ETV Bharat / state

মাকে কুপিয়ে খুন, দা নিয়ে থানায় আত্মসমর্পণ ব্যক্তির

মাকে দা দিয়ে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করল এক ব্যক্তি। কুমারগঞ্জের থানাপাড়া এলাকার ঘটনা।

author img

By

Published : Mar 26, 2019, 11:50 AM IST

ফাইল ফোটো

কুমারগঞ্জ, ২৬ মার্চ: মাকে দা দিয়ে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করল এক ব্যক্তি। কুমারগঞ্জের থানাপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম কল্পনা দাস(৫৫)।

কল্পনা দাসের স্বামী গৌরচন্দ্র দাস অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। তাঁদের দু'ছেলে। বড় ছেলে মনোজ দাস ও ছোটো ছেলে মলয় দাস। ছোটো ছেলে ও গৌরবাবু বালুরঘাটে থাকেন। কুমারগঞ্জের বাড়িতে ওই বৃদ্ধা ও বড় ছেলে থাকতেন। বড় ছেলে মনোজ বেশ কয়েক বছর থেকে মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বহরমপুরে তাঁর চিকিৎসাও চলছিল। আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করছিলেন ওই বৃদ্ধা। সেই সময় দা দিয়ে হঠাৎ মায়ের উপর চড়াও হয় মনোজ। এরপর লোপাথাড়ি ভাবে দা চালাতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর। এরপর খুন করা দা নিয়ে কুমারগঞ্জ থানায় আত্মসমর্পণ করে মনোজ।

পুলিশ সূত্রে খবর, মনোজ জানিয়েছে তাঁর মা গতরাতে কীটনাশক খাইয়ে তাকে খুনের চেষ্টা করছিল। তাই সে মাকে খুন করেছে। মনোজের কাকার ছেলে টগর দাস বলেন, " আজ সকালে দোকান যাওয়ার সময় শুনতে পাই যে মনোজ তার মাকে খুন করেছে। এরপর সে থানায় আত্মসমর্পণ করে। জেঠিমার বাড়ি থেকে আমাদের বাড়ি কিছুটা দূরে। তাই ঠিক কী কারণে সে এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারব না।"

খবর পেয়ে ঘটনাস্থানে যান কুমারগঞ্জ থানার OC সুদীপ্ত দাস। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

কুমারগঞ্জ, ২৬ মার্চ: মাকে দা দিয়ে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ করল এক ব্যক্তি। কুমারগঞ্জের থানাপাড়া এলাকার ঘটনা। মৃতের নাম কল্পনা দাস(৫৫)।

কল্পনা দাসের স্বামী গৌরচন্দ্র দাস অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী। তাঁদের দু'ছেলে। বড় ছেলে মনোজ দাস ও ছোটো ছেলে মলয় দাস। ছোটো ছেলে ও গৌরবাবু বালুরঘাটে থাকেন। কুমারগঞ্জের বাড়িতে ওই বৃদ্ধা ও বড় ছেলে থাকতেন। বড় ছেলে মনোজ বেশ কয়েক বছর থেকে মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বহরমপুরে তাঁর চিকিৎসাও চলছিল। আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির কাজকর্ম করছিলেন ওই বৃদ্ধা। সেই সময় দা দিয়ে হঠাৎ মায়ের উপর চড়াও হয় মনোজ। এরপর লোপাথাড়ি ভাবে দা চালাতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বৃদ্ধা। ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর। এরপর খুন করা দা নিয়ে কুমারগঞ্জ থানায় আত্মসমর্পণ করে মনোজ।

পুলিশ সূত্রে খবর, মনোজ জানিয়েছে তাঁর মা গতরাতে কীটনাশক খাইয়ে তাকে খুনের চেষ্টা করছিল। তাই সে মাকে খুন করেছে। মনোজের কাকার ছেলে টগর দাস বলেন, " আজ সকালে দোকান যাওয়ার সময় শুনতে পাই যে মনোজ তার মাকে খুন করেছে। এরপর সে থানায় আত্মসমর্পণ করে। জেঠিমার বাড়ি থেকে আমাদের বাড়ি কিছুটা দূরে। তাই ঠিক কী কারণে সে এই ঘটনা ঘটিয়েছে তা বলতে পারব না।"

খবর পেয়ে ঘটনাস্থানে যান কুমারগঞ্জ থানার OC সুদীপ্ত দাস। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Intro:প্রশাসনিক ভবনের সামনে বাঁশের ব্যারিকেড, নমিনেশন সাবমিটের আগে নিরাপত্তা খতিয়ে দেখল ডিএম ও এসপি।।

বালুরঘাট, ২৫ মার্চ: আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে বালুরঘাট আসনের জন্য নমিনেশন দেওয়ার কাজ। তার আগে সোমবার সন্ধ্যায় বালুরঘাট প্রশাসনিক ভবন চত্বরের নিরাপত্তার বিষয়টি ঘুরে দেখলেন জেলা শাসক দীপাপ প্রিয়া পি ও পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি। এছাড়াও ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক ও পুলিশ আধিকারিকরা। এদিকে নমিনেশন জমা দেওয়ার আগেই গতকালই জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন প্রধান রাস্তা প্রায় ১০০ মিটার দীর্ঘ ব্যারিকেড দিয়ে দেয় জেলা প্রশাসন। এর ফলে সাধারণ মানুষকে ঘুর পথে যাতায়ত করতে হচ্ছে বলে অভিযোগ।  

জানা গেছে, দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনে আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে বালুরঘাট লোকসভার কেন্দ্রের প্রার্থী মনোনয়ন জমার প্রক্রিয়া। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৪ এপ্রিল। এরপর শুরু হবে মনোনয়ন প্রত্যাহার পর্ব। বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন থেকেই মূল নির্বাচনী কার্যকলাপ চলবে। সেই কারণে গত রবিবার থেকে বালুরঘাটে থাকা জেলা প্রশাসনিক ভবনের সামনের প্রধান রাস্তায় দেওয়া হয়েছে বাঁশের ব্যারিকেড দেওয়ার কাজ। থানা মোড় থেকে পুলিশ সুপারের কার্যালয় পর্যন্ত প্রায় একশ মিটার দীর্ঘ বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া। এদিকে নমিনেশনের আগে এদিন জেলা প্রশাসনিক ভবন চত্বরে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখনে আধিকারিকরা। আগামী ২৮ তারিখ থেকে জেলা প্রশাসনিক ভবন চত্বরে ১৪৪ ধারা জারি থাকবে। ভবন চত্বরের ১০০ মিটারের মধ্যে তিনটের বেশী একবারে রাজনৈতিক গাড়ি যাতায়ত করতে পারবে না। এছাড়াও নমিনেশন সাবমিটের দিন মিছিল করে কোন রাজনৈতিক দল প্রবেশ করতে পারবে না। যদিও রাস্তায় এমন বাঁশের ব্যারিকেড দেওয়া ক্ষোভ দেখা দিয়েছে শহরবাসীর মধ্যে।

এবিষয়ে জেলা শাসক দীপাপ প্রিয়া পি জানান, নমিনেশন জমা দেওয়ার আগে সব কিছু সরেজমিনে খতিয়ে দেখছেন। পাশাপাশি নিরাপত্তার বিষয়টি পুলিশ সুপার দেখছেন। 


Body:Balurghat


Conclusion:Balurghat

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.