গঙ্গারামপুর ,24 মে : বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের হাত ধরে BJP-তে যোগ দিলেন 100 জন CPI(M) কর্মী-সমর্থক ৷ আজ দক্ষিণ দিনাজপুর জেলার 6 নম্বর গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান অনুপ রায় এবং তাঁর নেতৃত্বে প্রায় 100 জন BJP-তে যোগ দেন । আজ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন সাংসদ সুকান্ত মজুমদার এবং দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি বিনয় বর্মণ ।
BJP-তে যোগ দিয়ে CPI(M) কর্মী সমর্থকদের বক্তব্য, দীর্ঘদিনে গঙ্গারামপুর পঞ্চায়েত এলাকায় কোনও উন্নয়ন হয়নি ৷ এই কারণেই তাঁরা BJP-তে যোগ দিয়েছেন ৷ সুকান্ত মজুমদার বলেন, লকডাউনের মধ্যেই গঙ্গারামপুর গ্রাম পঞ্চায়েত এলাকার প্রাক্তন প্রধান অনুপ রায় এবং প্রদীপ রায় সহ 100 জন BJP-তে যোগ দিলেন ।
এই বিষয়ে অনুপ রায় বলেন, "অনেকদিন থেকে আমাদের এলাকা CPI(M)- এর দখলে। এই কারণে এলাকায় কোনও উন্নতি হয়নি । তৃণমূল দুর্নীতিগ্রস্তদের দল । তাই আমাদের এলাকার প্রায় 100 জন BJP-তে যোগদান করলাম ।"