ETV Bharat / state

জুন থেকে বালুরঘাটে সরকারি মানদণ্ড মেনে তৈরি টোটোই শুধু চলবে - toto

আগামী ৩১ মে-র পর থেকে বালুরঘাট পৌরসভা এলাকায় টোটো চলাচল নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। এর জেরে সমস্যায় পড়েছে টোটো চালকরা ।

টোটো
author img

By

Published : Apr 28, 2019, 7:53 PM IST

বালুরঘাট, ২৬ এপ্রিল : 31 মে-এর পর থেকে বালুঘাট শহর ও সংলগ্ন এলাকায় কী ধরনের টোটো চলবে, তা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। প্রশাসন জানিয়েছে, এখন শহরে যে সমস্ত টোটো চলছে, সেগুলির অধিকাংশ সরকারি মানদণ্ড মেনে তৈরি হয়নি । ফলে দুর্ঘটনা ও যাত্রীদের প্রাণের ঝুঁকি থেকে যাচ্ছে। তাই সরকারি নিয়ম মেনে উপযুক্ত পরিকাঠামো বিশিষ্ট টোটো তৈরি করার নির্দেশ দিয়েছে প্রশাসন । কিন্তু টোটো চালকরা জানিয়েছেন, সরকারি নির্দেশিকা অনুয়ায়ী উপযুক্ত পরিকাঠামোর টোটো তৈরি করতে গেলে তার দাম পড়বে প্রায় ২ লাখ টাকা । এত কম সময় কীভাবে এত বেশি টাকা দিয়ে টোটো কেনা সম্ভব, তা ভেবে পাচ্ছেন না চালকরা ।

ভিডিয়োয় শুনুন বিদ্যুৎ মণ্ডলের বক্তব্য

বালুরঘাট পৌরসভা অনুমোদিত শহর ও সংলগ্ন শহরাঞ্চলে মোট ১১৩০টি টোটো চলাচল করে । এর মধ্যে কিছু টোটোকে প্রশাসনের তরফ থেকে TIN দেওয়া হয়েছে। বাকিতে টোটোগুলিতে BM ও BM-1 নম্বর দেওয়া আছে । মাস দেড়েক আগে দক্ষিণ দিনাজপুর জেলা আঞ্চলিক পরিবহন কেন্দ্রের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল । সেখানে বলা হয় বালুরঘাট পৌরসভা অনুমোদিত যেসব টোটোর TIN ও BM নাম্বার রয়েছে তাদের সরকারি নির্দেশিকা মাফিক টোটো কিনতে হবে । সেই টোটোতে RTO অফিস থেকে আবেদনের ভিত্তিতে প্রাপ্ত নম্বর লাগাতে হবে । আগামী ৩১ মে পর্যন্তই পুরোনো টোটো চালানোর বৈধতা থাকবে বলে জানানো হয়েছে। তারপর শহরে সরকারি নির্দেশিকা মেনে তৈরি টোটোগুলিকেই শুধু চলতে দেওয়া হবে।


স্থানীয় এক টোটো মালিক বিদ্যুৎ মহন্ত বলেন, "সরকারি নির্দেশিকা মেনে যেসব টোটো তৈরি হচ্ছে পুরোনো টোটোর থেকে তার দাম প্রায় দ্বিগুন । ফলে নতুন টোটো কিনতে সমস্যায় পড়তে হচ্ছে । যাদের টাকা আছে তারা নতুন টোটো কিনছে এবং RTO অফিস তাদের নম্বরও দিয়ে দিচ্ছে । বাকিদের ক্ষেত্রে নতুন টোটো কেনার জন্য সরকারি সহযোগিতা পেলে সুবিধা হত । বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য আমরা RTO-কেও অনুরোধ জানিয়েছি । " এব্যাপারে RTO আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমকে টোটোর ব্যাপারে কোনও কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন।

বালুরঘাট, ২৬ এপ্রিল : 31 মে-এর পর থেকে বালুঘাট শহর ও সংলগ্ন এলাকায় কী ধরনের টোটো চলবে, তা নিয়ে বিশেষ নির্দেশিকা জারি করেছে প্রশাসন। প্রশাসন জানিয়েছে, এখন শহরে যে সমস্ত টোটো চলছে, সেগুলির অধিকাংশ সরকারি মানদণ্ড মেনে তৈরি হয়নি । ফলে দুর্ঘটনা ও যাত্রীদের প্রাণের ঝুঁকি থেকে যাচ্ছে। তাই সরকারি নিয়ম মেনে উপযুক্ত পরিকাঠামো বিশিষ্ট টোটো তৈরি করার নির্দেশ দিয়েছে প্রশাসন । কিন্তু টোটো চালকরা জানিয়েছেন, সরকারি নির্দেশিকা অনুয়ায়ী উপযুক্ত পরিকাঠামোর টোটো তৈরি করতে গেলে তার দাম পড়বে প্রায় ২ লাখ টাকা । এত কম সময় কীভাবে এত বেশি টাকা দিয়ে টোটো কেনা সম্ভব, তা ভেবে পাচ্ছেন না চালকরা ।

ভিডিয়োয় শুনুন বিদ্যুৎ মণ্ডলের বক্তব্য

বালুরঘাট পৌরসভা অনুমোদিত শহর ও সংলগ্ন শহরাঞ্চলে মোট ১১৩০টি টোটো চলাচল করে । এর মধ্যে কিছু টোটোকে প্রশাসনের তরফ থেকে TIN দেওয়া হয়েছে। বাকিতে টোটোগুলিতে BM ও BM-1 নম্বর দেওয়া আছে । মাস দেড়েক আগে দক্ষিণ দিনাজপুর জেলা আঞ্চলিক পরিবহন কেন্দ্রের পক্ষ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল । সেখানে বলা হয় বালুরঘাট পৌরসভা অনুমোদিত যেসব টোটোর TIN ও BM নাম্বার রয়েছে তাদের সরকারি নির্দেশিকা মাফিক টোটো কিনতে হবে । সেই টোটোতে RTO অফিস থেকে আবেদনের ভিত্তিতে প্রাপ্ত নম্বর লাগাতে হবে । আগামী ৩১ মে পর্যন্তই পুরোনো টোটো চালানোর বৈধতা থাকবে বলে জানানো হয়েছে। তারপর শহরে সরকারি নির্দেশিকা মেনে তৈরি টোটোগুলিকেই শুধু চলতে দেওয়া হবে।


স্থানীয় এক টোটো মালিক বিদ্যুৎ মহন্ত বলেন, "সরকারি নির্দেশিকা মেনে যেসব টোটো তৈরি হচ্ছে পুরোনো টোটোর থেকে তার দাম প্রায় দ্বিগুন । ফলে নতুন টোটো কিনতে সমস্যায় পড়তে হচ্ছে । যাদের টাকা আছে তারা নতুন টোটো কিনছে এবং RTO অফিস তাদের নম্বরও দিয়ে দিচ্ছে । বাকিদের ক্ষেত্রে নতুন টোটো কেনার জন্য সরকারি সহযোগিতা পেলে সুবিধা হত । বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য আমরা RTO-কেও অনুরোধ জানিয়েছি । " এব্যাপারে RTO আশিস কুণ্ডু সংবাদ মাধ্যমকে টোটোর ব্যাপারে কোনও কথা বলবেন না বলে সাফ জানিয়ে দেন।

Intro:শৌচালয় তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার, কাজ বন্ধ করে দিল গ্রামবাসীরা।।

বালুরঘাট, ২৭ এপ্রিল: সরকারি শৌচালয় তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী শৌচালয় তৈরির কাজ বন্ধ করে দিলেন। বালুরঘাট থানার বোল্লা গ্রাম পঞ্চায়েতের শরণগ্রাম এলাকার ঘটনা। ঘটনায় অভিযোগ দায়ের বালুরঘাট ব্লক অফিসে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস ব্লক প্রশাসনের।

জানা গেছে, বেশ কয়েক মাস আগে বালুরঘাট ব্লকের বোল্লা গ্রাম পঞ্চায়েতের শরণগ্রাম এলাকায় প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যায়ে মহিলা ও পুরুষদের জন্য শৌচালয় তৈরি হয়। অভিযোগ, শৌচালয়টি তৈরিতে নিম্ন মানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এমনকি কাজের শিডিউল ও পুরনো দেখানো হচ্ছে। কাজের বরাত পাওয়া ঠিকাদারকে ঘটনার প্রতিবাদ করে স্থানীয়রা। তবে লাভের লাভ কিছু হয়নি। এদিকে নিম্ন মানের সামগ্রী দিয়ে শৌচালয় তৈরি হয়েছে। যার ফলে হাত দিলেই ছাদ থেকে ঝরে পরছে বালি সিমেন্ট। যে কোন সময় ঘটে যেতে পারে বড়সড় বিপদ। এর প্রতিবাদে শনিবার শৌচালয় তৈরির কাজ বন্ধ করে দেয় ক্ষুব্ধ গ্রামবাসীরা। পুরো বিষয়টি বালুরঘাট ব্লক প্রশাসনকে ফোনে জানায় স্থানীয়রা। আজ অফিস বন্ধ থাকায় আগামী সোমবার লিখইত অভিযোগ দায়ের করবেন এলাকাবাসীরা। সরকারি নিয়ম মেনে কাজ না হলে কোন ভাবেই কাজ করতে দেওয়া হবে বলে সাফ জানিয়েছেন গ্রামবাসীরা।

এবিষয়ে গ্রামবাসী মিঠুন পাল জানান, কয়েক মাস আগে শৌচালয় তৈরির কাজ শুরু হয়। প্রথম থেকে শৌচালয় তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। এনিয়ে তারা বরাত পাওয়া ঠিকাদারের কাছে কাজের শিডিউল দেখতে চান। সেই সময় ২০১২ সালের কাজের শিডিউল তাদের দেখানো হয়। অথচ এই শৌচালয়টি কিছু দিন আগেই কাজের বরাত দেওয়া হয়েছে। শৌচালয়ের ছাদে হাত দিলে ঝরে পরছে বালি সিমেন্ট। সঠিক ভাবে ও সরকারি নিয়ম অনুসারে কাজ করার দাবিতে তারা কাজ বন্ধ করে দিয়েছে। এনিয়ে তারা বালুরঘাট ব্লকের জয়েন্ট বিডিও কে ফোনে অভিযোগ জানিয়েছেন তারা।

অন্য দিকে পুরো বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বালুরঘাট ব্লক প্রশাসন।
Body:BalurghatConclusion:Balurghat

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.