ETV Bharat / state

নাসায় যাচ্ছে বালুরঘাটের সাত পড়ুয়া

নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেল বালুরঘাটের সাতজন পড়ুয়া। ক্লাস নাইন থেকে টুয়েলভের ওই পড়ুয়ারা বালুরঘাটেরই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। চলতি বছরের মে মাসে অ্যামেরিকার নাসায় আন্তর্জাতিক ওই আলোচনাচক্রে যোগ দিতে যাচ্ছে তারা। নাসার তরফে মানপত্র দেওয়া হবে আরও তিনজনকে।

নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেল বালুরঘাটের সাতজন পড়ুয়া
author img

By

Published : Mar 2, 2019, 9:02 AM IST

বালুরঘাট, ২ মার্চ : নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেল বালুরঘাটের সাতজন পড়ুয়া। ক্লাস নাইন থেকে টুয়েলভের ওই পড়ুয়ারা বালুরঘাটেরই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। চলতি বছরের মে মাসে অ্যামেরিকার নাসায় আন্তর্জাতিক ওই আলোচনাচক্রে যোগ দিতে যাচ্ছে তারা। নাসার তরফে মানপত্র দেওয়া হবে আরও তিনজনকে।

গ্রিন ভিউ ইংলিশ অ্যাকাডেমি বালুরঘাটের একটি বেসরকারি স্কুল। গত বছরের শেষে এই স্কুলের আটজন পড়ুয়া নাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল। আন্তর্জাতিক স্তরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 'গো টু গুরু'-র পক্ষ থেকে কিছুদিন আগে নাসা স্পেসশিপের উপর প্রবন্ধ লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন জায়গা থেকে হাজারেরও বেশি পড়ুয়া অংশ নিয়েছিল। সেখানে ভারতবর্ষ থেকে শতাধিক পড়ুয়া অংশগ্রহণ করেছিল। ওই প্রতিযোগিতাতেই বালুরঘাটের ওই স্কুলের ছাত্রছাত্রীরা বেস্ট পারফর্মারের কৃতিত্ব অর্জন করে।

গতবছর এই স্কুলেরই অঙ্কন চক্রবর্তী, অনিকরঞ্জন দাস, ডেইজ়ি চৌধুরি, বৈদেহী মণ্ডল, সৌরজিতা কর, সপ্তর্ষি দাস, দেবার্ঘ্য বিশ্বাস ও শাশ্বতী প্রজ্ঞা নাসার বেস্ট পারফর্মারের কৃতিত্ব অর্জন করেছিল। এপ্রিল মাসে নাসার ওই সম্মেলনে যোগ দিতে তারাও অ্যামেরিকায় রওনা দেবে। পাশাপাশি এবার সুযোগ পাওয়া সাতজন পড়ুয়া রাজদীপ চৌধুরি, রৌনক বসু, শতরূপা রায়, সুবর্ণা লাহা, অর্ক সরকার, আদিত্য সরকার ও রাহুল সাহা মে মাসে অ্যামেরিকা রওনা দেবে। এই সম্মানে খুশি তারা।

undefined

সায়েন্স ও টেকনোলজির উপর তিনটি বিষয়ের (পেপার) উপর অনলাইনে প্রবন্ধ লিখে পাঠানোর পর তিনটি স্তরে তা পরীক্ষা হয়। এরপর চূড়ান্ত নির্বাচন হয় নাসাতে। ওই সাফল্যের পিছনে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সহায়তার কথা তারা জানিয়েছে। স্কুলের অধ্যক্ষা কাকলি চক্রবর্তী জানান, "স্কুলের ছাত্র-ছাত্রীদের ওই কৃতিত্বে আমরা গর্বিত। একসঙ্গে পর পর দু'বছর মোট ১৫জন পড়ুয়া নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেয়েছে। এই সাফল্যে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদানকে অনস্বীকার্য।"

বালুরঘাট, ২ মার্চ : নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেল বালুরঘাটের সাতজন পড়ুয়া। ক্লাস নাইন থেকে টুয়েলভের ওই পড়ুয়ারা বালুরঘাটেরই একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করে। চলতি বছরের মে মাসে অ্যামেরিকার নাসায় আন্তর্জাতিক ওই আলোচনাচক্রে যোগ দিতে যাচ্ছে তারা। নাসার তরফে মানপত্র দেওয়া হবে আরও তিনজনকে।

গ্রিন ভিউ ইংলিশ অ্যাকাডেমি বালুরঘাটের একটি বেসরকারি স্কুল। গত বছরের শেষে এই স্কুলের আটজন পড়ুয়া নাসায় যাওয়ার সুযোগ পেয়েছিল। আন্তর্জাতিক স্তরে একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান 'গো টু গুরু'-র পক্ষ থেকে কিছুদিন আগে নাসা স্পেসশিপের উপর প্রবন্ধ লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন জায়গা থেকে হাজারেরও বেশি পড়ুয়া অংশ নিয়েছিল। সেখানে ভারতবর্ষ থেকে শতাধিক পড়ুয়া অংশগ্রহণ করেছিল। ওই প্রতিযোগিতাতেই বালুরঘাটের ওই স্কুলের ছাত্রছাত্রীরা বেস্ট পারফর্মারের কৃতিত্ব অর্জন করে।

গতবছর এই স্কুলেরই অঙ্কন চক্রবর্তী, অনিকরঞ্জন দাস, ডেইজ়ি চৌধুরি, বৈদেহী মণ্ডল, সৌরজিতা কর, সপ্তর্ষি দাস, দেবার্ঘ্য বিশ্বাস ও শাশ্বতী প্রজ্ঞা নাসার বেস্ট পারফর্মারের কৃতিত্ব অর্জন করেছিল। এপ্রিল মাসে নাসার ওই সম্মেলনে যোগ দিতে তারাও অ্যামেরিকায় রওনা দেবে। পাশাপাশি এবার সুযোগ পাওয়া সাতজন পড়ুয়া রাজদীপ চৌধুরি, রৌনক বসু, শতরূপা রায়, সুবর্ণা লাহা, অর্ক সরকার, আদিত্য সরকার ও রাহুল সাহা মে মাসে অ্যামেরিকা রওনা দেবে। এই সম্মানে খুশি তারা।

undefined

সায়েন্স ও টেকনোলজির উপর তিনটি বিষয়ের (পেপার) উপর অনলাইনে প্রবন্ধ লিখে পাঠানোর পর তিনটি স্তরে তা পরীক্ষা হয়। এরপর চূড়ান্ত নির্বাচন হয় নাসাতে। ওই সাফল্যের পিছনে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সহায়তার কথা তারা জানিয়েছে। স্কুলের অধ্যক্ষা কাকলি চক্রবর্তী জানান, "স্কুলের ছাত্র-ছাত্রীদের ওই কৃতিত্বে আমরা গর্বিত। একসঙ্গে পর পর দু'বছর মোট ১৫জন পড়ুয়া নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেয়েছে। এই সাফল্যে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদানকে অনস্বীকার্য।"

Intro:ফের বালুরঘাটের ৭ পড়ুয়া ফের নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেল।।

বালুরঘাট, ২ মার্চ: ফের নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেল বালুরঘাটের একটি বে সরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ৭ পড়ুয়া। আগামী মে মাসে আমেরিকার নাসায় আন্তর্জাতিক ওই আলোচনাচক্রে যোগ দিতে যাচ্ছেন নবম থেকে দ্বাদশ শ্রেনীর সাত পড়ুয়া। এছাড়াও আরও ৩ পড়ুয়া মানপত্র পাচ্ছেন। ঘটনায় খুশির আবহ স্কুল থেকে জেলাজুড়ে। গত বছরের শেষে বেসরকারি ইংরেজি মাধ্যম এই স্কুলের ৮ পড়ুয়া আমেরিকার নাসায় আন্তর্জাতিক ওই আলোচনাচক্রে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিল।

জানা গেছে, আন্তর্জাতিক স্তরে একটি বে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান গো টু গুরু পক্ষ থেকে কিছু দিন আগে নাসা স্পেসশিপের উপর প্রবন্ধ লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেখানে বিশ্ব থেকে হাজারেরও বেশী পড়ুয়া অংশ গ্রহণ করেছিল। সেখানে ভারতবর্ষ থেকেও শতাধিক পড়ুয়া অংশ গ্রহণ করে। সেই প্রতিযোগিতায় বালুরঘাটের ওই স্কুলের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে বেস্ট পারফর্মারের কৃতিত্ব অর্জন করেন। গত বছরের মত এবারও ফের বালুরঘাটের দ্যা গ্রিন ভিউ ভিউ ইংলিশ একাডেমী স্কুলের ৭ পড়ুয়া সেই সুযোগ পায়। গতবছর ওই স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া অঙ্কন চক্রবর্তী, অনিকরঞ্জন দাস, ডেইজি চৌধুরী, বৈদেহী মন্ডল, সৌরজিতা কর, সপ্তর্ষী দাস, দেবার্ঘ্য বিশ্বাস এবং শাশ্বতী প্রজ্ঞা সহ মোট আট পড়ুয়াও নাসার বেস্ট পারফর্মার কৃতিত্ব অর্জন করেছিলেন। তারা আগামী এপ্রিল মাসে নাসার ওই সম্মেলনে তারাও যোগ দিতে তারাও আমোরিকায় রওনা দেবেন। পাশাপাশি এবার সুযোগ পাওয়া সাত পড়ুয়া রাজদীপ চৌধুরী, রৌনক বসু, শতরূপা রায়, সুবর্ণা লাহা, অর্ক সরকার, আদিত্য সরকার ও রাহুল সাহা তারা মে মাসে রওনা দেবেন।

এবিষয়ে সফল ওই পড়ুয়ারা জানান, তারা ওই সম্মানে খুশি। সায়েন্স ও টেকনোলজির উপরে ৩টি বিষয়ের(পেপার) উপর অনলাইনে প্রবন্ধ লিখে পাঠানোর পর তিনটি স্তরে তা পরীক্ষা হয়। এরপর চূড়ান্ত নির্বাচন হয়েছিল নাসাতে। ওই সাফল্যের পিছনে স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও সহায়তার কথাও পড়ুয়ারা জানিয়েছেন।

অন্য দিকে এবিষয়ে স্কুলের অধ্যক্ষা কাকলি চক্রবর্তী জানান, তাদের স্কুলের ছাত্রছাত্রীদের ওই কৃতিত্বে আমরা গর্বিত। একসঙ্গে পর পর দু’বছর মোট ১৫ জন পড়ুয়া নাসার আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে যোগ দেওয়ার ডাক পেয়েছে। এই সাফল্যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের অবদানকেও সম্মান জানান তিনি।Body:Balurghat Conclusion:Balurghat
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.