বালুরঘাট, 29 মে : দম্পতি রয়েছেন হোম কোয়ারানটিনে । তা সত্ত্বেও চুরি গেল নগদ 10 হাজার টাকা । দম্পতির অভিযোগ, দরজার তালা ভেঙে চুরি করেছে দুষ্কৃতীরা ।
বালুরঘাটের অভিযাত্রী ক্লাব সংলগ্ন কচিপাতা স্কুল চত্বরে অখিলবন্ধু সাহার বাড়ি । তিনি পেশায় বেসরকারি সংস্থার এক কর্মী । সাহা দম্পতির অভিযোগ, গতকাল রাতে দরজার তালা ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢোকে । তারপর ঘরের মধ্যে তেমন কিছু না পেয়ে রুপালি দেবীর ব্যাগ থেকে 10 হাজার টাকা চুরি করে । এছাড়া একটি নকল গয়নাকে সোনার গয়না ভেবে নিয়ে, পরে সেটিকে ছিড়ে রেখে যায় দুষ্কৃতীরা । সকালে খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে ।
লকডাউনের আগে স্ত্রী রুপালি সাহার ক্যানসার চিকিৎসার জন্য চণ্ডীগড়ের হাসপাতালে নিয়ে গেছিলেন অখিলবাবু । সেখানে ডাক্তার দেখিয়ে গত 21 মার্চ বাড়ি ফেরার কথা ছিল । তবে ওই সময় টিকিট বাতিল করে 25 তারিখ আসার ট্রেনের টিকিট কাটেন । কিন্তু তার আগেই দেশজুড়ে লকডাউন জারি হয় । আর তাতেই ওই দম্পতি আটকে পড়েন চণ্ডীগড়ে ।
প্রায় মাস দু'য়েক চণ্ডীগড়ের হোটেলে ছিলেন । ট্রেন পরিষেবা চালু হতেই চলতি মাসের 20 তারিখে বাড়ি ফিরে আসেন তাঁরা । বাড়ি পৌঁছানোর আগেই স্বাস্থ্যকেন্দ্র এবং কোয়ারানটিন সেন্টারে যান । কিন্তু কোরোনার কোনও উপসর্গ না মেলায় তাদের হোম কোয়ারানটিনে থাকতে বলা হয় । সেইমতো পরিবার থেকে কিছুটা দূরে আর একটি বাড়িতে কোয়ারানটিনে থাকতে শুরু করেন ।
আরও জানা গেছে, বিগত 15 দিনের মধ্যে রথতলা, শিবতলী এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটছে । এ বিষয়ে জানার পর DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র বলেন, “লকডাউনের মধ্যেও এলাকায় একের পর এক চুরি ঘটনা সামনে আসছে । চিন্তিত প্রশাসন । আমাদের তরফ থেকে কড়া নজরদারি শুরু হয়েছে ।”