বালুরঘাট, ২ মার্চ : নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেল বালুরঘাটের সাতজন পড়ুয়া। ক্লাস নাইন থেকে টুয়েলভের ওই পড়ুয়ারা বালুরঘাটেরই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। চলতি বছরের মে মাসে অ্যামেরিকার নাসায় আন্তর্জাতিক ওই আলোচনাচক্রে যোগ দিতে যাচ্ছে তারা। নাসার তরফে মানপত্র দেওয়া হবে আরও তিনজনকে।
গ্রিন ভিউ ইংলিশ অ্যাকাডেমি বালুরঘাটের একটি বেসরকারি স্কুল। গত বছরের শেষে এই স্কুলের আটজন পড়ুয়া নাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল। আন্তর্জাতিক স্তরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 'গো টু গুরু'-র পক্ষ থেকে কিছুদিন আগে নাসা স্পেসশিপের উপর প্রবন্ধ লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন জায়গা থেকে হাজারেরও বেশি পড়ুয়া অংশ নিয়েছিল। সেখানে ভারতবর্ষ থেকে শতাধিক পড়ুয়া অংশগ্রহণ করেছিল। ওই প্রতিযোগিতাতেই বালুরঘাটের ওই স্কুলের ছাত্রছাত্রীরা বেস্ট পারফর্মারের কৃতিত্ব অর্জন করে।
গতবছর এই স্কুলেরই অঙ্কন চক্রবর্তী, অনিকরঞ্জন দাস, ডেইজ়ি চৌধুরি, বৈদেহী মণ্ডল, সৌরজিতা কর, সপ্তর্ষি দাস, দেবার্ঘ্য বিশ্বাস ও শাশ্বতী প্রজ্ঞা নাসার বেস্ট পারফর্মারের কৃতিত্ব অর্জন করেছিল। এপ্রিল মাসে নাসার ওই সম্মেলনে যোগ দিতে তারাও অ্যামেরিকায় রওনা দেবে। পাশাপাশি এবার সুযোগ পাওয়া সাতজন পড়ুয়া রাজদীপ চৌধুরি, রৌনক বসু, শতরূপা রায়, সুবর্ণা লাহা, অর্ক সরকার, আদিত্য সরকার ও রাহুল সাহা মে মাসে অ্যামেরিকা রওনা দেবে। এই সম্মানে খুশি তারা।
![undefined](https://s3.amazonaws.com/saranyu-test/etv-bharath-assests/images/ad.png)
সায়েন্স ও টেকনোলজির উপর তিনটি বিষয়ের (পেপার) উপর অনলাইনে প্রবন্ধ লিখে পাঠানোর পর তিনটি স্তরে তা পরীক্ষা হয়। এরপর চূড়ান্ত নির্বাচন হয় নাসাতে। ওই সাফল্যের পিছনে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সহায়তার কথা তারা জানিয়েছে। স্কুলের অধ্যক্ষা কাকলি চক্রবর্তী জানান, "স্কুলের ছাত্র-ছাত্রীদের ওই কৃতিত্বে আমরা গর্বিত। একসঙ্গে পর পর দু'বছর মোট ১৫জন পড়ুয়া নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেয়েছে। এই সাফল্যে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদানকে অনস্বীকার্য।"