ETV Bharat / state

বংশীহারীতে কোরোনা আক্রান্ত আরও 2

author img

By

Published : Jun 16, 2020, 2:16 PM IST

বংশীহারীতে নতুন করে 2 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন । তাদের লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে সোমবার রাতে । আক্রান্তরা চিকিৎসাধীন রয়েছেন ।

corona
বংশীহারীতে কোরোনা সংক্রমণ

বংশীহারী, 16 জুন : দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে আরও দুজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । জেলায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 81 ।

জেলার মুখ্য স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জানা যায়, আক্রান্তদের চিকিৎসা শুরু হয়ে গেছে । সোমবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে লালা রসের নমুনার রিপোর্ট আসে ।

এখনও পর্যন্ত জেলার 42 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । জানা গেছে, বংশীহারী ব্লকে মোট 20 জন আক্রান্ত হয়েছেন । কুমারগঞ্জ ব্লকে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 14 । তপন ব্লকে মোট কোরোনা আক্রান্ত রয়েছেন 13 ।

সোমবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেন, সোমবার বিকেল পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 79 জন । তার মধ্যে অ্যাক্টিভ কেস 38 জন । 1 জন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন । 33 জন রয়েছেন সেফ হোমে ।

বংশীহারী, 16 জুন : দক্ষিণ দিনাজপুরের বংশীহারীতে আরও দুজনের শরীরে কোরোনা ভাইরাসের হদিস মিলেছে । জেলায় এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 81 ।

জেলার মুখ্য স্বাস্থ্য বিভাগের তরফ থেকে জানা যায়, আক্রান্তদের চিকিৎসা শুরু হয়ে গেছে । সোমবার রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে লালা রসের নমুনার রিপোর্ট আসে ।

এখনও পর্যন্ত জেলার 42 জন কোরোনা আক্রান্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন । জানা গেছে, বংশীহারী ব্লকে মোট 20 জন আক্রান্ত হয়েছেন । কুমারগঞ্জ ব্লকে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 14 । তপন ব্লকে মোট কোরোনা আক্রান্ত রয়েছেন 13 ।

সোমবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগ প্রেস বিজ্ঞপ্তি জারি করে বলেন, সোমবার বিকেল পর্যন্ত জেলায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 79 জন । তার মধ্যে অ্যাক্টিভ কেস 38 জন । 1 জন কোভিড হাসপাতালে চিকিৎসাধীন । 33 জন রয়েছেন সেফ হোমে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.