ETV Bharat / state

26 দিন বন্ধ আদালত, ক্ষতির সম্মুখীন বালুরঘাট আদালত চত্বরের ব্যবসায়ীরা - howrah

আইনজীবীদের কর্মবিরতির জেরে ব্যবসা প্রায় বন্ধ স্থানীয় খাবার দোকানের । দ্রুত খুলুক আদালত চত্বর, এমনই আবেদন দোকানদারদের ।

স্থানীয় খাবার দোকানের মালিক
author img

By

Published : May 20, 2019, 9:26 PM IST

বালুরঘাট, 20 মে : আইনজীবীদের কর্মবিরতির জেরে ক্ষতির মুখে বালুরঘাট আদালত চত্বরের ব্যবসায়ীরা । আদালত চত্বর ও আশপাশে বেশ কিছু ছোটো-বড় খাবারের দোকান রয়েছে। আইনজীবীদের কর্মবিরতির জেরে দোকানদারদের রুজি-রুটি টান পড়েছে ।

24 এপ্রিল গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাওড়ায় পৌরকর্মী ও আইনজীবীদের মধ্যে বচসা বাধে । পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । কাঁদানে গ্যাসের শেল ফাটায় । ঘটনায় আহত হন বেশ কয়েকজন আইনজীবী । এই ঘটনার পর আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে 25 এপ্রিল থেকে ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে অনির্দিষ্ট কালের জন্য আদালতে কর্মবিরতির ডাক দেওয়া হয়।

এদিকে দীর্ঘ 26 দিন ধরে আদালত বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন এলাকার বিভিন্ন খাবার বিক্রেতারা । তাঁদের বক্তব্য, আদালত বন্ধ থাকায় ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে । স্থানীয় এক হোটেল মালিক অমর দত্ত বলেন, "কোনওদিন দেখিনি যে কোর্ট এতদিন ধরে বন্ধ থাকে । এতে আমাদের ব্যবসার খুব খারাপ অবস্থা ।" তাঁদের আবেদন, দ্রুত শুরু হোক আদালতের কাজকর্ম ।

বালুরঘাট, 20 মে : আইনজীবীদের কর্মবিরতির জেরে ক্ষতির মুখে বালুরঘাট আদালত চত্বরের ব্যবসায়ীরা । আদালত চত্বর ও আশপাশে বেশ কিছু ছোটো-বড় খাবারের দোকান রয়েছে। আইনজীবীদের কর্মবিরতির জেরে দোকানদারদের রুজি-রুটি টান পড়েছে ।

24 এপ্রিল গাড়ি পার্কিংকে কেন্দ্র করে হাওড়ায় পৌরকর্মী ও আইনজীবীদের মধ্যে বচসা বাধে । পরে তা হাতাহাতি পর্যন্ত গড়ায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে । কাঁদানে গ্যাসের শেল ফাটায় । ঘটনায় আহত হন বেশ কয়েকজন আইনজীবী । এই ঘটনার পর আইনজীবীদের উপর হামলার প্রতিবাদে 25 এপ্রিল থেকে ব্যাঙ্কশাল কোর্ট সহ রাজ্যের একাধিক বার অ্যাসোসিয়েশনের তরফে অনির্দিষ্ট কালের জন্য আদালতে কর্মবিরতির ডাক দেওয়া হয়।

এদিকে দীর্ঘ 26 দিন ধরে আদালত বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছেন এলাকার বিভিন্ন খাবার বিক্রেতারা । তাঁদের বক্তব্য, আদালত বন্ধ থাকায় ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে । স্থানীয় এক হোটেল মালিক অমর দত্ত বলেন, "কোনওদিন দেখিনি যে কোর্ট এতদিন ধরে বন্ধ থাকে । এতে আমাদের ব্যবসার খুব খারাপ অবস্থা ।" তাঁদের আবেদন, দ্রুত শুরু হোক আদালতের কাজকর্ম ।

Intro:দলীয় কোন্দল মেটাতে ড্যামেজ কন্ট্রোলে তৃণমূল সুপ্রিমো, বালুরঘাট আসনে অর্পিতার হয়ে ভিডিও বার্তা মমতার।।

বালুরঘাট, ৮ এপ্রিল: দক্ষিণ দিনাজপুর তৃণমূল তৃণমূলের গোষ্ঠ কোন্দল অব্যাহত রয়েছে। ড্যামেজ কন্ট্রোলে' নেতা মন্ত্রীরা দু-এক দিন পরপরই জেলায় আসছেন। তৃণমূলের দলীয় কোন্দলের প্রভাব লোকসভা নির্বাচনে যাতে না পরে তার জন্য এবার তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি ময়দানে নামলেন। বালুরঘাট আসনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের সমর্থনে ভিডিয়ো বার্তা প্রকাশ করেছেন। আর মমতা ব্যানার্জির এই ভিডিয়ো বার্তাকে কটাক্ষ করতে পিছু পা হন নি বিরোধীরা।

বালুরঘাট আসনে তৃণমূলের প্রার্থী কে হবেন তা অন্দরের কোন্দল চরম আকার নেয়। তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ঘোষণা করা প্রার্থীর বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেন জেলা সভাপতি বিপ্লব মিত্র। অন্দরের কোন্দলের ফল দলকে অস্বস্তিতে পড়তে হয়। এদিকে বালুরঘাট কেন্দ্রে বিজেপির শ্রীবৃদ্ধি হওয়ায় তৃণমূলের কপালে চিন্তার ভাঁজ পরেছে। দলের ভেতরে কোন্দল মেটাতে ড্যামেজ কন্ট্রোলে' নামেন ফিরহাদ হাকিম ও ব্রাত্য বসু। দুই মন্ত্রী ড্যামেজ কন্ট্রোলে' কতটা সফল হয়েছে তা নিয়েও প্রশ্ন রয়েছে দলের অন্দরেই। শেষ পর্যন্ত দলীয় কোন্দল মেটাতে মাঠে নামলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। বালুঘাট আসনে তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষের হয়ে ভিডিয়ো বার্তা দেন তিনি।

এদিকে অর্পিতা ঘোষের সমর্থনে খোদ মুখ্যমন্ত্রীর ভিডিয়ো ক্লিপকে হাতিয়ার করেছে জেলা তৃণমূল। ওই ক্লিপকেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ভাইরাল করে দেওয়া হচ্ছে।

৩৬ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় মূখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি বলেন, তাদের একজন কর্মী তথা নাট্য কর্মী অর্পিতা ঘোষ তাদের খুব প্রিয়। সিঙ্গুর, নন্দীগ্রামের আন্দোলনে অর্পিতার সক্রিয় ভূমিকা ছিল। এছাড়া বালুরঘাটে কাজে গিয়ে একটি দূর্ঘটনায় তার জীবনটাই চলে যেতে বসেছিল। নিজের থেকে বালুরঘাটকে ভালবাসে অর্পিতা। তাই অন্য কাউকে নয় অর্পিতা ঘোষকে ভোট দিন।

অন্যদিকে এ বিষয়ে জেলা বিজেপির সহসভাপতি মানুষ সরকার জানান, ভূমি পুত্র হিসেবে তৃণমূল একটি বড় অংশ জেলা সভাপতি বিপ্লব মিত্রকে প্রার্থী হিসেবে দেখতে চেয়েছিল। কিন্তু মমতা ব্যানার্জি তার স্নেহধন্য অর্পিতা ঘোষকে প্রার্থী করায় ক্ষোভ দেখা দেয়। আজকে হয়তো তাদের তৃণমূলের মিটিং মিছিলে দেখতে পাওয়া যাচ্ছে। তবে ভোটের দিন তারা সকলে বিজেপিকে ভোট দেবেন। জেলার তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসছে তা যাতে ইভিএম এ না পরে তার জন্য ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন মমতা ব্যানার্জি।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.