ETV Bharat / state

ঘন কুয়াশা, গঙ্গারামপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর - গঙ্গারামপুরে 1 পথচারীর মৃত্যু

স্থানীয়দের অনুমান, ঘন কুয়াশার জন্য রাস্তায় গাড়ি দেখতে পাননি মৃত ব্যক্তি ৷ তার জেরেই দুর্ঘটনা ঘটে ৷

pedestrian dies in Gangarampur due to excess fog
কুয়াশার কারণে গঙ্গারামপুরে পথচারীর মৃত্যু
author img

By

Published : Jan 21, 2020, 3:37 PM IST

গঙ্গারামপুর, 21 জানুয়ারি : প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি গঙ্গারামপুর থানার কালদিঘি এলাকার । এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি ।

একের পর এক গাড়ির মৃতদেহের উপর দিয়ে যায় ৷ ভোরবেলায় এলাকার ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে ঘটনাটি দেখেন । তাঁরা মালদা-বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামপুর থানার পুলিশ । মৃতদেহ কালদিঘি হাসপাতালে পাঠায় ৷ এরপর যানজট কাটে । গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ শনাক্ত করার চেষ্টা করছে ।

কুয়াশার কারণে গঙ্গারামপুরে পথচারীর মৃত্যু

স্থানীয় এক বাসিন্দা বলেন , "আমরা সকালে এসে দেখি রাস্তার উপর একটা মৃতদেহ পড়ে আছে এবং তার উপর দিয়ে পরপর গাড়ি চলে গেছে ৷ আমরা তখন রাস্তার অন্যান্য গাড়ি আটকে দিয়ে গঙ্গারামপুর থানায় খবর পাঠাই । "

গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার পূর্ণেন্দু কুন্ডু জানান, "আমরা সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে দেখি মৃতদেহের উপর দিয়ে একাধিক গাড়ি চলে গেছে ৷ ফলে ঠিকমতো চেনা যাচ্ছে না। মৃতদেহ নিয়ে গঙ্গারামপুর কালদিঘি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।" পুলিশের অনুমান, অতিরিক্ত কুয়াশার জন্য হয়ত গাড়ি দেখতে পাননি মৃত ব্যক্তি ৷ তার জেরেই দুর্ঘটনা ঘটে ৷

গঙ্গারামপুর, 21 জানুয়ারি : প্রাতঃভ্রমণে বেরিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। দুর্ঘটনাটি গঙ্গারামপুর থানার কালদিঘি এলাকার । এখনও পর্যন্ত মৃতের পরিচয় জানা যায়নি ।

একের পর এক গাড়ির মৃতদেহের উপর দিয়ে যায় ৷ ভোরবেলায় এলাকার ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে ঘটনাটি দেখেন । তাঁরা মালদা-বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেন । খবর পেয়ে ঘটনাস্থানে আসে গঙ্গারামপুর থানার পুলিশ । মৃতদেহ কালদিঘি হাসপাতালে পাঠায় ৷ এরপর যানজট কাটে । গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ শনাক্ত করার চেষ্টা করছে ।

কুয়াশার কারণে গঙ্গারামপুরে পথচারীর মৃত্যু

স্থানীয় এক বাসিন্দা বলেন , "আমরা সকালে এসে দেখি রাস্তার উপর একটা মৃতদেহ পড়ে আছে এবং তার উপর দিয়ে পরপর গাড়ি চলে গেছে ৷ আমরা তখন রাস্তার অন্যান্য গাড়ি আটকে দিয়ে গঙ্গারামপুর থানায় খবর পাঠাই । "

গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসার পূর্ণেন্দু কুন্ডু জানান, "আমরা সকালবেলা খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে দেখি মৃতদেহের উপর দিয়ে একাধিক গাড়ি চলে গেছে ৷ ফলে ঠিকমতো চেনা যাচ্ছে না। মৃতদেহ নিয়ে গঙ্গারামপুর কালদিঘি হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।" পুলিশের অনুমান, অতিরিক্ত কুয়াশার জন্য হয়ত গাড়ি দেখতে পাননি মৃত ব্যক্তি ৷ তার জেরেই দুর্ঘটনা ঘটে ৷

Intro:অতিরিক্ত কুয়াশার কারণে গঙ্গারামপুরে 1 পথচারীর মৃত্যু।


গঙ্গারামপুর ;-২১ জানুয়ারি ;-গঙ্গারামপুর থানার কালদিঘি এলাকায় সকালবেলা মর্নিং ওয়াক করার সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির এখনো পর্যন্ত তার নাম পরিচয় জানা যায়নি ওই মৃত ব্যক্তির উপর দিয়ে প্রচুর গাড়ি চলে যাওয়ার জন্য তার দেহ খন্ড বিখন্ড হয়ে যায় এবং মালদা বালুরঘাট 512 নম্বর জাতীয় সড়কের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকে এলাকার লোকজন যখন চলাফেরা শুরু করে এ সময় তারা দেখতে পেয়ে গাড়ি থামায় এবং কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধ হয়ে থাকে। খবর পেয়ে ছুটে আসে গঙ্গারামপুর থানার পুলিশ এবং মৃতদেহ নিয়ে কালদিঘি হাসপাতালে যায় অবশেষে যানজট মুক্ত হয়। গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহ শনাক্ত করার চেষ্টা করছে।

এই বিষয়ে এক এলাকাবাসী জানান আমরা সকাল বেলায় মর্নিং ওয়াক করার সময় দেখি রাস্তার উপর একটা মৃতদেহ পড়ে আছে এবং তার উপর দিয়ে প্রচুর গাড়ি চলে গেছে আমরা তখন রাস্তার বিভিন্ন গাড়ি গুলি আটকায় এবং খবর দিই গঙ্গারামপুর থানায়। গঙ্গারামপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় গঙ্গারামপুর কালদিঘি হাসপাতালে।

এই বিষয়ে গঙ্গারামপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক পূর্ণেন্দু কুন্ডু জানান আমরা সকালবেলা খবর পেয়ে ছুটে যায় এবং গিয়ে দেখি মৃতদেহের উপর দিয়ে প্রচুর গাড়ি চলে যাওয়ার জন্য কোন কিছু চেনা যাচ্ছে না। আমরা এসে মৃতদেহ নিয়ে গঙ্গারামপুর কালদিঘি হাসপাতালে দিয়ে যায় এবং রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়Body:অতিরিক্ত কুয়াশার কারণে গঙ্গারামপুরে 1 পথচারীর মৃত্যু। Conclusion:অতিরিক্ত কুয়াশার কারণে গঙ্গারামপুরে 1 পথচারীর মৃত্যু।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.