বালুরঘাট, 2 মে: পঞ্চায়েত ভোটের আগে আদিবাসী সেন্টিমেন্ট নিজেদের পালে টানতে মরিয়া তৃণমূল কংগ্রেস ৷ বিষয়টিতে নজর রয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও ৷ সেকারণেই বালুরঘাটে যে তিন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটিয়ে দলে প্রত্যাবর্তন করানোর অভিযোগ উঠেছিল এক মহিলা তৃণমূল নেত্রীর বিরুদ্ধে, মঙ্গলবার পতিরামের সভা শেষে গঙ্গারামপুর যাওয়ার পথে সেই তিন মহিলার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
তিনি বলেন,“এই মহিলাদের সঙ্গে যা হয়েছে, তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না ৷ এমন কাজকে কোনও শুভবুদ্ধিসম্পন্ন মানুষ সমর্থন করবেন না ৷ দলও সমর্থন করে না ৷ এই ঘটনায় যে বা যারা জড়িত, তাদের যেন কোনওভাবেই রেয়াত না করা হয় তার জন্য মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ দেওয়া হয়েছিল ৷ আমরা শুনেছি, আমাদেরই যিনি মহিলা জেলা সভাপতি ছিলেন, সেই প্রদীপ্তা চক্রবর্তীর একটি ভূমিকা এই ঘটনায় ছিল ৷ সেটা জানার 24 ঘণ্টার মধ্যে তাঁকে সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ আজ আমি ওই তিন আদিবাসী বোনের সঙ্গে দেখা করতে এসেছি ৷ তাঁরা আলাদা করে কিছু কথা আমাকে বলেছেন ৷ এটুকু বলতে পারি, এই ঘটনার সঙ্গে দলের যত বড় নেতা বা নেত্রীই জড়িত থাকুন না কেন, দলগতভাবে এবং প্রশাসনিকভাবে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ৷”
এদিন তিনি কথা দিয়েছেন, এই ঘটনায় যে বা যারা যুক্ত তাদের কিছুতেই রেয়াত করা হবে না ৷ তবে অনেক জল্পনা থাকলেও আজ দলের প্রাক্তন নেতা তথা মন্ত্রী বাচ্চু হাঁসদার সঙ্গে দেখা করেননি তিনি ৷ সম্প্রতি বালুরঘাটে তিন আদিবাসী মহিলাকে দণ্ডি কাটিয়ে বিজেপি থেকে তৃণমূলে ফেরানো হয়েছিল ৷ এই ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন জেলা মহিলা তৃণমূলের তৎকালীন সভানেত্রী প্রদীপ্তা চক্রবর্তী ৷ এ নিয়ে নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল গোটা রাজ্যে ৷ বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি, জাতীয় মানবাধিকার কমিশন, জাতীয় তফশিলি জাতি ও উপজাতি কমিশন সহ সব জায়গায় অভিযোগ জানিয়েছেন এলাকার সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ এনিয়ে ক’দিন আগে রাজ্যপালের কাছেও অভিযোগ জানান বিজেপির তফশিলি জাতি ও উপজাতিভুক্ত বিধায়করা ৷ ঘটনার প্রতিবাদে নেমেছে বিভিন্ন আদিবাসী সংগঠন ৷
এই ঘটনায় আদিবাসী সমাজ যাতে তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে না নেয় সেই দিকে নজর রয়েছে তৃণমূলের ৷ চাপে পড়ে ইতিমধ্যেই প্রদীপ্তা চক্রবর্তীকে তাঁর সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷ সেই জায়গায় নিয়ে আসা হয় আদিবাসী মুখ স্নেহলতা হেমব্রমকে ৷ তবে প্রদীপ্তা এখনও বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারপার্সন ৷ শুধু তাই নয়, এই ঘটনায় পুলিশের খাতায় তাঁর নাম কোথাও নেই৷ বিষয়টি নিয়ে এখনও ক্ষোভে ফুটছে আদিবাসী সংগঠনগুলি ৷
আরও পড়ুন: আগে মানুষের পাশে থাকুন, পরে ভাষণ দেবেন; সুকান্তর সমালোচনায় সরব অভিষেক
আদিবাসীদের এই ক্ষোভে প্রলেপ লাগাতেই আজ পতিরাম থেকে গঙ্গারামপুর ফেরার পথে তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের বাঁধ সাঞ্জইল গ্রামে যান অভিষেক ৷ সঙ্গে ছিলেন জেলার দাপুটে নেতা বিপ্লব মিত্র, জেলা সভাপতি মৃণাল সরকার সহ আরও অনেকে ৷ এই গ্রামেই ওই আদিবাসী মহিলাদের বাড়ি ৷ অভিষেককে আদিবাসীদের প্রথায় স্বাগত জানানো হয় ৷ তবে প্রদীপ্তা চক্রবর্তীকে পৌরসভার ভাইস চেয়ারপার্সনের পদ থেকে অপসারিত করা হবে কি না, সেই প্রশ্নের উত্তরে হেঁয়ালি রেখেই দিলেন অভিষেক ৷