ হয়ে যায় সেই নাম্বারটি এখনো বন্ধ রয়েছে। মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। অন্যান্য দিন সাইকেল নিয়ে স্কুলে গেলেও ওই দিন বাবা সাইকেল নিয়ে যাওয়ায় কৃতিজা পায়ে হেঁটে স্কুলে যায়। তবে ওই দিন স্কুলে যায়নি সে বলে স্কুলের তরফ থেকে পরিবারকে জানানো হয়েছে।

এবিষয়ে নিখোঁজ স্কুল ছাত্রীর বাবা বৈদ্যনাথ সাহা জানান, গত ২৬ তারিখ স্কুল যাওয়ার পথে তার মেয়ে নিখোঁজ হয়ে যায়। তারপর থেকে আর কোন খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার আগে তাকে ফোন করেছিল মেয়ে। ওই দিন দুপুরে অচেনা নাম্বার থেকে ফোন আসে সেখানে বলা হয় বাবা আমাকে তুলে নিয়ে যাচ্ছে। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি মেয়ের। পুলিশে নিখোঁজ অভিযোগ দায়ের করেছেন। চাইল্ড লাইনেও বিষয়টি জানানো হয়েছে।

এদিকে কৃতিজার মা বকুল ভৌমিক সাহাকে মেয়ের কথা জিজ্ঞেসা করতেই কান্নায় ভেঙে পরেন। মেয়ের ছবির দিকে তাকিয়ে থাকতে থাকতে চোখের জল বাঁধ মানেনি।

অন্য দিকে বালুরঘাট থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ অভিযোগ পেয়েছেন। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। Body:Balurghat Conclusion:Balurghat
Last Updated : Jun 28, 2019, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.