বালুরঘাট, 18 অক্টোবর: গভীর রাত থেকে নিখোঁজ থাকা মানসিক ভারসাম্যহীন ও মৃগী রোগে আক্রান্ত এক যুবতির দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য । শুক্রবার বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি পুকুরের মধ্যে ভাসতে দেখা যায় মৃত যুবতির দেহ । খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবতির নাম তুলি বর্মন (25) ৷ বাড়ি বালুরঘাট থানার ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের শিবরামপুর গ্রামে । মানসিক ভারসাম্যহীন হওয়ার পাশাপাশি তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন । গত বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন তুলি ৷ বৃহস্পতিবার সারাদিন তার খোঁজ করে পরিবার । শুক্রবার সকাল 11টা নাগাদ শিবরামপুর গ্রাম থেকে এক কিলোমিটার দূরে চক ঘটক গ্রামে সরকারি জল প্রকল্পের পাশে একটি পুকুর থেকে পচা গলা মৃতদেহ ভাসতে দেখেন এলাকার বাসিন্দারা । এরপর খবর দেওয়া হয় বালুরঘাট থানায় । পুলিশ মৃতদেহটি উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে পুলিশ মর্গে পাঠায় ৷
মৃতার এক আত্মীয় পরিমল বর্মন জানান, বুধবার রাতে মা ও ভাইয়ের সঙ্গে তুলি বাড়িতে ঘুমিয়ে ছিল । এরপর গভীর রাতে উঠে কখন বেরিয়ে যায় বাড়ির কেউ তা বুঝতে পারেনি । পরদিন সকালে ঘুম থেকে উঠে যুবতিকে না দেখতে পেয়ে সারাদিন খোঁজখবর করা হয় । আজ শুক্রবার চক ঘটক এলাকায় একটি পুকুরে যুবতি মৃত অবস্থায় পড়ে আছে বলে জানতে পারা যায় । তখন দেখা যায় ওটা তুলি ৷