ETV Bharat / state

ভিনরাজ্যের 54 শ্রমিককে ফেরাল দক্ষিণ দিনাজপুর প্রশাসন - দক্ষিণ দিনাজপুরে আটকে পড়া শ্রমিক

লকডাউনের জেরে দক্ষিণ দিনাজপুরে আটকে পড়া 54 জন শ্রমিককে বাড়ি ফেরাল জেলা প্রশাসন । তাঁরা বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা ।

migrant workers returned home today
বালুরঘাট
author img

By

Published : May 22, 2020, 7:40 PM IST

বালুরঘাট, 22 মে: লকডাউনে দক্ষিণ দিনাজপুরে আটকে পড়া ভিনরাজ্যের আরও 54 জন শ্রমিককে ঘরে ফেরাল প্রশাসন । শুক্রবার দুপুরে বালুরঘাট রঘুনাথপুর BM হাইস্কুলের সামনে থেকে তাঁদের বাসে করে পাঠানো হয় ।

দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 57টি ইটভাটা রয়েছে। এই ইটভাটাগুলোতে মূলত ভিনরাজ্যের শ্রমিকরাই কাজ করে থাকেন। অধিকাংশই বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা। এদিকে লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার ইটভাটাগুলি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ভাটার কাজ বন্ধ হওয়ায় বন্ধ শ্রমিকদের উপার্জনও। এই অবস্থায় ভিনরাজ্যের শ্রমিকরা চরম সমস্যায় পড়েন। তবে, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন ভাটার মালিকরা। এরই মধ্যে কয়েকদিন আগে ভাটার মালিক ও প্রশাসনের উদ্যোগে বিহারের 76 জন শ্রমিককে ঘরে ফেরানো হয়। পরে আরও 44 জনকে বাড়ি ফেরানো হয়েছে। আজ বালুরঘাটের 5টি এবং গঙ্গারামপুরের 3টি ভাটার 54 জন শ্রমিককে ঘরে ফেরানো হল। এদের মধ্যে 8 জনের বাড়ি বিহারে। বাকিরা উত্তরপ্রদেশের বাসিন্দা।

দক্ষিণ দিনাজপুর ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পবন কুমার গোয়েঙ্কা জানান, দক্ষিণ দিনাজপুর ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন জেলা প্রশাসনের সহযোগিতায় আজ 54 জন শ্রমিককে ঘরে ফেরাল। দীর্ঘদিন ধরে সমস্যায় ছিল এরা। তবে মালিকরা যথাসম্ভব সাহায্য করেছেন।

বালুরঘাট ব্লকের BDO অনুজ শিকদার জানান, এর আগেও বালুরঘাটের একাধিক ইটভাটায় আটকে পড়া 76 জন বিহারের শ্রমিককে প্রশাসনের উদ্যোগে ফেরানো হয়েছিল। আজ আরও একটি দলকে ঘরে ফেরানো হল।

বালুরঘাট, 22 মে: লকডাউনে দক্ষিণ দিনাজপুরে আটকে পড়া ভিনরাজ্যের আরও 54 জন শ্রমিককে ঘরে ফেরাল প্রশাসন । শুক্রবার দুপুরে বালুরঘাট রঘুনাথপুর BM হাইস্কুলের সামনে থেকে তাঁদের বাসে করে পাঠানো হয় ।

দক্ষিণ দিনাজপুর জেলায় মোট 57টি ইটভাটা রয়েছে। এই ইটভাটাগুলোতে মূলত ভিনরাজ্যের শ্রমিকরাই কাজ করে থাকেন। অধিকাংশই বিহার ও উত্তরপ্রদেশের বাসিন্দা। এদিকে লকডাউনের জেরে দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলার ইটভাটাগুলি পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ভাটার কাজ বন্ধ হওয়ায় বন্ধ শ্রমিকদের উপার্জনও। এই অবস্থায় ভিনরাজ্যের শ্রমিকরা চরম সমস্যায় পড়েন। তবে, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেন ভাটার মালিকরা। এরই মধ্যে কয়েকদিন আগে ভাটার মালিক ও প্রশাসনের উদ্যোগে বিহারের 76 জন শ্রমিককে ঘরে ফেরানো হয়। পরে আরও 44 জনকে বাড়ি ফেরানো হয়েছে। আজ বালুরঘাটের 5টি এবং গঙ্গারামপুরের 3টি ভাটার 54 জন শ্রমিককে ঘরে ফেরানো হল। এদের মধ্যে 8 জনের বাড়ি বিহারে। বাকিরা উত্তরপ্রদেশের বাসিন্দা।

দক্ষিণ দিনাজপুর ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পবন কুমার গোয়েঙ্কা জানান, দক্ষিণ দিনাজপুর ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশন জেলা প্রশাসনের সহযোগিতায় আজ 54 জন শ্রমিককে ঘরে ফেরাল। দীর্ঘদিন ধরে সমস্যায় ছিল এরা। তবে মালিকরা যথাসম্ভব সাহায্য করেছেন।

বালুরঘাট ব্লকের BDO অনুজ শিকদার জানান, এর আগেও বালুরঘাটের একাধিক ইটভাটায় আটকে পড়া 76 জন বিহারের শ্রমিককে প্রশাসনের উদ্যোগে ফেরানো হয়েছিল। আজ আরও একটি দলকে ঘরে ফেরানো হল।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.