ETV Bharat / state

মুকুলের অভিযোগের উত্তর দেওয়ার ইচ্ছে নেই : অর্পিতা

"দিদিকে বলো উদ্যোগ সফল করতে যে ফোন নাম্বারে দেওয়া হয়েছে সেখানে  ফোন করলে মানুষই বুঝতে পারবে কেউ ফোন ধরছে কি না ৷  মুকুল রায় তো BJP নেতা । তাঁর অভিযোগের প্রেক্ষিতে আমি বক্তব্য দিতে যাব কেনও?" এমন কী মুকুল রায়ের অভিযোগের ভিত্তিতে তাঁর বক্তব্য দেওয়ার মানসিকতায় বা ইচ্ছা কোনটাই নেই বলেই জানান অর্পিতা ।

অর্পিতা
author img

By

Published : Jul 30, 2019, 8:29 PM IST

বালুরঘাট, 30 জুলাই : আগেও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নাম্বার চালু ছিল । কিন্তু, সেখানে ফোন করলে কেউ ধরতেন না ৷ গতকাল পুরুলিয়া থেকে এই মন্তব্য করেছিলেন BJP নেতা মুকুল রায় ৷ প্রাক্তন এই তৃণমূল নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ ।

তিনি বলেন, "দিদিকে বলো উদ্যোগ সফল করতে যে ফোন নাম্বারে দেওয়া হয়েছে সেখানে ফোন করলে মানুষই বুঝতে পারবে কেউ ফোন ধরছে কি না ৷ মুকুল রায় তো BJP নেতা । তাঁর অভিযোগের প্রেক্ষিতে আমি বক্তব্য দিতে যাব কেনও?" এমন কী মুকুল রায়ের অভিযোগের ভিত্তিতে তাঁর বক্তব্য দেওয়ার মানসিকতায় বা ইচ্ছা কোনটাই নেই বলেই জানান অর্পিতা ।

didike balo issue
মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো

গতকাল কলকাতায় দিদিকে বলো কর্মসূচির উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই কর্মসূচির জন্য তিনি www.didikbolo.com নামে একটি ওয়েব সাইট ও 9137091370 ফোন নাম্বার চালু করেন ৷ ওই ফোন নাম্বার ও ওয়েব সাইটে সাধারণ মানুষ নিজেদের অভিযোগ জানাতে পারবেন । সেই অভিযোগ নিজে খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

didike balo issue
দিদিকে বলো কর্মসূচির পোশাক

আজ বালুরঘাট পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অর্পিতা । এরপর তিনি পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । যদিও আজকের বৈঠকে হাজির ছিলেন না বালুরঘাট পৌরসভা প্রশাসক কমিটির সদস্য শংকর চক্রবর্তী । তিনি জানান, দিন কয়েক পর ফের পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ৷
এরপর 'দিদিকে বলো' কর্মসূচী নিয়ে বালুরঘাটের সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷ তাঁর কথায় , "সাধারণ মানুষের কাছে পৌঁছোতে তৃণমূল নেত্রী ১০০ দিনের একটি প্রকল্প নিয়েছেন । এই ১০০ দিনে বিধায়ক থেকে দলীয় নেতৃত্বরা আরও বেশি করে যাবে সাধারণ মানুষের কাছে ।" আজ এই সাংবাদিক সম্মেলন থেকে সাধারণ মানুষদের হাতে তুলে দিদিকে বলো কর্মসূচির ফোন নাম্বার তুলে দেন ৷ এছাড়াও বেশ কয়েকজন সক্রিয় যুব তৃণমূল কর্মীদের দিদিকে বলো কর্মসূচির পোশাক ও তৃণমূল নেত্রীর লোগো তুলে দেন ।

বালুরঘাট, 30 জুলাই : আগেও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নাম্বার চালু ছিল । কিন্তু, সেখানে ফোন করলে কেউ ধরতেন না ৷ গতকাল পুরুলিয়া থেকে এই মন্তব্য করেছিলেন BJP নেতা মুকুল রায় ৷ প্রাক্তন এই তৃণমূল নেতার মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ ।

তিনি বলেন, "দিদিকে বলো উদ্যোগ সফল করতে যে ফোন নাম্বারে দেওয়া হয়েছে সেখানে ফোন করলে মানুষই বুঝতে পারবে কেউ ফোন ধরছে কি না ৷ মুকুল রায় তো BJP নেতা । তাঁর অভিযোগের প্রেক্ষিতে আমি বক্তব্য দিতে যাব কেনও?" এমন কী মুকুল রায়ের অভিযোগের ভিত্তিতে তাঁর বক্তব্য দেওয়ার মানসিকতায় বা ইচ্ছা কোনটাই নেই বলেই জানান অর্পিতা ।

didike balo issue
মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো

গতকাল কলকাতায় দিদিকে বলো কর্মসূচির উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই কর্মসূচির জন্য তিনি www.didikbolo.com নামে একটি ওয়েব সাইট ও 9137091370 ফোন নাম্বার চালু করেন ৷ ওই ফোন নাম্বার ও ওয়েব সাইটে সাধারণ মানুষ নিজেদের অভিযোগ জানাতে পারবেন । সেই অভিযোগ নিজে খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

didike balo issue
দিদিকে বলো কর্মসূচির পোশাক

আজ বালুরঘাট পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন অর্পিতা । এরপর তিনি পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন । যদিও আজকের বৈঠকে হাজির ছিলেন না বালুরঘাট পৌরসভা প্রশাসক কমিটির সদস্য শংকর চক্রবর্তী । তিনি জানান, দিন কয়েক পর ফের পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন ৷
এরপর 'দিদিকে বলো' কর্মসূচী নিয়ে বালুরঘাটের সাংবাদিক সম্মেলন করেন তিনি ৷ তাঁর কথায় , "সাধারণ মানুষের কাছে পৌঁছোতে তৃণমূল নেত্রী ১০০ দিনের একটি প্রকল্প নিয়েছেন । এই ১০০ দিনে বিধায়ক থেকে দলীয় নেতৃত্বরা আরও বেশি করে যাবে সাধারণ মানুষের কাছে ।" আজ এই সাংবাদিক সম্মেলন থেকে সাধারণ মানুষদের হাতে তুলে দিদিকে বলো কর্মসূচির ফোন নাম্বার তুলে দেন ৷ এছাড়াও বেশ কয়েকজন সক্রিয় যুব তৃণমূল কর্মীদের দিদিকে বলো কর্মসূচির পোশাক ও তৃণমূল নেত্রীর লোগো তুলে দেন ।

Intro:দিদিকে বলো নাম্বারে ফোন করলে মানুষই বুঝতে পারবে কেউ ফোন ধরছে কিনা, কোনো বিজেপি নেতার অভিযোগে আমি বক্তব্য দিতে যাব কেন; মুকুল রায়কে কটাক্ষ অর্পিতার।।

বালুরঘাট, ৩০ জুলাই: আগেও মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নাম্বার চালু ছিল। কিন্তু সেই ফোন কেউ ধরতে না বলে গতকাল পুরুলিয়ায় কটাক্ষ করেছিল বিজেপি নেতা মুকুল রায়। এবার মুকুল রায়কেই কটাক্ষ করলেন দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ। মুকুল রায় তো বিজেপি নেতা। তার অভিযোগ নিয়ে আমি বক্তব্য দিতে যাব কেন। মানুষই ওই নাম্বারে ফোন করলেই বুঝতে পারবেন কেউ ফোন ধরছেনা কিনা, বা ফোনে কেউ রেসপন্স করছে কিনা। মুকুল রায়ের অভিযোগের ভিত্তিতে তার কোন বক্তব্য দেওয়ার মানসিকতায় বা ইচ্ছাই নেই। মঙ্গলবার দুপুরে বালুরঘাট পুরসভার সুবর্ণতটে এক সাংবাদিক সম্মেলনে মুকুল রায়কে এমন ভাবেই কটাক্ষ করেন অর্পিতা ঘোষ।

প্রসঙ্গত, সাধারণ মানুষের অভিযোগ এবার নিজে শুনবেন মুখ্যমন্ত্রী। গত সোমবার কলকাতায় 'দিদিকে বলো' নামে একটি ওয়েব সাইট ও ফোন নাম্বার আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন মমতা ব্যানার্জি। ওই ফোন নাম্বার ও ওয়েব সাইটে যে কেউ নিজের অভিযোগ জানাতে পারবেন। সেই অভিযোগ নিজে খতিয়ে দেখবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 'দিদিকে বলো' এই নিয়ে দিন বালুরঘাটের সাংবাদিক সম্মেলন করেন অর্পিতা ঘোষ। সাংবাদিক সম্মেলনের আগে এদিন বালুরঘাট পৌরসভা প্রশাসক হিসেবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব পেয়ে পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। যদিও এ দিনের বৈঠকে হাজির ছিলেন না বালুরঘাট পৌরসভা প্রশাসক কমিটির আর এক সদস্য শংকর চক্রবর্তী। দিন কয়েক পর ফের পৌর আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন তিনি বলে জানিয়েছে।

এদিনের সাংবাদিক সম্মেলন থেকে অর্পিতা ঘোষ আরও বলেন, সাধারণ মানুষের কাছে পৌঁছোতে মুখ্যমন্ত্রী ১০০ দিনের একটি প্রকল্প নিয়েছেন। এই ১০০ দিনে বিধায়ক থেকে দলীয় নেতৃত্বরা আরও বেশি করে যাবে সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের মধ্যে মুখ্যমন্ত্রীর দিদিকে বলো ফোন নম্বর দেওয়া হয়। পাশাপাশি বেশ কিছু সক্রিয় যুব তৃণমূল কর্মীদের টিশার্ট ও মুখ্যমন্ত্রীর লোগো তুলে দেওয়া হয়।


Body:Balurghat


Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.