ETV Bharat / state

BJP-তে গেছেন বিপ্লব, উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান হলেন অর্পিতা - bjp

2018 সালের প্রথমদিকে বিপ্লব মিত্রকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য করা হয় । পরে তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান করা হয় । বর্তমানে তিনি BJP-তে যোগ দিয়েছেন । সেই পদে এলেন অর্পিতা ঘোষ ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 29, 2019, 10:25 PM IST

বালুরঘাট, 29 জুন : বাড়তি দায়িত্ব পেলেন অর্পিতা ঘোষ । জেলা সভানেত্রীর পাশাপাশি এবার তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে বসানো হল । এই পদে আগে ছিলেন বিপ্লব মিত্র । বিপ্লববাবু BJP-তে যোগ দেওয়ায় এই পদ ফাঁকা ছিল । শুক্রবার সন্ধ্যায় দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ নিজে ফোন করে অর্পিতা ঘোষকে বিষয়টি জানান ।

2011 সাল অর্থাৎ প্রথমাবস্থায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের কমিটিতে দক্ষিণ দিনাজপুর থেকে সদস্য করা হয়েছিল বিপ্লব মিত্র এবং তৃণমূল নেতা বিপ্লব খাঁকে । গোষ্ঠীদ্বন্দ্ব ও নানা কারণে পরবর্তীতে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব মিত্রকে । 2016-তে দ্বিতীয়বার তৃণমূল সরকার গঠনের পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হন বাচ্চু হাঁসদা । পদাধিকার বলে তিনি ওই কমিটির সদস্য হন । এদিকে 2018 সালের প্রথমদিকে বিপ্লব মিত্রকেও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য করা হয় । পরে তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান করা হয় ।

এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর গত ২৫ মে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে অর্পিতা ঘোষকে আনা হয় । চলতি মাসেই তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন বিপ্লব মিত্র । এরপর আজ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে অর্পিতার নাম ঘোষণা করা হয় ।

এই বিষয়ে, তৃণমূল জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁকে ফোন করে এই খবর দেন । এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে মানুষের প্রতি কাজের দায়িত্ব আরও বাড়ল । দপ্তরের পক্ষ থেকে সেই চিঠি কয়েক দিনের মধ্যে জেলাশাসকের কাছে আসবে বলে তিনি জানিয়েছেন ।

বালুরঘাট, 29 জুন : বাড়তি দায়িত্ব পেলেন অর্পিতা ঘোষ । জেলা সভানেত্রীর পাশাপাশি এবার তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদে বসানো হল । এই পদে আগে ছিলেন বিপ্লব মিত্র । বিপ্লববাবু BJP-তে যোগ দেওয়ায় এই পদ ফাঁকা ছিল । শুক্রবার সন্ধ্যায় দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ নিজে ফোন করে অর্পিতা ঘোষকে বিষয়টি জানান ।

2011 সাল অর্থাৎ প্রথমাবস্থায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের কমিটিতে দক্ষিণ দিনাজপুর থেকে সদস্য করা হয়েছিল বিপ্লব মিত্র এবং তৃণমূল নেতা বিপ্লব খাঁকে । গোষ্ঠীদ্বন্দ্ব ও নানা কারণে পরবর্তীতে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব মিত্রকে । 2016-তে দ্বিতীয়বার তৃণমূল সরকার গঠনের পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী হন বাচ্চু হাঁসদা । পদাধিকার বলে তিনি ওই কমিটির সদস্য হন । এদিকে 2018 সালের প্রথমদিকে বিপ্লব মিত্রকেও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য করা হয় । পরে তাঁকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান করা হয় ।

এবার লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর গত ২৫ মে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে অর্পিতা ঘোষকে আনা হয় । চলতি মাসেই তৃণমূল ছেড়ে BJP-তে যোগ দেন বিপ্লব মিত্র । এরপর আজ উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে অর্পিতার নাম ঘোষণা করা হয় ।

এই বিষয়ে, তৃণমূল জেলা সভানেত্রী অর্পিতা ঘোষ জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাঁকে ফোন করে এই খবর দেন । এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে মানুষের প্রতি কাজের দায়িত্ব আরও বাড়ল । দপ্তরের পক্ষ থেকে সেই চিঠি কয়েক দিনের মধ্যে জেলাশাসকের কাছে আসবে বলে তিনি জানিয়েছেন ।

Intro:তৃণমূলে গুরুত্ব বাড়ছে অর্পিতার, দায়িত্ব পেলেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের।।

বালুরঘাট, ২৯ জুন: বিজেপিতে বিপ্লব মিত্রের যোগদানের পর এবার উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান পদের দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ তথা দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি অর্পিতা ঘোষ। এই পদে আগে ছিলেন প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র। শুক্রবার সন্ধ্যায় দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ নিজে ফোন করে অর্পিতা ঘোষকে বিষয়টি ও সঙ্গে অভিনন্দন জানান। ঘটনায় খুশি অর্পিতা অনুগামীরা।

জানা গেছে, ২০১১ সাল অর্থাৎ প্রথমাবস্থায় উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের কমিটিতে দক্ষিণ দিনাজপুর থেকে সদস্য করা হয়েছিল বিপ্লব মিত্র এবং তৃণমূল নেতা বিপ্লব খাঁ কে। গোষ্ঠী দন্ধ ও নানা কারনে পরবর্তীতে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব মিত্রকেই। ২০১৬ দ্বিতীয়বার তৃণমূল সরকার গঠনে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী হন বাচ্চু হাঁসদা। পদাধিকার বলে তিনি ওই কমিটির সদস্য হন। এদিকে ২০১৮ সালের।প্রথমের দিকে বিপ্লব মিত্রকেও উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য করা হয়। পরে তাকে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান করা হয়।

এদিকে চলতি লোকসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবির পর গত ২৫ মে দক্ষিণ দিনাজপুর তৃণমূলের জেলা সভাপতি পদ থেকে বিপ্লব মিত্রকে সরিয়ে জেলা সভাপতি অর্পিতা ঘোষকে করেন তৃণমূল সুপ্রিমো। চলতি মাসেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন বিপ্লব মিত্র। এরপরই এদিন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান হিসেবে অর্পিতার নাম ঘোষণা হয়।

এবিষয়ে তৃণমূলের জেলা সভাপতি অর্পিতা ঘোষ জানান, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ তাকে ফোন করে এই খবর দেন। এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে মানুষের প্রতি কাজের দায়িত্ব তার আরও বাড়ল। দপ্তরের পক্ষ থেকে সেই চিঠি কয়েক দিনের মধ্যে জেলা শাসকের কাছে আসবে বলে তিনি জানিয়েছেন।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.