তপন, 2 জুন: ভিন রাজ্য থেকে ফেরা 8 জনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিস। দক্ষিণ দিনাজপুরের তপন এলাকার ঘটনা। এই পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 34। আক্রান্তদের বালুরঘাট কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, সম্প্রতি ভিন রাজ্য থেকে তপনে ফিরেছিলেন পরিযায়ী শ্রমিকেরা। গত 20, 22 ও 27 তারিখে তাঁদের সোয়াব টেস্টের জন্য তপন গ্রামীণ হাসপাতাল থেকে লালারস সংগ্রহ করা হয়। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তাঁদের নুমনা পাঠানো হয়। গতকাল ওই 8 পরিযায়ী শ্রমিকের নমুনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের বয়স 18 - 38 মধ্যে। এরপরেই তাঁদের বালুরঘাট কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে, কোরোনায় আক্রান্ত পরিযায়ী শ্রমিকদের সংস্পর্শে আসা সকলকেই কোয়ারানটিনে পাঠানো হয়েছে। এমনকি এলাকাগুলোকেও কনটেইনমেন্ট জোন করা হয়েছে। এর আগে তপনের শুকদেবপুর এলাকায় এক কোরোনায় আক্রান্তদের হদিস মেলে। বালুরঘাট কোভিড হাসপাতালে চিকিৎসার পর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি।
উল্লেখ্য, জেলায় ক্রমেই বেড়ে চলেছে কোরোনা আক্রান্তের সংখ্যা। জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 34। গত 72 ঘণ্টায় 27 জনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মিলেছে। ফলে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।