ETV Bharat / state

কোরোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ দিনাজপুরের 5 যুবক - Coronavirus

বালুরঘাট কোরোনা হাসপাতাল থেকে দু'জন এবং রায়গঞ্জের কোরোনা হাসপাতাল থেকে কুশমণ্ডির আক্রান্ত তিনজনকে ছেড়ে দেওয়া হয় । এদিন বালুরঘাটে কোরোনা আক্রান্ত পাঁচজনকে করতালি ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় । জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সুকুমার দে সংবর্ধনা জানিয়ে তাদের হাতে মাস্ক, স্যানিটাইজ়ার, মিষ্টির প্যাকেট ও দুপুরের খাবার তুলে দেন । পরে তাঁদের গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়া হয় ।

কোরোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ দিনাজপুরের 5 যুবক
কোরোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন দক্ষিণ দিনাজপুরের 5 যুবক
author img

By

Published : May 25, 2020, 10:38 PM IST

বালুরঘাট, 25 মে : কোরোনা আতঙ্কের মধ্যেও স্বস্তির খবর দক্ষিণ দিনাজপুরে । জেলায় আক্রান্ত সাতজনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পাঁচজন । আজ দুপুরে বালুরঘাট কোরোনা হাসপাতাল থেকে দু'জন এবং রায়গঞ্জের কোরোনা হাসপাতাল থেকে কুশমণ্ডির আক্রান্ত তিনজনকে ছেড়ে দেওয়া হয় । এদিন বালুরঘাটে কোরোনা আক্রান্ত পাঁচজনকে করতালি ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় । জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সুকুমার দে সংবর্ধনা জানিয়ে তাদের হাতে মাস্ক, স্যানিটাইজ়ার, মিষ্টির প্যাকেট ও দুপুরের খাবার তুলে দেন । পরে তাঁদের গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়া হয় । হাসপাতালের চিকিৎসক-নার্সদের ভালো ব্যবহার ও চিকিৎসার জন্যই সুস্থ হয়েছেন বলে জানান ওই যুবকরা ।

প্রসঙ্গত, 16 মে দক্ষিণ দিনাজপুরে প্রথম তিনজনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মেলে । তিনজনের বাড়ি কুশমণ্ডি ব্লকে । তাঁদের চিকিৎসার জন্য 17 তারিখ সকালে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ কর্ণজোড়া এলাকার কোরোনা হাসপাতালে । এরপর 21 মে কুশমণ্ডি ব্লকের আরও এক যুবকের শরীরে কোরোনার হদিস মেলে । ওইদিনই তাঁকে বালুরঘাটের কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । পরদিন কুমারগঞ্জ ব্লকে নতুন করে এক যুবকের শরীরের কোরোনার হদিস মেলে । তাঁকে চিকিৎসার জন্য বালুরঘাটে নিয়ে আসা হয় । এদিকে বালুরঘাট কোরোনা হাসপাতালে ভরতি থাকা কুশমণ্ডি ও কুমারগঞ্জে আক্রান্ত যুবকদের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । আজ পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তাঁদের হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় ।

অন্যদিকে কুশমণ্ডিতে প্রথম কোরোনা আক্রান্ত তিন যুবককেও আজ রায়গঞ্জের কোরোনা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । কুশমণ্ডির আক্রান্ত চার যুবকই পরিযায়ী শ্রমিক । কর্মসূত্রে কেউ ভিন রাজ্য আবার কেউ ভিন জেলায় থাকতেন । কুশমণ্ডির আক্রান্ত চারজন হরিয়ানা, বিহার, কলকাতা ও ডানকুনি থেকে সম্প্রতি বাড়ি ফিরেছিলেন । কুমারগঞ্জের যুবক হাওড়ায় পড়াশুনা করতেন । তিনিও কিছু দিন আগে বাড়ি ফেরেন । বাড়ি ফেরার পর তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজ়িটিভ আসে ।

এবিষয়ে কোরোনা থেকে সুস্থ হওয়া দুই যুবক জানান, তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা হওয়ার পর রিপোর্ট পজ়িটিভ এসেছিল । এরপর তাঁদের চিকিৎসার জন্য বালুরঘাটে নিয়ে আসা হয় । এখানে চিকিৎসায় এবং হাসপাতালে সকলের ভালো ব্যবহারে তাঁরা সুস্থ হয়ে উঠেছেন বলে জানান । সুস্থ হয়ে ইদের দিন বাড়ি ফিরতে পারছেন বলে খুশি তাঁরা । এখন বাড়িতে সাবধানে থাকতে হবে । পাশাপাশি মাস্ক এবং হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেছেন স্বাস্থ্যকর্মীরা ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুকুমার দে জানান, কোরোনা মানেই এখন আর মৃত্যু নয় । কোরোনা আক্রান্ত দুই যুবক পুরোপুরি সুস্থ হওয়ার পর বালুরঘাট কোরোনা হাসপাতাল থেকে আজ ছেড়ে দেওয়া হয়। কুশমণ্ডির আক্রান্ত তিনজনকে আজ রায়গঞ্জ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । সাতজনের মধ্যে বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা মাত্র দুই । আজ তাদের হাতে মাস্ক, স্যানিটাইজ়ার, সাবান, পুষ্পস্তবক ও ইদের জন্য মিষ্টি, দুপুরের খাবার তুলে দেওয়া হয় । সাধারণ মানুষকে সুস্থ থাকতে সামাজিক দূরত্ব, মুখে মাস্ক লাগানো অত্যন্ত প্রয়োজনীয় বলেও জানান তিনি ।

বালুরঘাট, 25 মে : কোরোনা আতঙ্কের মধ্যেও স্বস্তির খবর দক্ষিণ দিনাজপুরে । জেলায় আক্রান্ত সাতজনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন পাঁচজন । আজ দুপুরে বালুরঘাট কোরোনা হাসপাতাল থেকে দু'জন এবং রায়গঞ্জের কোরোনা হাসপাতাল থেকে কুশমণ্ডির আক্রান্ত তিনজনকে ছেড়ে দেওয়া হয় । এদিন বালুরঘাটে কোরোনা আক্রান্ত পাঁচজনকে করতালি ও ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় । জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক ডঃ সুকুমার দে সংবর্ধনা জানিয়ে তাদের হাতে মাস্ক, স্যানিটাইজ়ার, মিষ্টির প্যাকেট ও দুপুরের খাবার তুলে দেন । পরে তাঁদের গাড়ি করে বাড়ি পৌঁছে দেওয়া হয় । হাসপাতালের চিকিৎসক-নার্সদের ভালো ব্যবহার ও চিকিৎসার জন্যই সুস্থ হয়েছেন বলে জানান ওই যুবকরা ।

প্রসঙ্গত, 16 মে দক্ষিণ দিনাজপুরে প্রথম তিনজনের শরীরে কোরোনা সংক্রমণের হদিস মেলে । তিনজনের বাড়ি কুশমণ্ডি ব্লকে । তাঁদের চিকিৎসার জন্য 17 তারিখ সকালে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ কর্ণজোড়া এলাকার কোরোনা হাসপাতালে । এরপর 21 মে কুশমণ্ডি ব্লকের আরও এক যুবকের শরীরে কোরোনার হদিস মেলে । ওইদিনই তাঁকে বালুরঘাটের কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । পরদিন কুমারগঞ্জ ব্লকে নতুন করে এক যুবকের শরীরের কোরোনার হদিস মেলে । তাঁকে চিকিৎসার জন্য বালুরঘাটে নিয়ে আসা হয় । এদিকে বালুরঘাট কোরোনা হাসপাতালে ভরতি থাকা কুশমণ্ডি ও কুমারগঞ্জে আক্রান্ত যুবকদের সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । আজ পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তাঁদের হাসপাতাল থেকে ছুটি দিয়ে দেওয়া হয় ।

অন্যদিকে কুশমণ্ডিতে প্রথম কোরোনা আক্রান্ত তিন যুবককেও আজ রায়গঞ্জের কোরোনা হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় । কুশমণ্ডির আক্রান্ত চার যুবকই পরিযায়ী শ্রমিক । কর্মসূত্রে কেউ ভিন রাজ্য আবার কেউ ভিন জেলায় থাকতেন । কুশমণ্ডির আক্রান্ত চারজন হরিয়ানা, বিহার, কলকাতা ও ডানকুনি থেকে সম্প্রতি বাড়ি ফিরেছিলেন । কুমারগঞ্জের যুবক হাওড়ায় পড়াশুনা করতেন । তিনিও কিছু দিন আগে বাড়ি ফেরেন । বাড়ি ফেরার পর তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজ়িটিভ আসে ।

এবিষয়ে কোরোনা থেকে সুস্থ হওয়া দুই যুবক জানান, তাঁদের সোয়াবের নমুনা পরীক্ষা হওয়ার পর রিপোর্ট পজ়িটিভ এসেছিল । এরপর তাঁদের চিকিৎসার জন্য বালুরঘাটে নিয়ে আসা হয় । এখানে চিকিৎসায় এবং হাসপাতালে সকলের ভালো ব্যবহারে তাঁরা সুস্থ হয়ে উঠেছেন বলে জানান । সুস্থ হয়ে ইদের দিন বাড়ি ফিরতে পারছেন বলে খুশি তাঁরা । এখন বাড়িতে সাবধানে থাকতে হবে । পাশাপাশি মাস্ক এবং হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেছেন স্বাস্থ্যকর্মীরা ।

জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ সুকুমার দে জানান, কোরোনা মানেই এখন আর মৃত্যু নয় । কোরোনা আক্রান্ত দুই যুবক পুরোপুরি সুস্থ হওয়ার পর বালুরঘাট কোরোনা হাসপাতাল থেকে আজ ছেড়ে দেওয়া হয়। কুশমণ্ডির আক্রান্ত তিনজনকে আজ রায়গঞ্জ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে । সাতজনের মধ্যে বর্তমানে জেলায় আক্রান্তের সংখ্যা মাত্র দুই । আজ তাদের হাতে মাস্ক, স্যানিটাইজ়ার, সাবান, পুষ্পস্তবক ও ইদের জন্য মিষ্টি, দুপুরের খাবার তুলে দেওয়া হয় । সাধারণ মানুষকে সুস্থ থাকতে সামাজিক দূরত্ব, মুখে মাস্ক লাগানো অত্যন্ত প্রয়োজনীয় বলেও জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.