ETV Bharat / state

গঙ্গারামপুরের BJP কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে - তৃণমূল ও বিজেপি সংঘর্ষ

BJP কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

aa
অভিযোগ
author img

By

Published : May 3, 2020, 1:49 PM IST

তপন, 3 মে : 28 মার্চ ত্রাণ সামগ্রী বিলি করে ফেরার পথে তপনের খেয়াঘাট এলাকায় দুই BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গুরুতর জখম হয়েছিলেন BJP কর্মী ভগীরথ সরকার ও তাঁর ভাই দীপঙ্কর সরকার । অভিযোগ দায়ের হয়েছিল তপন থানায় । ওই দুইজনের বাড়ি গঙ্গারামপুর এলাকায় । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গঙ্গারামপুরে অন্য এক BJP কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আগের ঘটনার রেশ ধরেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে গতকাল বিকালে গঙ্গারামপুরের বজ্রাপুকুরে যান BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণসহ জেলার অন্যান্য নেতারা । ঘটনায় তপন থানাতেই লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত BJP কর্মী কিশোর রায় । তদন্ত শুরু হয়েছে । যদিও হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল।

লকডাউনে ত্রাণ বিলিকে কেন্দ্র করে গঙ্গারামপুর থানার বজ্রাপুকুর ও তপন থানার খেয়াঘাট এলাকায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনা রয়েছে তৃণমূল ও BJP-র মধ্যে । অভিযোগ, কয়েকদিন আগে খেয়াঘাট এলাকায় ত্রাণ বিলি করে ফেরার পথে স্থানীয় BJP নেতা ও তাঁর ভাইকে দুষ্কৃতীদের হামলার মুখে পড়তে হয় । মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিলি করায় তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ ওঠে । সেই ঘটনার রেশ ধরেই শুক্রবার বজ্রাপুকুর এলাকার BJP কর্মী কিশোর রায়ের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় । অভিযোগ, দিনের বেলায় ধারালো অস্ত্র, লোহার রড নিয়ে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে ঘরে ভাঙচুর চালায়। বেধড়ক মারধর করা হয় তাঁকে । এমনকী তাঁর ঘরের 80 হাজার টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। যাওয়ার আগে তারা হুমকি দিয়ে যায় বলে অভিযোগ । এরপর গতকাল তপন থানায় আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন কিশোরবাবু । তবে এখনও কেউ গ্রেপ্তার বা আটক হয়নি বলে জানা গেছে । ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তপন থানার পুলিশ ।

aa
ভাঙচুর করা হয়েছে ওই BJP কর্মীর ঘর

এবিষয়ে অভিযোগকারী কিশোর রায় জানান, অল্পের জন্য তিনি ও তাঁর স্ত্রী প্রাণে বেঁচেছেন । দুষ্কৃতীরা নানারকম অপরাধের সঙ্গে যুক্ত । অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি । এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "যখন মানুষ খেতে পাচ্ছেন না, সেই সময় রাজনৈতিক হিংসা চালিয়ে যাচ্ছে তৃণমূল । কয়েকদিন আগেই দুই BJP নেতাকে মারধর করা হয় । একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় । একজনের হাত কেটে দেওয়া হয় । তারপরেও ক্ষান্ত থাকেনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । উত্তর বজ্রাপুকুর এলাকার যেসব BJP কর্মী-সমর্থক রয়েছেন তাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে । এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে এই লকডাউন পরিস্থিতিতেই BJP গণ আন্দোলনে নামবে ।"

অন্যদিকে জেলা তৃণমূলের পক্ষ থেকে পুরো ঘটনা অস্বীকার করা হয়েছে । BJP-র লোকদের নিজেদের মধ্যে কোন্দলের জেরেই এইসব হয়েছে । তৃণমূলের ইমেজ নষ্ট করতে ও নিজেদের কোন্দল ঢাকতে তৃণমূলের নাম নেওয়া হচ্ছে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের ।

তপন, 3 মে : 28 মার্চ ত্রাণ সামগ্রী বিলি করে ফেরার পথে তপনের খেয়াঘাট এলাকায় দুই BJP কর্মীকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । গুরুতর জখম হয়েছিলেন BJP কর্মী ভগীরথ সরকার ও তাঁর ভাই দীপঙ্কর সরকার । অভিযোগ দায়ের হয়েছিল তপন থানায় । ওই দুইজনের বাড়ি গঙ্গারামপুর এলাকায় । সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই গঙ্গারামপুরে অন্য এক BJP কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । আগের ঘটনার রেশ ধরেই এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ । ঘটনার খবর পেয়ে গতকাল বিকালে গঙ্গারামপুরের বজ্রাপুকুরে যান BJP-র জেলা সভাপতি বিনয় কুমার বর্মণসহ জেলার অন্যান্য নেতারা । ঘটনায় তপন থানাতেই লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত BJP কর্মী কিশোর রায় । তদন্ত শুরু হয়েছে । যদিও হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল।

লকডাউনে ত্রাণ বিলিকে কেন্দ্র করে গঙ্গারামপুর থানার বজ্রাপুকুর ও তপন থানার খেয়াঘাট এলাকায় বেশ কিছুদিন ধরেই উত্তেজনা রয়েছে তৃণমূল ও BJP-র মধ্যে । অভিযোগ, কয়েকদিন আগে খেয়াঘাট এলাকায় ত্রাণ বিলি করে ফেরার পথে স্থানীয় BJP নেতা ও তাঁর ভাইকে দুষ্কৃতীদের হামলার মুখে পড়তে হয় । মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিলি করায় তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালায় বলে অভিযোগ ওঠে । সেই ঘটনার রেশ ধরেই শুক্রবার বজ্রাপুকুর এলাকার BJP কর্মী কিশোর রায়ের বাড়িতে দুষ্কৃতীরা হামলা চালায় । অভিযোগ, দিনের বেলায় ধারালো অস্ত্র, লোহার রড নিয়ে একদল দুষ্কৃতী তাঁর বাড়িতে ঢুকে ঘরে ভাঙচুর চালায়। বেধড়ক মারধর করা হয় তাঁকে । এমনকী তাঁর ঘরের 80 হাজার টাকা নিয়ে যায় দুষ্কৃতীরা। যাওয়ার আগে তারা হুমকি দিয়ে যায় বলে অভিযোগ । এরপর গতকাল তপন থানায় আটজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন কিশোরবাবু । তবে এখনও কেউ গ্রেপ্তার বা আটক হয়নি বলে জানা গেছে । ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তপন থানার পুলিশ ।

aa
ভাঙচুর করা হয়েছে ওই BJP কর্মীর ঘর

এবিষয়ে অভিযোগকারী কিশোর রায় জানান, অল্পের জন্য তিনি ও তাঁর স্ত্রী প্রাণে বেঁচেছেন । দুষ্কৃতীরা নানারকম অপরাধের সঙ্গে যুক্ত । অভিযুক্তদের শাস্তির দাবি জানিয়েছেন তিনি । এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "যখন মানুষ খেতে পাচ্ছেন না, সেই সময় রাজনৈতিক হিংসা চালিয়ে যাচ্ছে তৃণমূল । কয়েকদিন আগেই দুই BJP নেতাকে মারধর করা হয় । একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয় । একজনের হাত কেটে দেওয়া হয় । তারপরেও ক্ষান্ত থাকেনি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । উত্তর বজ্রাপুকুর এলাকার যেসব BJP কর্মী-সমর্থক রয়েছেন তাঁদের বাড়ি ভাঙচুর করা হয়েছে । এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে । পুলিশ প্রশাসন ব্যবস্থা না নিলে এই লকডাউন পরিস্থিতিতেই BJP গণ আন্দোলনে নামবে ।"

অন্যদিকে জেলা তৃণমূলের পক্ষ থেকে পুরো ঘটনা অস্বীকার করা হয়েছে । BJP-র লোকদের নিজেদের মধ্যে কোন্দলের জেরেই এইসব হয়েছে । তৃণমূলের ইমেজ নষ্ট করতে ও নিজেদের কোন্দল ঢাকতে তৃণমূলের নাম নেওয়া হচ্ছে বলে দাবি জেলা তৃণমূল নেতৃত্বের ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.