গঙ্গারামপুর, 5 জুলাই : চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ আরও সাতজনের শরীরে মিলল কোরোনা ভাইরাসের হদিশ । যার জেরে দক্ষিণ দিনাজপুর জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 228 । এদিকে এখনও পর্যন্ত জেলায় আক্রান্তদের মধ্যে 191 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে । নতুন করে আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র বা সেফ হোমে আনা হচ্ছে । যদিও এবিষয়ে এখনই কোনও মন্তব্য করতে চাননি জেলা প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা ।
গতরাত থেকে এপর্যন্ত মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী সাতজনের রিপোর্ট পজ়িটিভ এসেছে । নতুন আক্রান্তদের মধ্যে ছ'জন গঙ্গারামপুর ও একজন কুশমণ্ডির । যদিও কুশমণ্ডির ওই ব্যক্তির বাড়ি হিলি থানার বিনশিরা এলাকায় । তিনি কুশমণ্ডিতে আত্মীয়ের বাড়ি গিয়ে সোয়াব টেস্ট করিয়েছিলেন বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর ।
আক্রান্তদের মধ্যে একজন চিকিৎসক, একজন স্বাস্থ্যকর্মী, একজন শিক্ষক ও একজন আয়ুর্বেদ চিকিৎসক বলে প্রাথমিকভাবে জানা গেছে । 30 জুন তাঁদের সোয়াবের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল ।