ETV Bharat / state

কুমারগঞ্জে স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ , পলাতক ব্যক্তি - খুন

12 বছর আগে গ্রামের অশোক মার্ডির সঙ্গে বিয়ে হয় সোনালি মুর্মুর । তাদের একটি এগারো বছরের ছেলে রয়েছে । যদিও তাদের সন্তান ছোটো থেকেই তার মামার বাড়িতে থাকে । অভিযোগ, বিয়ের পর থেকেই সোনালীর উপর অত্যাচার চালাত অশোক । শনিবার রাতেও তাদের মধ্যে ঝামোলা হয় । এরপরেই তাঁকে মারধর করে জোর করে কীটনাশক খাইয়ে দেওয়া হয় বলে অভিষোগ ।

Murder
ছবিটি প্রতীকী
author img

By

Published : Dec 7, 2020, 1:54 PM IST

কুমারগঞ্জ, 7 ডিসেম্বর : স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । কুমারগঞ্জ ব্লকের জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের এনাতুল্লাপুর মঞ্জুরীচক এলাকার ঘটনা । মৃত ওই মহিলার নাম সোনালি মুর্মু (34) । শনিবার গভীর রাতে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই মহিলা । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে কুমারগঞ্জ থানার পুলিশ । এনিয়ে , অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবে মৃতের পরিবার । অন্যদিকে , অভিযুক্ত এখন পলাতক ।

12 বছর আগে গ্রামের অশোক মার্ডির সঙ্গে বিয়ে হয় সোনালি মুর্মুর । তাদের একটি এগারো বছরের ছেলে রয়েছে । যদিও তাদের সন্তান ছোটো থেকেই তার মামার বাড়িতে থাকে । অভিযোগ, বিয়ের পর থেকেই সোনালির উপর অত্যাচার চালাত অশোক । গত কয়েকদিন আগে সোনালির জমানো কয়েক হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায় অশোক এবং তা দিয়ে মদ্যপান করে । এদিকে , শনিবার সেই টাকা ফেরত চায় সোনালি । আর এতেই শুরু হয় বচসা । টাকা চাওয়ায় মারধর করে সোনালিকে । এরপর জোর করে তাকে কীটনাশক খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ । এদিকে , বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ওই মহিলাকে চিকিৎসার জন্য কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । অবশেষে, শনিবার গভীর রাতে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর । সোনালির পরিবারের অভিযোগ , তাঁদের মেয়েকে খুন করা হয়েছে ।

আরও পড়ুন , পাকা রাস্তার দাবিতে অবরোধ গ্রামের মহিলাদের


এই বিষয়ে মৃতার ভাই জয়ন্ত মুর্মু জানান, সকালে জানতে পারি দিদি মারা গেছে । তাদের অনুমান , তার দিদিকে খুন করা হয়েছে । কারণ তার জামাইবাবুর ব্যবহার ভালো ছিল না । তাই তারা সেখানে যেতেন না । এমনকী , প্রতিবেশি কারও সঙ্গে সুসম্পর্ক ছিল না ৷ তার দিদির কাছ থেকে জোর করে টাকা নিয়েছিল । সেই টাকা চাওয়ার জন্য হয়ত এমনটা করেছে ।

অন্যদিকে , কুমারগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে , এই নিয়ে তারা এখনও কোনও অভিযোগ পায়নি । অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখবে ।

কুমারগঞ্জ, 7 ডিসেম্বর : স্ত্রীকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে । কুমারগঞ্জ ব্লকের জাকিরপুর গ্রাম পঞ্চায়েতের এনাতুল্লাপুর মঞ্জুরীচক এলাকার ঘটনা । মৃত ওই মহিলার নাম সোনালি মুর্মু (34) । শনিবার গভীর রাতে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই মহিলা । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়েছে কুমারগঞ্জ থানার পুলিশ । এনিয়ে , অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবে মৃতের পরিবার । অন্যদিকে , অভিযুক্ত এখন পলাতক ।

12 বছর আগে গ্রামের অশোক মার্ডির সঙ্গে বিয়ে হয় সোনালি মুর্মুর । তাদের একটি এগারো বছরের ছেলে রয়েছে । যদিও তাদের সন্তান ছোটো থেকেই তার মামার বাড়িতে থাকে । অভিযোগ, বিয়ের পর থেকেই সোনালির উপর অত্যাচার চালাত অশোক । গত কয়েকদিন আগে সোনালির জমানো কয়েক হাজার টাকা জোর করে ছিনিয়ে নিয়ে যায় অশোক এবং তা দিয়ে মদ্যপান করে । এদিকে , শনিবার সেই টাকা ফেরত চায় সোনালি । আর এতেই শুরু হয় বচসা । টাকা চাওয়ায় মারধর করে সোনালিকে । এরপর জোর করে তাকে কীটনাশক খাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ । এদিকে , বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ওই মহিলাকে চিকিৎসার জন্য কুমারগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বালুরঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । অবশেষে, শনিবার গভীর রাতে বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর । সোনালির পরিবারের অভিযোগ , তাঁদের মেয়েকে খুন করা হয়েছে ।

আরও পড়ুন , পাকা রাস্তার দাবিতে অবরোধ গ্রামের মহিলাদের


এই বিষয়ে মৃতার ভাই জয়ন্ত মুর্মু জানান, সকালে জানতে পারি দিদি মারা গেছে । তাদের অনুমান , তার দিদিকে খুন করা হয়েছে । কারণ তার জামাইবাবুর ব্যবহার ভালো ছিল না । তাই তারা সেখানে যেতেন না । এমনকী , প্রতিবেশি কারও সঙ্গে সুসম্পর্ক ছিল না ৷ তার দিদির কাছ থেকে জোর করে টাকা নিয়েছিল । সেই টাকা চাওয়ার জন্য হয়ত এমনটা করেছে ।

অন্যদিকে , কুমারগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে , এই নিয়ে তারা এখনও কোনও অভিযোগ পায়নি । অভিযোগ পেলে পুরো বিষয়টি খতিয়ে দেখবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.