ETV Bharat / state

3 অনাথকে সাহায্য় অর্পিতা ঘোষের - help to orphans

অনাথ দুই নাবালিকা ও এক শিশুর হাতে খাদ্য ও শিক্ষাসামগ্রী তুলে দিলেন অর্পিতা ঘোষ । আগামী দিনেও ওই তিনজনকে সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ।

orphans
অনাথ
author img

By

Published : Apr 30, 2020, 9:36 AM IST

বংশীহারী, 30 এপ্রিল : লকডাউনে অনাথ দুই নাবালিকা ও এক শিশুর দুর্দশার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় । খবর পেয়ে গতকালই ওই তিনজনের পাশে দাঁড়ান দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ । রেশন সামগ্রী দেওয়ার পাশাপাশি নতুন জামা তুলে দেন তিনজনের হাতে । তুলে দিয়েছেন শিক্ষাসামগ্রীও । পাশাপাশি আগামীদিনেও তারা সমস্ত রকমের সুবিধা পাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

কোরোনা সংক্রমণ রোধে লকডাউন চলছে । এই অবস্থায় দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের ধুমসাদিঘি ঘাসিপুর এলাকার দুই অনাথ নাবালিকা ও এক শিশুর প্রায় অনাহারে দিন যাপনের খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে । খবর প্রকাশের পরদিনই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওই তিনজনকে সাহায্যের ব্যবস্থা করা হয় । গতকাল অর্পিতা ঘোষ তিনজনকে চাল ,ডাল, শুকনো খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন । এছাড়াও তিনজনকে ভবিষ্যতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ।

ওই তিনজনের নাম পানমণি , সুরজমণি ও প্রসেনজিৎ । মা বছরখানেক আগে মারা গেছেন । বাবা নিখোঁজ । কোনওরকমে মামার বাড়ির সাহায্যেই চলে । লকডাউনের পর থেকে একপ্রকার আধপেটা খেয়েই দিন কাটছিল তাদের । তৃণমূল নেতৃত্ব এবং মহকুমা শাসকের কাছে খবর পৌঁছাতেই তাদের খাবারের ব্যবস্থা করা হয় । খাদ্যসামগ্রী, বই খাতা, নতুন জামা পেয়ে খুশি তিনজনই ।

এই বিষয়ে অর্পিতা ঘোষ জানান, " আমরা ভাবছিলাম ওদের তিনজনকে কোনও আবাসিক হোম বা হস্টেলে রাখব । কিন্তু ওরা কোথাও যেতে চায়নি । আগামীদিনে ওদের তিনজনকে সবরকমভাবে সাহায্যের নির্দেশ দিয়েছি বুথ সভাপতিকে ।"

বংশীহারী, 30 এপ্রিল : লকডাউনে অনাথ দুই নাবালিকা ও এক শিশুর দুর্দশার খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় । খবর পেয়ে গতকালই ওই তিনজনের পাশে দাঁড়ান দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ । রেশন সামগ্রী দেওয়ার পাশাপাশি নতুন জামা তুলে দেন তিনজনের হাতে । তুলে দিয়েছেন শিক্ষাসামগ্রীও । পাশাপাশি আগামীদিনেও তারা সমস্ত রকমের সুবিধা পাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি ।

কোরোনা সংক্রমণ রোধে লকডাউন চলছে । এই অবস্থায় দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের ধুমসাদিঘি ঘাসিপুর এলাকার দুই অনাথ নাবালিকা ও এক শিশুর প্রায় অনাহারে দিন যাপনের খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে । খবর প্রকাশের পরদিনই মহকুমা প্রশাসনের পক্ষ থেকে ওই তিনজনকে সাহায্যের ব্যবস্থা করা হয় । গতকাল অর্পিতা ঘোষ তিনজনকে চাল ,ডাল, শুকনো খাবারসহ অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ তুলে দেন । এছাড়াও তিনজনকে ভবিষ্যতে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি ।

ওই তিনজনের নাম পানমণি , সুরজমণি ও প্রসেনজিৎ । মা বছরখানেক আগে মারা গেছেন । বাবা নিখোঁজ । কোনওরকমে মামার বাড়ির সাহায্যেই চলে । লকডাউনের পর থেকে একপ্রকার আধপেটা খেয়েই দিন কাটছিল তাদের । তৃণমূল নেতৃত্ব এবং মহকুমা শাসকের কাছে খবর পৌঁছাতেই তাদের খাবারের ব্যবস্থা করা হয় । খাদ্যসামগ্রী, বই খাতা, নতুন জামা পেয়ে খুশি তিনজনই ।

এই বিষয়ে অর্পিতা ঘোষ জানান, " আমরা ভাবছিলাম ওদের তিনজনকে কোনও আবাসিক হোম বা হস্টেলে রাখব । কিন্তু ওরা কোথাও যেতে চায়নি । আগামীদিনে ওদের তিনজনকে সবরকমভাবে সাহায্যের নির্দেশ দিয়েছি বুথ সভাপতিকে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.