ETV Bharat / state

বালুরঘাটের সৃজনী ক্লাবের উদ্য়োগে 4 হাত এক হল 10 যুগলের - latest marrige news of balur ghat

বালুরঘাট সৃজনী ক্লাবের পক্ষ থেকে গতকাল রাতে এক গণবিবাহের আয়োজন করা হয় । দুস্থ মেয়ে ও ছেলেদের বিয়ের ব্যবস্থা করা হয়েছিল । এবারে মোট 12জনের বিয়ে দেওয়ার কথা ছিল । তবে শেষ মুহূর্তে দেখা যায় দু'জনের বয়স 18 বছরের কম ৷ তাই তাদের বিয়ে বাতিল করা হয় । অনুষ্ঠানের সূচনা করেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি ।

mass marriage
গণবিবাহ
author img

By

Published : Jan 23, 2020, 1:10 PM IST

বালুরঘাট, ২৩ জানুয়ারি: ইচ্ছে ছিল সুন্দরভাবে নিজেদের মেয়ের বিয়ে দেবেন । মেয়ের বিয়ে নিয়ে দেখেছিলেন নানা স্বপ্ন । তবে সেই স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সমস্যা । মেয়েদের বিয়ের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সংকট । অবশেষে পাশে এসে দাঁড়াল বালুরঘাটের সৃজনী সংঘ ৷ আর্থিক সমস্যার জন্য যাঁরা মেয়েদের বিয়ে দিতে পারছিলেন না, এমন মা-বাবাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল এই ক্লাব ৷ গতকাল রাতে 10জন মেয়ের বিয়ের ব্যবস্থা করল ক্লাব কর্তৃপক্ষ । এবারে১৯ তম বর্ষে পড়ল বালুরঘাট সৃজনী ক্লাবের গণবিবাহ । শুধুমাত্র বিয়ে দেওয়াই নয় বিয়ের আনুষঙ্গিক সামগ্রী প্রদান, আগামী ১৫ দিনের রেশনের ব্যবস্থা করেছিল ক্লাব কর্তৃপক্ষ ।

বালুরঘাট সৃজনী ক্লাবের পক্ষ থেকে গতকাল রাতে এক গণবিবাহের আয়োজন করা হয় । দুস্থ মেয়ে ও ছেলেদের বিয়ের ব্যবস্থা করা হয়েছিল । এবারে মোট 12জনের বিয়ে দেওয়ার কথা ছিল । তবে শেষ মুহূর্তে দেখা যায় দু'জনের বয়স 18 বছরের কম ৷ তাই তাদের বিয়ে বাতিল করা হয় । অনুষ্ঠানের সূচনা করেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি । এছাড়াও হাজির ছিলেন অন্যান্য বিশিষ্টজনরা । গণবিবাহের জন্য গত একমাস যাবত বালুরঘাটের বিভিন্ন প্রান্তে প্রচার চালায় ক্লাব কর্তৃপক্ষ । ক্লাব প্রাঙ্গনে বড় প্যান্ডেল করে বিয়ের আয়োজন করা হয়েছিল । শুধুমাত্র বিয়ে নয় প্রত্যেক কনে ও পাত্রপক্ষের 25 জনকে জলখাবার থেকে শুরু করে রাতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল । গণবিবাহ দেখতে ক্লাব প্রাঙ্গণে বিশাল ভিড় জমে । রাত দশটার বিয়ের লগ্নে বসে পাত্র-পাত্রীরা । রাতভর বিয়ে চলে । কনে সাজানো থেকে আনুষঙ্গিক সামগ্রী সবকিছুই ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছিল।

bride
বিয়ের পাত্রীরা

এই বিষয়ে ক্লাবের সম্পাদক অরিন্দম চন্দ জানান, সব কিছুর দাম বেড়ে যাওয়ায় কিছুটা বাজেটে ঘাটতি হয়েছে । না হলে বিগত দিনে 53 জোড়া পাত্র পাত্রীর বিয়ে দেওয়ার নজির রয়েছে তাঁদের । শুধুমাত্র বিয়ে দেওয়ায় নয় বিয়ের সাংসারিক জিনিসপত্র তুলে দেন দম্পত্তির হাতে । এছাড়াও আগামী 15 দিন যাতে কোনওরকম খাবারের সমস্যা না হয় তার জন্য রেশন সামগ্রী তুলে দেওয়া হয় ।

arrangement
চলছে বিয়ের প্রস্তুতি

এই বিষয়ে এক কনের মা বাসন্তী পাহান জানান, মেয়ের বিয়েকে ঘিরে নানা স্বপ্ন ছিল ৷ তবে আর্থিক সমস্যায় তা আর পেরে ওঠেননি । তাই মেয়ের বিয়ের ব্যবস্থার জন্য ক্লাব কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েছিলেন । যেমনটা স্বপ্ন দেখেছিলেন ঠিক তেমনটা না হলেও আয়োজনে কোনও ত্রুটি ছিল না এখানে । মেয়ের বিয়ে হওয়ায় খুশি তাঁরা ।

gift
বিয়ের দান সামগ্রী

বালুরঘাট, ২৩ জানুয়ারি: ইচ্ছে ছিল সুন্দরভাবে নিজেদের মেয়ের বিয়ে দেবেন । মেয়ের বিয়ে নিয়ে দেখেছিলেন নানা স্বপ্ন । তবে সেই স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সমস্যা । মেয়েদের বিয়ের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সংকট । অবশেষে পাশে এসে দাঁড়াল বালুরঘাটের সৃজনী সংঘ ৷ আর্থিক সমস্যার জন্য যাঁরা মেয়েদের বিয়ে দিতে পারছিলেন না, এমন মা-বাবাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল এই ক্লাব ৷ গতকাল রাতে 10জন মেয়ের বিয়ের ব্যবস্থা করল ক্লাব কর্তৃপক্ষ । এবারে১৯ তম বর্ষে পড়ল বালুরঘাট সৃজনী ক্লাবের গণবিবাহ । শুধুমাত্র বিয়ে দেওয়াই নয় বিয়ের আনুষঙ্গিক সামগ্রী প্রদান, আগামী ১৫ দিনের রেশনের ব্যবস্থা করেছিল ক্লাব কর্তৃপক্ষ ।

বালুরঘাট সৃজনী ক্লাবের পক্ষ থেকে গতকাল রাতে এক গণবিবাহের আয়োজন করা হয় । দুস্থ মেয়ে ও ছেলেদের বিয়ের ব্যবস্থা করা হয়েছিল । এবারে মোট 12জনের বিয়ে দেওয়ার কথা ছিল । তবে শেষ মুহূর্তে দেখা যায় দু'জনের বয়স 18 বছরের কম ৷ তাই তাদের বিয়ে বাতিল করা হয় । অনুষ্ঠানের সূচনা করেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরি । এছাড়াও হাজির ছিলেন অন্যান্য বিশিষ্টজনরা । গণবিবাহের জন্য গত একমাস যাবত বালুরঘাটের বিভিন্ন প্রান্তে প্রচার চালায় ক্লাব কর্তৃপক্ষ । ক্লাব প্রাঙ্গনে বড় প্যান্ডেল করে বিয়ের আয়োজন করা হয়েছিল । শুধুমাত্র বিয়ে নয় প্রত্যেক কনে ও পাত্রপক্ষের 25 জনকে জলখাবার থেকে শুরু করে রাতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল । গণবিবাহ দেখতে ক্লাব প্রাঙ্গণে বিশাল ভিড় জমে । রাত দশটার বিয়ের লগ্নে বসে পাত্র-পাত্রীরা । রাতভর বিয়ে চলে । কনে সাজানো থেকে আনুষঙ্গিক সামগ্রী সবকিছুই ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছিল।

bride
বিয়ের পাত্রীরা

এই বিষয়ে ক্লাবের সম্পাদক অরিন্দম চন্দ জানান, সব কিছুর দাম বেড়ে যাওয়ায় কিছুটা বাজেটে ঘাটতি হয়েছে । না হলে বিগত দিনে 53 জোড়া পাত্র পাত্রীর বিয়ে দেওয়ার নজির রয়েছে তাঁদের । শুধুমাত্র বিয়ে দেওয়ায় নয় বিয়ের সাংসারিক জিনিসপত্র তুলে দেন দম্পত্তির হাতে । এছাড়াও আগামী 15 দিন যাতে কোনওরকম খাবারের সমস্যা না হয় তার জন্য রেশন সামগ্রী তুলে দেওয়া হয় ।

arrangement
চলছে বিয়ের প্রস্তুতি

এই বিষয়ে এক কনের মা বাসন্তী পাহান জানান, মেয়ের বিয়েকে ঘিরে নানা স্বপ্ন ছিল ৷ তবে আর্থিক সমস্যায় তা আর পেরে ওঠেননি । তাই মেয়ের বিয়ের ব্যবস্থার জন্য ক্লাব কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েছিলেন । যেমনটা স্বপ্ন দেখেছিলেন ঠিক তেমনটা না হলেও আয়োজনে কোনও ত্রুটি ছিল না এখানে । মেয়ের বিয়ে হওয়ায় খুশি তাঁরা ।

gift
বিয়ের দান সামগ্রী
Intro:ইচ্ছে থাকলেও বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সংকট, এমন ১০ জন কনের বিয়ের ব্যবস্থা করল বালুরঘাটের সৃজনী সংঘ।।

বালুরঘাট, ২৩ জানুয়ারি: ইচ্ছে ছিল সুন্দরভাবে নিজেদের মেয়ের বিয়ে দেবেন। মেয়ের বিয়ে নিয়ে দেখেছিলেন নানা স্বপ্ন। তবে সেই স্বপ্ন স্বপ্নই থেকে গেছিল। মেয়েদের বিয়ের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল আর্থিক সংকট। অবশেষে আর্থিক সমস্যার জন্য যারা মেয়েদের বিয়ে দিতে পারছিলেন না, এমন মা বাবাদের পাশে দাঁড়ালো বালুরঘাটের সৃজনী সংঘ। বুধবার রাতে ১০ জন মেয়ের বিয়ের ব্যবস্থা করল ক্লাব কর্তৃপক্ষ। ১৯ তম বর্ষে পরল এবারে বালুরঘাট সৃজনী ক্লাবের গণবিবাহ। শুধুমাত্র বিয়ে দেওয়াই নয় বিয়ের আনুষঙ্গিক সামগ্রী প্রদান, আগামী ১৫ দিনের রেশনের ব্যবস্থা করে ক্লাব কর্তৃপক্ষ। বালুঘাট সৃজনী ক্লাবের পাবে এমন সামাজিক কর্মকান্ডকে কুর্নিশ জানিয়েছে বালুরঘাটবাসী।

জানা গেছে, বালুরঘাট সৃজনী ক্লাবের পক্ষ থেকে গতকাল রাতে এক গণবিবাহের আয়োজন করা হয়। যেখানে মূলত দুস্থ মেয়ে ও ছেলেদের বিয়ের ব্যবস্থা করা হয়েছিল। এবারে মোট ১২ জনের বিয়ে দেওয়ার কথা ছিল। তবে লাস্ট মুহূর্তে দু'জনের বয়স ১৮ বছরের কম হওয়ায় তা বাতিল করা হয়। সামাজিক কাজ গণবিবাহ অনুষ্ঠানের শুভ সূচনা করেন বালুরঘাটের বিধায়ক বিশ্বনাথ চৌধুরী। এছাড়াও হাজির ছিলেন অন্যান্য বিশিষ্টজনরা। গণবিবাহের জন্য গত একমাস যাবত বালুরঘাটের বিভিন্ন প্রান্তে প্রচার চালায় ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব প্রাঙ্গণে বড় প্যান্ডেল করে বিয়ের আয়োজন করা হয়। শুধুমাত্র বিয়ে নয় কনে ও পাত্রপক্ষের ২৫ জনকে জলখাবার থেকে রাতে খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। গণবিবাহ দেখতে ক্লাব প্রাঙ্গণে বিশাল ভিড় জমেছিল। রাত দশটার বিয়ের লগ্নে পাত্র-পাত্রীরা বসে। চলে রাতভর বিয়ে। কনে সাজানো থেকে আনুষঙ্গিক সামগ্রী সবকিছুই ক্লাবের পক্ষ থেকে দেওয়া হয়েছিল।

এবিষয়ে ক্লাবের সম্পাদক অরিন্দম চন্দ জানান, এবার ১৯ বছরে পরল গণ বিবাহের অনুষ্ঠান। এবার মোট ১০ জোড়া পাত্র-পাত্রীর বিয়ের ব্যবস্থা করেছেন। সব কিছুর দাম বেড়ে যাওয়ায় কিছুটা বাজেটে ঘাটতি হয়েছে। নাহলে বিগত দিনে ৫৩ জোড়া পাত্র পাত্রীর বিয়ে দেওয়ার নজির রয়েছে তাদের। শুধুমাত্র বিয়ে দেওয়ায় নয় বিয়ের সাংসারিক জিনিসপত্র তারা তুলে দেন দম্পত্তির হাতে। এছাড়াও আগামী ১৫ দিন যাতে কোনরকম খাবারের সমস্যা না হয় তার জন্য রেশন সামগ্রী তুলে দেওয়া হয়।

এবিষয়ে এক কনের মা বাসন্তী পাহান জানান, মেয়ের বিয়েকে ঘিরে নানা স্বপ্ন ছিল তবে আর্থিক সমস্যায় তা আর পেরে ওঠেননি। তাই মেয়ের বিয়ের ব্যবস্থার জন্য ক্লাব কর্তৃপক্ষের শরণাপন্ন হয়েছিলেন। যেমনটা স্বপ্ন দেখেছিলেন ঠিক তেমনটা না হলেও আয়োজনে কোন ত্রুটি নেই এখানে। মেয়ের বিয়ে হওয়ায় খুশি তারা।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.