ETV Bharat / state

কুমারগঞ্জে মহিলা খুনের ঘটনার 24 ঘণ্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত - Accused of Kumarganj Woman Murdur Case arrested

শাবলের আঘাতে কুমারগঞ্জের মার্ডিপাড়া এলাকায় জবা টুডু(42) নামে এক মহিলার মৃত্যু হয় । এই ঘটনার 24 ঘণ্টার মধ্যেই আজ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল কুমারগঞ্জ থানার পুলিশ ।

Kumarganj Murder Case
কুমারগঞ্জের খুনের ঘটনায় ধৃত যুবক
author img

By

Published : Jun 13, 2020, 10:52 PM IST

কুমারগঞ্জ, 13 জুন : প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়েছিলেন । গতকাল সেইসময়ই শাবলের আঘাতে কুমারগঞ্জের মার্ডিপাড়া এলাকায় জবা টুডু(42) নামে এক মহিলার মৃত্যু হয় । এই ঘটনার 24 ঘণ্টার মধ্যে আজ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল কুমারগঞ্জ থানার পুলিশ । জবা টুডুর মৃত্যুর পর থেকে পলাতক ছিল ওই অভিযুক্ত । ধৃত ওই যুবকের নাম চন্দর দাস (28) ।

অভিযুক্ত চন্দন দাসের দিদি মামণি দাসের বিয়ে হয়েছে মার্ডিপাড়ায় । দিন 14 আগে চন্দন দিদির বাড়ি আসে । গতকাল বিকেলে দিদির সঙ্গে বচসা শুরু হয় চন্দনের। সেখানে যান প্রতিবেশী জবা টুডু। অভিযোগ, সেই সময় চন্দন তার দিদিকে মারতে উদ্যত হয়। ওই সময় ঝগড়া থামাতে গেলে চন্দন দাস শাবল দিয়ে জবাকে আঘাত করে। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত ।

ওই অভিযুক্ত চন্দন দাসের খোঁজে গতকাল রাতভর কুমারগঞ্জের বিভিন্ন এলাকা তল্লাশি চালায় পুলিশ । অবশেষে আজ বিকেলে কুমারগঞ্জের আত্রেয়ী নদী বাঁধ সংলগ্ন পাট খেত থেকে চন্দন দাসকে গ্রেপ্তার করে পুলিশ । আগামীকাল তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হবে ।

এ বিষয়ে কুমারগঞ্জ OC টাসি থিরিং শেরপা জানান, আজ পাট খেত থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । আগামীকাল তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হবে । পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।

কুমারগঞ্জ, 13 জুন : প্রতিবেশীর ঝগড়া থামাতে গিয়েছিলেন । গতকাল সেইসময়ই শাবলের আঘাতে কুমারগঞ্জের মার্ডিপাড়া এলাকায় জবা টুডু(42) নামে এক মহিলার মৃত্যু হয় । এই ঘটনার 24 ঘণ্টার মধ্যে আজ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করল কুমারগঞ্জ থানার পুলিশ । জবা টুডুর মৃত্যুর পর থেকে পলাতক ছিল ওই অভিযুক্ত । ধৃত ওই যুবকের নাম চন্দর দাস (28) ।

অভিযুক্ত চন্দন দাসের দিদি মামণি দাসের বিয়ে হয়েছে মার্ডিপাড়ায় । দিন 14 আগে চন্দন দিদির বাড়ি আসে । গতকাল বিকেলে দিদির সঙ্গে বচসা শুরু হয় চন্দনের। সেখানে যান প্রতিবেশী জবা টুডু। অভিযোগ, সেই সময় চন্দন তার দিদিকে মারতে উদ্যত হয়। ওই সময় ঝগড়া থামাতে গেলে চন্দন দাস শাবল দিয়ে জবাকে আঘাত করে। আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। ঘটনাস্থানেই তাঁর মৃত্যু হয় । ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত ।

ওই অভিযুক্ত চন্দন দাসের খোঁজে গতকাল রাতভর কুমারগঞ্জের বিভিন্ন এলাকা তল্লাশি চালায় পুলিশ । অবশেষে আজ বিকেলে কুমারগঞ্জের আত্রেয়ী নদী বাঁধ সংলগ্ন পাট খেত থেকে চন্দন দাসকে গ্রেপ্তার করে পুলিশ । আগামীকাল তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হবে ।

এ বিষয়ে কুমারগঞ্জ OC টাসি থিরিং শেরপা জানান, আজ পাট খেত থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে । আগামীকাল তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হবে । পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.