বালুরঘাট, 8 জুলাই : কোরোনায় নতুন করে আক্রান্ত দুই সাংবাদিক সহ 10 । এর ফলে দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 247 । এদিকে এখনও পর্যন্ত জেলায় 199 জন কোরোনাকে হারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন । নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র বা সেফ হোমে আনা হচ্ছে । এদিকে নতুন আক্রান্তদের বিষয়ে এখনই কোনও রকম মন্তব্য করতে চাননি জেলা প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা ।
জানা গেছে, গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী 10 জনের কোরোনা ধরা পড়েছে । আক্রান্তদের মধ্যে দু'জন সাংবাদিক রয়েছেন । এছাড়াও স্বাস্থ্যকর্মী, পৌরসভার গাড়িচালক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন । নতুন আক্রান্তদের মধ্যে বালুরঘাট শহরের 4, গঙ্গারামপুরের 3, বুনিয়াদপুরের 2 ও কুমারগঞ্জের একজন করে আক্রান্ত । বালুরঘাটের চারজনের মধ্যে নারায়ণপুর, মঙ্গলপুর, হিন্দি প্রাথমিক স্কুল পাড়া ও ডাকরা এলাকার বাসিন্দা । মঙ্গলপুরের আক্রান্ত ব্যক্তি বালুরঘাট পৌরসভার কর্মী। অন্যদিকে, বুনিয়াদপুরে দু'জনই সাংবাদিক। গঙ্গারামপুরের একজন ব্লাড ব্যাঙ্কের কর্মী, একজন তৃণমূল নেতা রয়েছেন। এদিনের আক্রান্তদের অধিকাংশেরই কিন্ত ভ্রমনের ইতিহাস নেই বলে জানা গেছে। নতুন আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য বিভাগ । এদিনের 10 জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 247 জন। এর আগে জেলায় মোট আক্রান্তদের মধ্যে 199 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
জেলার সামগ্রিক কোরোনা বিষয় নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করার কথা রয়েছে ।
দক্ষিণ দিনাজপুরে 2 সাংবাদিক-সহ নতুন করে কোরোনায় আক্রান্ত 10 - কোরোনায় আক্রান্ত 10
দক্ষিণ দিনাজপুরে নতুন করে কোরোনায় আক্রান্ত 10 ৷ তার মধ্যে রয়েছেন 2 জন সাংবাদিক ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল 247 ৷
বালুরঘাট, 8 জুলাই : কোরোনায় নতুন করে আক্রান্ত দুই সাংবাদিক সহ 10 । এর ফলে দক্ষিণ দিনাজপুরে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 247 । এদিকে এখনও পর্যন্ত জেলায় 199 জন কোরোনাকে হারিয়ে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন । নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র বা সেফ হোমে আনা হচ্ছে । এদিকে নতুন আক্রান্তদের বিষয়ে এখনই কোনও রকম মন্তব্য করতে চাননি জেলা প্রশাসনিক ও স্বাস্থ্য আধিকারিকরা ।
জানা গেছে, গতকাল রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে থেকে আসা সোয়াব টেস্টের রিপোর্ট অনুযায়ী 10 জনের কোরোনা ধরা পড়েছে । আক্রান্তদের মধ্যে দু'জন সাংবাদিক রয়েছেন । এছাড়াও স্বাস্থ্যকর্মী, পৌরসভার গাড়িচালক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছেন । নতুন আক্রান্তদের মধ্যে বালুরঘাট শহরের 4, গঙ্গারামপুরের 3, বুনিয়াদপুরের 2 ও কুমারগঞ্জের একজন করে আক্রান্ত । বালুরঘাটের চারজনের মধ্যে নারায়ণপুর, মঙ্গলপুর, হিন্দি প্রাথমিক স্কুল পাড়া ও ডাকরা এলাকার বাসিন্দা । মঙ্গলপুরের আক্রান্ত ব্যক্তি বালুরঘাট পৌরসভার কর্মী। অন্যদিকে, বুনিয়াদপুরে দু'জনই সাংবাদিক। গঙ্গারামপুরের একজন ব্লাড ব্যাঙ্কের কর্মী, একজন তৃণমূল নেতা রয়েছেন। এদিনের আক্রান্তদের অধিকাংশেরই কিন্ত ভ্রমনের ইতিহাস নেই বলে জানা গেছে। নতুন আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করছে জেলা স্বাস্থ্য বিভাগ । এদিনের 10 জন নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 247 জন। এর আগে জেলায় মোট আক্রান্তদের মধ্যে 199 জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
জেলার সামগ্রিক কোরোনা বিষয় নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করার কথা রয়েছে ।