ETV Bharat / technology

গুগলে রদবদল! প্রধান প্রযুক্তিবিদ পদে প্রভাকর রাঘবন - GOOGLE NEW CTO PRABHAKAR RAGHAVAN

গুগলের প্রধান প্রযুক্তিবিদ পদে নিযুক্ত হলেন প্রভাকর রাঘবন ৷ গুগল সিইও সুন্দর পিচাই সম্প্রতি এই পদে তাঁর নাম ঘোষণা করেছেন ৷

GOOGLE NEW CTO
গুগলের প্রধান প্রযুক্তিবিদ পদে প্রভাকর রাঘবন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Oct 18, 2024, 5:29 PM IST

হায়দরাবাদ: গুগলের উচ্চপদে আরও এক ভারতীয় ৷ প্রধান প্রযুক্তিবিদ পদে নিযুক্ত হলেন প্রভাকর রাঘবনের নামে ঘোষণা করেছেন সংস্থার সিইও সুন্দর পিচাই ৷ এতদিন গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের দায়িত্বে ছিলেন প্রভাকর রাঘবন ৷ এবার গুগল সার্চ, গুগল অ্যাসিস্ট্যান্ট, জিও, বিজ্ঞাপন, বাণিজ্য সার্চ ইঞ্জিন জায়ান্টের প্রধান প্রযুক্তিবিদ পদের দায়িত্ব সামলাতে চলেছেন। বৃহস্পতিবার, 17 অক্টোবর গুগলের সিইও সুন্দর পিচাই এই তথ্য প্রকাশ করেছেন ৷

গুগল ক্রোম ব্যবহার করছেন, তবে তথ্য চুরি থেকে সাবধান !

গুগলের অনুসন্ধান ও বিজ্ঞাপন বিভাগের নেতৃত্বে থাকবেন নিক ফক্স। নিক ফক্স গুগল সার্চ, বিজ্ঞাপন, জিও এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম তত্ত্বাবধান করবে। নতুন দায়িত্ব পেয়েই প্রভাকরণের জানান, এটি তাঁর কাছে খুবই চ্যালেঞ্জের ৷ তাঁর ক্যারিয়ারে একটা বিশেষ বাঁক ৷ তিনি জানান 12 বছর ধরে গুগলে নেতৃত্বে আছেন ৷ তিনি প্রধান প্রযুক্তিবিদের দায়িত্ব পেয়ে নিজের শিকড়ে ফিরে যেতে পেরেছেন ৷ তিনি তার কম্পিউটার বিজ্ঞানের শিকড়ে ফিরে যাচ্ছেন," পিচাই কর্মীদের উদ্দেশ্যে একটি নোটে বলেছেন গুগলের প্রধান প্রযুক্তিবিদদের ভূমিকা।" রাঘবনের বর্তমান ভূমিকা নিক ফক্স দ্বারা প্রতিস্থাপিত হবে, একজন Google অভিজ্ঞ এবং রাঘবনের নেতৃত্ব দলের সদস্য।

নতুন রূপে Google Play Store, আরও সহজ অ্যাপ ইনস্টল

Google-এর নলেজ অ্যান্ড ইনফরমেশন (K&I) বিভাগে এই রদবদল হয়েছে ৷ পিচাই বলেছেন যে "নতুন দল ফিডব্যাক লুপকে আরও উন্নত করবে ৷ জেমিনি অ্যাপের নতুন বৈশিষ্ট্য বাস্তবায়নে সাহায্য় করবে ৷"

প্রভাকর রাঘবন কে ?
64 বয়সী প্রভাকর রাঘবন ইয়াহু থেকে 2012 সালে গুগলে যোগ দিয়েছেন ৷ সার্চ ইঞ্জিন এবং বিজ্ঞাপন র‌্যাঙ্কিংয়ের পাশাপাশি বিজ্ঞাপন মার্কেটপ্লেস ডিজাইনে কাজ করেন। তিনি Google Apps এবং Google ক্লাউডের ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন ৷ যেখানে ইঞ্জিনিয়ারিং, পণ্য এবং ইউজারদের চাহিদা নিয়ে কাজ করেছেন ৷

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ভিডিয়ো কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন থেকে লো লাইট মোড

এরপর তিনি জিমেইল টিমের নেতৃত্ব দেন ৷ স্মার্ট রিপ্লাই এবং স্মার্ট কম্পোজকে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালনা করেন। নতুন আপডেট থেকে Gmail এবং Drive-এ এক বিলিয়নেরও বেশি ব্যবহারকারী বেড়েছে । 2018 সালে, তিনি শ্রীধর রামস্বামীর কাছ থেকে দায়িত্ব নিয়ে Google সার্চ, সহকারী, জিও, বিজ্ঞাপন, বাণিজ্য এবং পেমেন্ট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে, এআই ওভারভিউ এবং সার্কেল টু সার্চ, ভিডিয়ো আন্ডারস্ট্যান্ডিং এবং 'শপ হোয়াট ইউ সি'র মতো অন্যান্য সার্চ অপশন চালু হয়েছে ৷

মাত্র হাজার টাকায় 4G কিপ্যাড স্মার্টফোন

হায়দরাবাদ: গুগলের উচ্চপদে আরও এক ভারতীয় ৷ প্রধান প্রযুক্তিবিদ পদে নিযুক্ত হলেন প্রভাকর রাঘবনের নামে ঘোষণা করেছেন সংস্থার সিইও সুন্দর পিচাই ৷ এতদিন গুগলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদের দায়িত্বে ছিলেন প্রভাকর রাঘবন ৷ এবার গুগল সার্চ, গুগল অ্যাসিস্ট্যান্ট, জিও, বিজ্ঞাপন, বাণিজ্য সার্চ ইঞ্জিন জায়ান্টের প্রধান প্রযুক্তিবিদ পদের দায়িত্ব সামলাতে চলেছেন। বৃহস্পতিবার, 17 অক্টোবর গুগলের সিইও সুন্দর পিচাই এই তথ্য প্রকাশ করেছেন ৷

গুগল ক্রোম ব্যবহার করছেন, তবে তথ্য চুরি থেকে সাবধান !

গুগলের অনুসন্ধান ও বিজ্ঞাপন বিভাগের নেতৃত্বে থাকবেন নিক ফক্স। নিক ফক্স গুগল সার্চ, বিজ্ঞাপন, জিও এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম তত্ত্বাবধান করবে। নতুন দায়িত্ব পেয়েই প্রভাকরণের জানান, এটি তাঁর কাছে খুবই চ্যালেঞ্জের ৷ তাঁর ক্যারিয়ারে একটা বিশেষ বাঁক ৷ তিনি জানান 12 বছর ধরে গুগলে নেতৃত্বে আছেন ৷ তিনি প্রধান প্রযুক্তিবিদের দায়িত্ব পেয়ে নিজের শিকড়ে ফিরে যেতে পেরেছেন ৷ তিনি তার কম্পিউটার বিজ্ঞানের শিকড়ে ফিরে যাচ্ছেন," পিচাই কর্মীদের উদ্দেশ্যে একটি নোটে বলেছেন গুগলের প্রধান প্রযুক্তিবিদদের ভূমিকা।" রাঘবনের বর্তমান ভূমিকা নিক ফক্স দ্বারা প্রতিস্থাপিত হবে, একজন Google অভিজ্ঞ এবং রাঘবনের নেতৃত্ব দলের সদস্য।

নতুন রূপে Google Play Store, আরও সহজ অ্যাপ ইনস্টল

Google-এর নলেজ অ্যান্ড ইনফরমেশন (K&I) বিভাগে এই রদবদল হয়েছে ৷ পিচাই বলেছেন যে "নতুন দল ফিডব্যাক লুপকে আরও উন্নত করবে ৷ জেমিনি অ্যাপের নতুন বৈশিষ্ট্য বাস্তবায়নে সাহায্য় করবে ৷"

প্রভাকর রাঘবন কে ?
64 বয়সী প্রভাকর রাঘবন ইয়াহু থেকে 2012 সালে গুগলে যোগ দিয়েছেন ৷ সার্চ ইঞ্জিন এবং বিজ্ঞাপন র‌্যাঙ্কিংয়ের পাশাপাশি বিজ্ঞাপন মার্কেটপ্লেস ডিজাইনে কাজ করেন। তিনি Google Apps এবং Google ক্লাউডের ভাইস প্রেসিডেন্ট পদে ছিলেন ৷ যেখানে ইঞ্জিনিয়ারিং, পণ্য এবং ইউজারদের চাহিদা নিয়ে কাজ করেছেন ৷

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার, ভিডিয়ো কলে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন থেকে লো লাইট মোড

এরপর তিনি জিমেইল টিমের নেতৃত্ব দেন ৷ স্মার্ট রিপ্লাই এবং স্মার্ট কম্পোজকে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা পরিচালনা করেন। নতুন আপডেট থেকে Gmail এবং Drive-এ এক বিলিয়নেরও বেশি ব্যবহারকারী বেড়েছে । 2018 সালে, তিনি শ্রীধর রামস্বামীর কাছ থেকে দায়িত্ব নিয়ে Google সার্চ, সহকারী, জিও, বিজ্ঞাপন, বাণিজ্য এবং পেমেন্ট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নিযুক্ত হন। তাঁর নেতৃত্বে, এআই ওভারভিউ এবং সার্কেল টু সার্চ, ভিডিয়ো আন্ডারস্ট্যান্ডিং এবং 'শপ হোয়াট ইউ সি'র মতো অন্যান্য সার্চ অপশন চালু হয়েছে ৷

মাত্র হাজার টাকায় 4G কিপ্যাড স্মার্টফোন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.