তপন, 12 মে: বৃষ্টির জল বাড়ির উপর দিয়ে যাওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিবাদ । কিছুক্ষণের মধ্যেই বিবাদ চরম আকার নেয় । লাঠি নিয়ে একে অন্যের উপর হামলা চালায় বলেও অভিযোগ । দুই পরিবার মিলে ঘটনায় জখম হয়েছেন প্রায় 10 জন । ইতিমধ্যে সোশাল মিডিয়ায় দুই পরিবারের মারপিটের ভিডিয়োও ছড়িয়ে পড়েছে । এদিকে ঘটনায় জেরে দু'পক্ষের তরফেই তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । ইতিমধ্যে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ ।
ঘটনার সূত্রপাত হয় 7 মে । তপন থানার রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা অন্তিম রবিদাস। পেশায় কৃষক। অন্তিমবাবুর কাকা বৈদ্যনাথ রবিদাস ও তার ছেলে-মেয়েদের সঙ্গে বিগত প্রায় মাস খানেক ধরে জায়গা জমি নিয়ে পারিবারিক বিবাদ চলে আসছে । 7 মে বৃষ্টির জল যাওয়া নিয়ে ফের শুরু হয় বিবাদ । অভিযোগ, অন্তিমবাবুর বাড়ির জল তার কাকা বৈদ্যনাথ রবিদাসের বাড়ির উপর দিয়ে যায় । আর এই জল যাওয়া নিয়েই প্রথমে শুরু হয় বচসা । কিছুক্ষণের মধ্যে বচসা হাতাহাতিতে পৌঁছে যায় । অভিযোগ, প্রথমে বৈদ্যনাথ রবিদাস ও তার দুই ছেলে গৌতম এবং সোমনাথ লাঠি নিয়ে হামলা চালায় অন্তিমবাবু ও তার পরিবারের অন্যান্যদের উপর । এমনকি অন্তিমবাবুর ভাই লছমনকে রাম-দা দিয়ে কোপানো হয় বলেও অভিযোগ । দুই পরিবারের মিলিয়ে প্রায় 10 জন জখম হয়েছেন বলে খবর । ঘটনায় আহতদের ভরতি করা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ।
এদিকে 8 মে তপন থানায় লছমন রবিদাস মোট ছয়জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন । 8 মে সেই মারপিটের ভিডিয়ো আজ ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। ঘটনার জেরে 10 মে গৌতম রবিদাসকে গ্রেফতার করে পুলিশ । গতকাল তাকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
এ-বিষয়ে অন্তিম রবিদাসের ভাইপো সঞ্জিত রবিদাস জানান, বৃষ্টির জল বাড়ির উপর দিয়ে যাওয়া নিয়েই শুরু হয় বচসা । বচসা শুরু হতেই তার কাকা এবং পিসিদের উপর লাঠিসোটা ও রামদা নিয়ে হামলা চালায় গৌতম রবিদাস ও তার বাবা, মা, ভাই ও বোনেরা । ঘটনায় তার তিন কাকাসহ মোট ছয়জন গুরুতর জখম হন । সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় । ঘটনায় অভিযোগ দায়ের করা হলেও শুধুমাত্র একজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ । বাকিরে এখনও অধরা । অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি ।
অন্যদিকে তপন থানার ওসি সৎকার সংবো জানান, দুই তরফ থেকেই অভিযোগ পেয়েছেন ঘটনায় গৌতম রবিদাস নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হচ্ছে ।