ETV Bharat / state

Road Accident in Gangarampur : গঙ্গারামপুরে ভুটভুটি ও বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত 2 - গঙ্গারামপুরের খবর

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দু‘জনের (2 died in a Road Accident at Gangarampur) ৷ এই ঘটনায় আহত দু‘জনের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে ৷

gangarampur news
গঙ্গারামপুরে পথ দুর্ঘটনা
author img

By

Published : Dec 20, 2021, 5:46 PM IST

গঙ্গারামপুর, 20 ডিসেম্বর : ভুটভুটি ও সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু‘জনের (2 died in a Road Accident at Gangarampur) ৷ আহত হয়েছেন আরও দু‘জন । সোমবার দুপুর দু‘টো নাগাদ গঙ্গারামপুর থানার অন্তর্গত গোচিহার এলাকার কল্যাণী সলভেক্স সংলগ্ন 512 নম্বর জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনার জেরে প্রায় ঘণ্টাখানেক গঙ্গারামপুর- (gangarampur news) বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা । অবশেষে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তোলে ৷ এলাকাবাসীদের দাবি, ফুলবাড়ি এলাকার কল্যাণী সলভেক্সে অতি সত্বর ব্যারিকেড দিতে হবে ।

স্থানীয় সূত্রে জনা গিয়েছে, এদিন একটি সরকারি বাস বালুরঘাটের দিক থেকে আসছিল এবং সেই সময় বালুরঘাটের দিকে যাচ্ছিল একটি ভুটভুটি । কল্যাণী সলভেক্স এলাকায় ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে চলে গেলে সরকারি বাস ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ধীরেন সরকার ও আনন্দ সরকার নামে দুই ব্যক্তির । পাশাপাশি আহত হন আরও দুই যুবক । যাঁদের মধ্যে প্রভাত সরকারের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজে হাসপাতালে । জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তি ও আহত একজন ব্যক্তি গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।

এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় সরকারি বাস এবং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দু‘জনের ৷ আহত হয় দু‘জন ৷ পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠায় । ভুটভুটি এবং বালুরঘাটগামী সরকারি বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

গঙ্গারামপুর, 20 ডিসেম্বর : ভুটভুটি ও সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দু‘জনের (2 died in a Road Accident at Gangarampur) ৷ আহত হয়েছেন আরও দু‘জন । সোমবার দুপুর দু‘টো নাগাদ গঙ্গারামপুর থানার অন্তর্গত গোচিহার এলাকার কল্যাণী সলভেক্স সংলগ্ন 512 নম্বর জাতীয় সড়কে এই পথ দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনার জেরে প্রায় ঘণ্টাখানেক গঙ্গারামপুর- (gangarampur news) বালুরঘাট রাজ্য সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা । অবশেষে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধ তোলে ৷ এলাকাবাসীদের দাবি, ফুলবাড়ি এলাকার কল্যাণী সলভেক্সে অতি সত্বর ব্যারিকেড দিতে হবে ।

স্থানীয় সূত্রে জনা গিয়েছে, এদিন একটি সরকারি বাস বালুরঘাটের দিক থেকে আসছিল এবং সেই সময় বালুরঘাটের দিকে যাচ্ছিল একটি ভুটভুটি । কল্যাণী সলভেক্স এলাকায় ভুটভুটিটি নিয়ন্ত্রণ হারিয়ে ডানদিকে চলে গেলে সরকারি বাস ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় ধীরেন সরকার ও আনন্দ সরকার নামে দুই ব্যক্তির । পাশাপাশি আহত হন আরও দুই যুবক । যাঁদের মধ্যে প্রভাত সরকারের পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় তাঁকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজে হাসপাতালে । জানা গিয়েছে, মৃত দুই ব্যক্তি ও আহত একজন ব্যক্তি গঙ্গারামপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ।

এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, গঙ্গারামপুর থানার ফুলবাড়ি এলাকায় সরকারি বাস এবং ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দু‘জনের ৷ আহত হয় দু‘জন ৷ পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠায় । ভুটভুটি এবং বালুরঘাটগামী সরকারি বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

আরও পড়ুন : Child died by Drowning : মামার বাড়ি বেড়াতে এসে মৃত্যু ভাগ্নের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.