কুমারগঞ্জ, 17 জুলাই: গঙ্গারামপুর মহকুমা আদালতের 15 জন কর্মী সহ একদিনে দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনায় আক্রান্ত হলেন 85 জন । যা একদিনের নিরিখে সর্বোচ্চ । এর ফলে সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 548 । আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত 291 জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য আনা হচ্ছে জেলার বিভিন্ন সেফ হোমে।
গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী 85 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। নতুন 85 জন আক্রান্তের মধ্যে বালুরঘাটে 6,কুমারগঞ্জে 24,কুশমণ্ডিতে 21, হরিরামপুরে 8,বংশীহারীতে 13(এর মধ্যে একজনের বাড়ি মালদায়) গঙ্গারামপুরে 12, তপনের 1জন রয়েছে।
গতকাল আক্রান্তদের মধ্যে 15 জন গঙ্গারামপুর আদালতের কর্মী । এছাড়াও হরিরামপুরের এক পুলিশ অফিসার ও এক সিভিক ভলান্টিয়ার কোরোনায় আক্রান্ত হয়েছেন । গঙ্গারামপুরের সিভিক ভলান্টিয়ার ও তাঁর পরিবার কোরোনায় আক্রান্ত হয়েছে । এছাড়াও গঙ্গারামপুরের তিন স্বাস্থ্যকর্মী, কুমারগঞ্জের তিন স্বাস্থ্যকর্মী ও গঙ্গারামপুর BDO অফিসের কর্মী সহ পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়েছেন ।
একদিনে সর্বোচ্চ, দক্ষিণ দিনাজপুরে কোরোনায় আক্রান্ত 85
দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 548 জন। একদিনে সর্বোচ্চ 85 জন আক্রান্ত।
কুমারগঞ্জ, 17 জুলাই: গঙ্গারামপুর মহকুমা আদালতের 15 জন কর্মী সহ একদিনে দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনায় আক্রান্ত হলেন 85 জন । যা একদিনের নিরিখে সর্বোচ্চ । এর ফলে সেখানে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 548 । আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত 291 জন পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য আনা হচ্ছে জেলার বিভিন্ন সেফ হোমে।
গতরাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী 85 জনের রিপোর্ট পজ়িটিভ এসেছে। নতুন 85 জন আক্রান্তের মধ্যে বালুরঘাটে 6,কুমারগঞ্জে 24,কুশমণ্ডিতে 21, হরিরামপুরে 8,বংশীহারীতে 13(এর মধ্যে একজনের বাড়ি মালদায়) গঙ্গারামপুরে 12, তপনের 1জন রয়েছে।
গতকাল আক্রান্তদের মধ্যে 15 জন গঙ্গারামপুর আদালতের কর্মী । এছাড়াও হরিরামপুরের এক পুলিশ অফিসার ও এক সিভিক ভলান্টিয়ার কোরোনায় আক্রান্ত হয়েছেন । গঙ্গারামপুরের সিভিক ভলান্টিয়ার ও তাঁর পরিবার কোরোনায় আক্রান্ত হয়েছে । এছাড়াও গঙ্গারামপুরের তিন স্বাস্থ্যকর্মী, কুমারগঞ্জের তিন স্বাস্থ্যকর্মী ও গঙ্গারামপুর BDO অফিসের কর্মী সহ পরিযায়ী শ্রমিক আক্রান্ত হয়েছেন ।