বালুরঘাট, 10 এপ্রিল: লকডাউনে দুস্থ শিশুদের হাতে দুধ ও বিস্কুটের প্যাকেট তুলে দিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির(ABPTA) সদস্যরা। বালুরঘাট ব্লকের খিদিরপুর, সৃজনীপাড়া, দিঘিপাড়া সহ একাধিক এলাকায় তাদের তরফে শিশুদের হাতে বিস্কুট ও দুধের প্যাকেট তুলে দেওয়া হয়। মোট 400 জনকে একটি করে দুধের প্যাকেট ও বিস্কুটের প্যাকেট দেওয়া হয়। এভাবেই জেলাজুড়ে 5 হাজার শিশুর মধ্যে দুধ ও বিস্কুটের প্যাকেট বিল করা হবে বলে জানান সংগঠনের জেলা সম্পাদক শংকর ঘোষ।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার খেটে খাওয়া মানুষেরা। উপার্জন বন্ধ হয়ে যাওয়া দু'বেলার মতো ভাত-ডাল জুটছে না অনেকরই। এই অবস্থায় অনেকেই এই সব অসহায় মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। সেভাবেই এবার দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিলেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যরা। জেলার 17 টি সার্কেলেই সংগঠনের পক্ষ থেকে প্রথমে চাল, ডাল, আলু, সোয়াবিন ও তেল বিতরণ করা হয়। এরপর আজ থেকে শিশুদের মধ্যে দুধ ও বিস্কুটের প্যাকেট বিতরণ করা শুরু হল। আজ বালুরঘাট সদর সার্কেলে এই কর্মসূচি শুরু হয়। আগামী দিনে বাকি 16 টি সার্কেলেও এই কর্মসূচি চলবে। গোটা কর্মসূচিতে প্রায় 5 হাজার শিশুর হাতে দুধ ও বিস্কুটের প্যাকেট তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে বলে জানিয়েছে ABPTA।
এই বিষয়ে নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা সম্পাদক শংকর ঘোষ বলেন, "পাঁচ হাজার দুস্থ শিশুর মধ্যে দুধ ও বিস্কুটের প্যাকেট বিতরণ করা হবে। পাশাপাশি চাল, আলু, ডাল সহ অন্যান্য রেশন সামগ্রীও বিতরণ করা হবে। জেলার প্রায় দেড় হাজার সদস্য অর্থ সাহায্য করেছেন। সেই অর্থ দিয়েই এই কাজ করা হচ্ছে।"