ETV Bharat / state

গঙ্গারামপুর পৌরসভায় 3 ছিনতাইবাজ ধৃত - yaba tablets recovered

গঙ্গারামপুর পৌরসভা এলাকায় 3 ছিনতাইবাজ ধৃত ৷ ধৃতদের কাছ থেকে প্রায় 70 হাজার মূল্যের ইয়াবা ট্যাবলেট ও একটি চোরাই বাইক উদ্ধার করেছে পুলিশ ৷

3 arrested snatching money from gangarampur municipality
গঙ্গারামপুর পৌরসভায় 3 ছিনতাইবাজ ধৃত
author img

By

Published : Aug 18, 2020, 12:25 PM IST

Updated : Aug 18, 2020, 12:50 PM IST

গঙ্গারামপুর, 18 অগাস্ট : প্রাক্তন সেনাকর্মী থেকে টাকা ছিনিয়ে চম্পট দেয় কয়েকজন ছিনতাইবাজ ৷ ঘণ্টা দুয়েকের মধ্যে পুলিশি তৎপরতায় গ্রেপ্তার হয় তিন ছিনতাইবাজ ৷ সোমবার গঙ্গারামপুর পৌরসভা সংলগ্ন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সামনে ঘটনাটি ঘটেছে ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 650 ইয়াবা ট্যাবলেট সহ একটি চোরাই মোটর বাইক ৷ ধৃতদের নাম সোহনকুমার যাদব, সুশীলকুমার যাদব ও রাহুল যাদব ৷ প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার এলাকায় ৷

জানা গেছে, সোমবার গঙ্গারামপুর থানার নয়া বাজার এলাকার বাসিন্দা সত্যব্রত চক্রবর্তী ও তাঁর স্ত্রী স্টেট ব্যাঙ্কে টাকা তুলতে যান ৷ সত্যব্রতবাবু সেনাকর্মী ছিলেন ৷ তিনি টাকা তুলে নিজেদের গাড়িতে উঠতে যাচ্ছিলেন ৷ হঠাৎ সেই সময় বাইকে করে দুই ছিনতাইবাজ এসে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে ৷ টাকার ব্যাগটি বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন সত্যব্রতবাবু ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ আসে ৷ গঙ্গারামপুর থানার OC সমীর মণ্ডল ও ASI প্রদীপ রাজবংশী-সহ অন্যান্য পুলিশকর্মীরা পৌরসভা এলাকায় তল্লাশি শুরু করে ৷ CCTV ফুটেজ খতিয়ে দেখে ৷ তদন্তে নেমে শুকদেবপুর এলাকা থেকে ছিনতাইবাজদের গ্রেপ্তার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট ও চোরাই মোটর বাইক ৷

গঙ্গারামপুর, 18 অগাস্ট : প্রাক্তন সেনাকর্মী থেকে টাকা ছিনিয়ে চম্পট দেয় কয়েকজন ছিনতাইবাজ ৷ ঘণ্টা দুয়েকের মধ্যে পুলিশি তৎপরতায় গ্রেপ্তার হয় তিন ছিনতাইবাজ ৷ সোমবার গঙ্গারামপুর পৌরসভা সংলগ্ন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সামনে ঘটনাটি ঘটেছে ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় 650 ইয়াবা ট্যাবলেট সহ একটি চোরাই মোটর বাইক ৷ ধৃতদের নাম সোহনকুমার যাদব, সুশীলকুমার যাদব ও রাহুল যাদব ৷ প্রত্যেকের বাড়ি বিহারের কাটিহার এলাকায় ৷

জানা গেছে, সোমবার গঙ্গারামপুর থানার নয়া বাজার এলাকার বাসিন্দা সত্যব্রত চক্রবর্তী ও তাঁর স্ত্রী স্টেট ব্যাঙ্কে টাকা তুলতে যান ৷ সত্যব্রতবাবু সেনাকর্মী ছিলেন ৷ তিনি টাকা তুলে নিজেদের গাড়িতে উঠতে যাচ্ছিলেন ৷ হঠাৎ সেই সময় বাইকে করে দুই ছিনতাইবাজ এসে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে ৷ টাকার ব্যাগটি বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন সত্যব্রতবাবু ৷

খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ আসে ৷ গঙ্গারামপুর থানার OC সমীর মণ্ডল ও ASI প্রদীপ রাজবংশী-সহ অন্যান্য পুলিশকর্মীরা পৌরসভা এলাকায় তল্লাশি শুরু করে ৷ CCTV ফুটেজ খতিয়ে দেখে ৷ তদন্তে নেমে শুকদেবপুর এলাকা থেকে ছিনতাইবাজদের গ্রেপ্তার করা হয় ৷ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ইয়াবা ট্যাবলেট ও চোরাই মোটর বাইক ৷

Last Updated : Aug 18, 2020, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.