বালুরঘাট, 7 অগস্ট: মর্মান্তিক ! ছাগলের খাবারের পাতা আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য হল পঞ্চম শ্রেণীর এক ছাত্রের ৷ মৃতের নাম প্রীতম প্রামাণিক (12) । সে বালুরঘাট উচ্চ বিদ্যালয়ে পড়ত ৷ সোমবার ঘটনাটি ঘটেছে বালুরঘাট থানার বোয়ালদার গ্রাম পঞ্চায়েতের দুর্লভপুর গ্রামে ।
এ দিন সকাল 9টা নাগাদ বাড়ির পোষা ছাগলের খাবারের জন্য প্রীতম কাঁঠাল পাতা পাড়তে যায় । এরপর এলাকার এক দোকানের পাশ দিয়ে শৌচকর্ম করতে যায় এবং সেই সময় সেখানেই দোকানের টিনের দেওয়ালে সে হাত দেয় ৷ তখনই সে বিদ্যুৎস্পৃষ্ট হয় ৷ ঘটনাস্থলে সে লুটিয়ে পড়ে ৷
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকার স্থানীয় দোকানদার দিবাকর মহন্তের দোকানের টিনে বৈদ্যুতিক সংযোগ ছিল । তার সংস্পর্শে এসেই মৃত্যু হয় পেশায় কৃষক প্রদীপ প্রামাণিকের ছেলে প্রীতমের । তাই স্থানীয় লোকজন ওই দোকানদারের উপর ক্ষিপ্ত হয়ে উঠে ।
যদিও কাঁঠাল পাতা পাড়তে গিয়ে দোকানের ভেতর সে কেন গিয়েছিল, তা নিয়ে উঠছে প্রশ্ন ? দোকানদার দিবাকর মহন্ত জানান, এ দিন তিনি সকালে দোকান খুলে জিনিস সরাতে গিয়ে দেখেন নিচের দিকে কিছু একটা পড়ে রয়েছে । এর পরে ভালো করে লক্ষ্য করলেই দেখতে পান প্রীতমের অর্ধেক শরীর তার দোকানে ভেতরে ঢোকা । সঙ্গে সঙ্গেই তিনি খবর দেন এলাকার সিভিক ভলান্টিয়ারকে । তবে তাঁর দোকানের টিনে কীভাবে বিদ্যুৎ এল, তা সঠিক জানতে পারেননি দিবাকর ।
আরও পড়ুন: আত্রেয়ী নদীতে দুর্ঘটনা ! স্নান করতে নেমে মৃত্যু যুবকের
পরে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে যায়৷ তারা দেহটি উদ্ধার করে ৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ।