ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর অনুদানের টাকা আত্মসাৎ করার অভিযোগ, আটক 3

তহবিল থেকে প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ 3 ক্লাব সদস্যের বিরুদ্ধে ।

South DInjapur news
বংশীহারীর খবর
author img

By

Published : Nov 16, 2020, 10:21 PM IST

বংশীহারী, 16 নভেম্বর : মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা-সহ প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ 3 ক্লাব সদস্যের বিরুদ্ধে । ক্লাবের টাকা না পাওয়ায় আজ ক্লাবের সদস্যরা ওই তিন সদস্যকে ক্লাবঘরে তালা বন্ধ করে আটকে রাখেন । দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর এলাকার উত্তরপাড়া ক্লাবের ঘটনা । অভিযুক্তদের নাম চন্দন মালাকার (28), মুকুলরঞ্জন মালাকার (30) এবং সৌরভ মালাকার (22) । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বংশীহারী থানার পুলিশ । এলাকাবাসীর বিক্ষোভ তখনও চলতে থাকে । অভিযুক্তদের তালামুক্ত করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে । এলাকাবাসী এবং ক্লাব সদস্যদের দাবি, ক্লাবের আত্মসাৎ করা টাকা ফেরত না দেয়া পর্যন্ত অভিযুক্তদের ছাড়া হবে না । পরে পুলিশ উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়ে ক্লাবের সদস্যদের তালা মুক্ত করে থানায় নিয়ে যায় ।

দৌলতপুর উত্তরপাড়া ক্লাবের সম্পাদক লিটন রায় বলেছেন, "কাজের সূত্রে বাইরে থাকার জন্য ক্লাবের জমি রেজেস্ট্রির জন্য চেক সই করে চন্দন মালাকার নামে এক সদস্যকে দিয়ে যাই । চেক বই ও সিল তার কাছেই থাকত । এরপর ক্লাবের 5 লাখ টাকা নয়-ছয় হয় । আমার বিরুদ্ধেও অভিযোগ ওঠে । আমি ক্লাবের টাকা দুই ধাপে ফেরত দিই । ওই তিনজন তাদের কথামতো ক্লাবের আত্মসাৎ করা টাকা ফেরত দেয়নি । আজ এলাকাবাসী ও ক্লাবের সদস্যরা ওই তিনজনকে দুপুর থেকে ক্লাবের ঘরে আটকে রাখে ।"

কী বলছেন ক্লাবের সদস্যরা ?

এই বিষয়ে ক্লাব সদস্য সন্তু দাস জানান, "আমাদের উত্তরপাড়া ক্লাবের তিন জন সদস্য জুলাই মাসে ক্লাব ফান্ড থেকে 5 লাখ টাকা ব্যাঙ্ক থেকে তুলে নেয় । মুখ্যমন্ত্রীর ক্লাবকে দেওয়া 5 লাখ টাকা অনুদানের টাকা । পরে ব্যাঙ্কে গিয়ে দেখা যায় অ্যাকাউন্টে 2 হাজার টাকা পরে আছে । তখনই আমরা জানতে পারি জুলাই মাসে আমাদের ক্লাবের তিন জন সদস্য মিলে দু'বারে সমস্ত টাকা তুলে নিয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে অস্বীকার করে । পরে স্বীকার করলেও জানিয়ে দেয় সেই টাকা ফেরত দিতে পারবে না । এরপরই তাদের ক্লাবঘরে বন্ধ করে রাখা হয় ।"

বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনজিৎ সরকার জানান, "উত্তরপাড়া ক্লবের অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । খুব তাড়াতাড়ি এই ক্লাবের 5 লাখ টাকা মীমাংসার মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হবে ।"

বংশীহারী, 16 নভেম্বর : মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদানের টাকা-সহ প্রায় পাঁচ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ 3 ক্লাব সদস্যের বিরুদ্ধে । ক্লাবের টাকা না পাওয়ায় আজ ক্লাবের সদস্যরা ওই তিন সদস্যকে ক্লাবঘরে তালা বন্ধ করে আটকে রাখেন । দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর এলাকার উত্তরপাড়া ক্লাবের ঘটনা । অভিযুক্তদের নাম চন্দন মালাকার (28), মুকুলরঞ্জন মালাকার (30) এবং সৌরভ মালাকার (22) । খবর পেয়ে ঘটনাস্থানে যায় বংশীহারী থানার পুলিশ । এলাকাবাসীর বিক্ষোভ তখনও চলতে থাকে । অভিযুক্তদের তালামুক্ত করতে বেশ বেগ পেতে হয় পুলিশকে । এলাকাবাসী এবং ক্লাব সদস্যদের দাবি, ক্লাবের আত্মসাৎ করা টাকা ফেরত না দেয়া পর্যন্ত অভিযুক্তদের ছাড়া হবে না । পরে পুলিশ উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়ে ক্লাবের সদস্যদের তালা মুক্ত করে থানায় নিয়ে যায় ।

দৌলতপুর উত্তরপাড়া ক্লাবের সম্পাদক লিটন রায় বলেছেন, "কাজের সূত্রে বাইরে থাকার জন্য ক্লাবের জমি রেজেস্ট্রির জন্য চেক সই করে চন্দন মালাকার নামে এক সদস্যকে দিয়ে যাই । চেক বই ও সিল তার কাছেই থাকত । এরপর ক্লাবের 5 লাখ টাকা নয়-ছয় হয় । আমার বিরুদ্ধেও অভিযোগ ওঠে । আমি ক্লাবের টাকা দুই ধাপে ফেরত দিই । ওই তিনজন তাদের কথামতো ক্লাবের আত্মসাৎ করা টাকা ফেরত দেয়নি । আজ এলাকাবাসী ও ক্লাবের সদস্যরা ওই তিনজনকে দুপুর থেকে ক্লাবের ঘরে আটকে রাখে ।"

কী বলছেন ক্লাবের সদস্যরা ?

এই বিষয়ে ক্লাব সদস্য সন্তু দাস জানান, "আমাদের উত্তরপাড়া ক্লাবের তিন জন সদস্য জুলাই মাসে ক্লাব ফান্ড থেকে 5 লাখ টাকা ব্যাঙ্ক থেকে তুলে নেয় । মুখ্যমন্ত্রীর ক্লাবকে দেওয়া 5 লাখ টাকা অনুদানের টাকা । পরে ব্যাঙ্কে গিয়ে দেখা যায় অ্যাকাউন্টে 2 হাজার টাকা পরে আছে । তখনই আমরা জানতে পারি জুলাই মাসে আমাদের ক্লাবের তিন জন সদস্য মিলে দু'বারে সমস্ত টাকা তুলে নিয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করা হলে প্রথমে অস্বীকার করে । পরে স্বীকার করলেও জানিয়ে দেয় সেই টাকা ফেরত দিতে পারবে না । এরপরই তাদের ক্লাবঘরে বন্ধ করে রাখা হয় ।"

বংশীহারী থানার ভারপ্রাপ্ত আধিকারিক মনজিৎ সরকার জানান, "উত্তরপাড়া ক্লবের অভিযোগের ভিত্তিতে তিনজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে । খুব তাড়াতাড়ি এই ক্লাবের 5 লাখ টাকা মীমাংসার মাধ্যমে তাদের হাতে তুলে দেওয়া হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.