ETV Bharat / state

BJP-তে যোগদানের জের, জেলা পরিষদ সদস্যের বাড়িতে হামলা

BJP-তে যোগদানের পর দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্যর বাড়িতে হামলা চালাল দুষ্কৃতীরা ।

লুটপাটের পর জেলা পরিষদ সদস্যের বাড়ি
author img

By

Published : Jun 27, 2019, 9:18 AM IST

Updated : Jun 27, 2019, 11:00 AM IST

হিলি, 27 জুন : BJP-তে যোগদানের পর দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্যর বাড়িতে দুষ্কৃতী হামলা । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

বিপ্লব মিত্রের সঙ্গে দিল্লিতে BJP-র সদর দপ্তরে যোগদান করতে যান জেলা পরিষদের হিলি এলাকার সদস্য গৌরী মালি । সোমবার তিনি BJP-তে যোগদান করেন । BJP-তে যোগদানের কথা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূলের একাংশ । রবিবার সন্ধে নাগাদ তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এই ঘটনার অভিযোগও দায়ের করা হয় । গতকাল রাতে গৌরী মালী দিল্লি থেকে ফিরলে আবারও তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা । ঘরের আলমারি ভেঙে লুটপাট চালায়।

পরপর দুবার গৌরী মালির বাড়িতে দুষ্কৃতীদের হামলার খবর পেয়ে রাতেই তাঁর সঙ্গে দেখা করতে যান BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকার, সাধারণ সম্পাদক বাপি সরকার । শুভেন্দুবাবু বলেন, গৌরী মালি তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেছেন । আর জেলা পরিষদ BJP-র দখলে এসেছে । গৌরী মালির যোগদানের একদিন আগে তাঁর বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । গতকাল রীতিমতো তাঁর বাড়িতে হামলা চালিয়ে দুষ্কৃতীরা গয়না, মূল্যবান জিনিস, দরকারি নথি ছিনতাই করে । গৌরী মালির পরিবারকে আশ্বাস দেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে পুলিশেও অভিযোগ দায়ের করেন তাঁরা ।

ভিডিয়োয় শুনুন

হিলি, 27 জুন : BJP-তে যোগদানের পর দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্যর বাড়িতে দুষ্কৃতী হামলা । অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

বিপ্লব মিত্রের সঙ্গে দিল্লিতে BJP-র সদর দপ্তরে যোগদান করতে যান জেলা পরিষদের হিলি এলাকার সদস্য গৌরী মালি । সোমবার তিনি BJP-তে যোগদান করেন । BJP-তে যোগদানের কথা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়ে তৃণমূলের একাংশ । রবিবার সন্ধে নাগাদ তাঁর বাড়িতে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । এই ঘটনার অভিযোগও দায়ের করা হয় । গতকাল রাতে গৌরী মালী দিল্লি থেকে ফিরলে আবারও তাঁর বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা । ঘরের আলমারি ভেঙে লুটপাট চালায়।

পরপর দুবার গৌরী মালির বাড়িতে দুষ্কৃতীদের হামলার খবর পেয়ে রাতেই তাঁর সঙ্গে দেখা করতে যান BJP-র জেলা সভাপতি শুভেন্দু সরকার, সাধারণ সম্পাদক বাপি সরকার । শুভেন্দুবাবু বলেন, গৌরী মালি তৃণমূল ছেড়ে BJP-তে যোগদান করেছেন । আর জেলা পরিষদ BJP-র দখলে এসেছে । গৌরী মালির যোগদানের একদিন আগে তাঁর বাড়িতে ভাঙচুর চালায় দুষ্কৃতীরা । গতকাল রীতিমতো তাঁর বাড়িতে হামলা চালিয়ে দুষ্কৃতীরা গয়না, মূল্যবান জিনিস, দরকারি নথি ছিনতাই করে । গৌরী মালির পরিবারকে আশ্বাস দেওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে পুলিশেও অভিযোগ দায়ের করেন তাঁরা ।

ভিডিয়োয় শুনুন
Intro:বিজেপিতে যোগদানের পর লুটপাট জেলা পরিষদ সদস্যার বাড়িতে, রাতেই ঘটনাস্থলে গেলেন জেলা বিজেপি নেতৃত্ব।।

হিলি, ২৭ জুন: বিজেপিতে যোগদানের আগেই দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্যা গৌরী মালীর বাড়িতে দুস্কৃতি হামলা হয়। এদিকে বিজেপিতে যোগদানের পর গৌরীদেবীর বাড়ির সব জিনিস লুঠপাট করে নিয়ে যাচ্ছে একদল দুস্কৃতি। ঘটনার খবর পেয়ে বুধবার রাতে ঘটনাস্থলে যান বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার। এছাড়াও ছিলেন সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। গৌরীদেবীর পরিবারের সঙ্গে দেখা করার পর হিলি থানার পুলিশের সাথে দেখা করেন জেলা বিজেপি নেতৃত্ব। পুরো বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া কথা জানান বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার।

প্রসঙ্গত, বিপ্লব মিত্রের সঙ্গে বিজেপিতে যোগ দিতে দিল্লী গিয়েছিলেন হিলির জেলা পরিষদের সদস্যা গৌরী মালী। গত সোমবার তার বিজেপিতে যোগ দেবার কথা ছিল। সেই কথা চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূল কর্মীর একাংশ। অভিযোগ, এরপরেই গত রবিবার সন্ধ্যায় অপরাধ সংগঠিত করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রাতের হিলির বালুপাড়ায় গৌরী মালীর বাড়িতে হামলা চালায় এক দল দুস্কৃতি। হাতে আগ্নেয়াস্ত্র সহ ধারালো অস্ত্র নিয়ে বাড়ির সব কিছু ভাঙচুর করা হয়। টিনের বাড়ি, টিউবয়েল সহ সব ভাঙচুর চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় হিলি থানার বিশাল পুলিশ বাহিনী। এদিকে হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুস্কৃতি বলেই অভিযোগ ওঠে। এদিকে ঘটনায় আগেই থানায় অভিযোগ দায়ের করা হয়। এদিকে গৌরী মালী বিজেপিতে যোগদানের পরে ফের তার বাড়িতে হামলা চালায় দুস্কৃতিরা। এমনকি বাড়ির আলমারি ভেঙে সোনার গয়না সহ বহু দামি জিনিস লুটপাট চালায় দুস্কৃতিরা। খবর পেয়ে এদিন রাতে ঘটনাস্থলে যান জেলা বিজেপি নেতৃত্বরা।

এবিষয়ে বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার জানান, বিজেপিতে যোগদানের আগেই জেলা পরিষদ সদস্যার বাড়িতে হামলা চালানো হয়। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পর গতকাল রাতে গৌরী দেবীর বাড়িতে লুটপাট চালানো হয়। বাড়ির ভেতর ঢুকে সব কিছু ভাঙচুর করে সোনার গয়না সহ অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় তৃণমূলের হাত রয়েছে বলে তিনি অভিযোগ করেন। পুরো বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার জন্য আর একবার হিলি থানায় যান।

যদিও জেলা তৃণমূলের পক্ষ থেকে পুরো ঘটনা অস্বীকার করা হয়। হিলি তৃণমূলের ব্লক সভাপতি মিহির সরকার ঘটনার কথা অস্বীকার জানান, এই ঘটনায় তৃণমূলের কোন হাত নেই। যা কিছুই হলে এখন বিজেপি তাদের উপর দোষ চাপায়।

অন্য দিকে হিলি থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো ঘটনা তারা খতিয়ে দেখছেন। Body:HiliConclusion:Hili
Last Updated : Jun 27, 2019, 11:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.