ETV Bharat / state

ভুয়ো পোস্টের অভিযোগে গ্রেপ্তার, জামিন পেলেন BJP-র IT সেলের 4 - Facebook

ফেসবুকে কোরোনা রোগীর সৎকার সংক্রান্ত ভুয়ো পোস্টের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। গ্রেপ্তারের 10 দিনের মাথায় শর্তসাপেক্ষ জামিন পেলেন BJP-র IT সেলের 4 সদস্য।

4 BJP's IT cell Members got bail
BJP's IT cell
author img

By

Published : May 26, 2020, 8:45 PM IST

বালুরঘাট, 26 মে: কোরোনা রোগীর মৃতদেহ সৎকার করা নিয়ে ফেসবুকে ভুয়ো পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন BJP-র IT সেলের 4 সদস্য। মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতের বিচারক 4 জনের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করলেন। গ্রেপ্তারের 10 দিনের মাথায় আজ ওই 4 জন জামিন পেলেন। ব্যক্তিগত 2 হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হল তাঁদের।

গত 16 মে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করার অভিযোগে BJP-র IT সেলের 4 সদস্য সৌরভ রায়, প্রতাপ সরকার, কুন্তল সরকার ও বিপ্লব দেবনাথকে হিলি ও বালুরঘাট থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের বিরুদ্ধে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করেছিল পুলিশ। অভিযোগ, খিদিরপুর শ্মশানে পুলিশ গোপনে কোরোনা রোগীর মৃতদেহ সৎকার করছে, এই মর্মে ফেসবুকে ভুয়ো পোস্ট করেন BJP-র IT সেলের এই 4 সদস্য। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের গত 17 মে বালুরঘাট জেলা আদালতে পেশ করে পুলিশ। সেই সময় ধৃতদের মধ্যে 3 জনের জেল হেফাজত নির্দেশ দেন বিচারক। অন্যদিকে সৌরভ রায়কে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অবশেষে আজ 4 জনকে আদালতে তোলা হলে তাঁদের শর্তসাপেক্ষে জামিন দিলেন বালুরঘাট জেলা আদালতের বিচারক।

এই বিষয়ে জেলা BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে BJP-র 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এভাবে BJP-র কণ্ঠরোধ করা যাবে না। দলীয় কর্মীদের নিঃশর্ত জামিনের দাবিতে সাংসদ সুকান্ত মজুমদার সহ জেলা BJP নেতৃত্ব আন্দোলন চালিয়ে যাবে।

বালুরঘাট, 26 মে: কোরোনা রোগীর মৃতদেহ সৎকার করা নিয়ে ফেসবুকে ভুয়ো পোস্ট করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন BJP-র IT সেলের 4 সদস্য। মঙ্গলবার বালুরঘাট জেলা আদালতের বিচারক 4 জনের শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করলেন। গ্রেপ্তারের 10 দিনের মাথায় আজ ওই 4 জন জামিন পেলেন। ব্যক্তিগত 2 হাজার টাকার বন্ডে জামিন দেওয়া হল তাঁদের।

গত 16 মে সোশাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করার অভিযোগে BJP-র IT সেলের 4 সদস্য সৌরভ রায়, প্রতাপ সরকার, কুন্তল সরকার ও বিপ্লব দেবনাথকে হিলি ও বালুরঘাট থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তাঁদের বিরুদ্ধে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী মামলা দায়ের করেছিল পুলিশ। অভিযোগ, খিদিরপুর শ্মশানে পুলিশ গোপনে কোরোনা রোগীর মৃতদেহ সৎকার করছে, এই মর্মে ফেসবুকে ভুয়ো পোস্ট করেন BJP-র IT সেলের এই 4 সদস্য। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের গত 17 মে বালুরঘাট জেলা আদালতে পেশ করে পুলিশ। সেই সময় ধৃতদের মধ্যে 3 জনের জেল হেফাজত নির্দেশ দেন বিচারক। অন্যদিকে সৌরভ রায়কে 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। অবশেষে আজ 4 জনকে আদালতে তোলা হলে তাঁদের শর্তসাপেক্ষে জামিন দিলেন বালুরঘাট জেলা আদালতের বিচারক।

এই বিষয়ে জেলা BJP-র সাধারণ সম্পাদক বাপি সরকার বলেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে BJP-র 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এভাবে BJP-র কণ্ঠরোধ করা যাবে না। দলীয় কর্মীদের নিঃশর্ত জামিনের দাবিতে সাংসদ সুকান্ত মজুমদার সহ জেলা BJP নেতৃত্ব আন্দোলন চালিয়ে যাবে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.