বালুরঘাট, 25 ফেব্রুয়ারি: পথদুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বালুরঘাট ব্লকের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের বাদামাইল এলাকায় । ক্ষুব্ধ জনতা 512 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে দেয়। এমনকী জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ করা তিনটি গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থানে যান বালুরঘাট থানার IC গৌতম রায় ও DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র সহ পুলিশ বাহিনী । যায় কমব্যাট ফোর্স ও দমকলের একটি ইঞ্জিন । দমকল কর্মীদের চেষ্টায় প্রায় আধ ঘণ্টা পর গাড়ি ও জাতীয় সড়কের আগুন নেভানো সম্ভব হয় । পুরো ঘটনা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ ।
সোমবার রাতে একটি মোটর বাইকে করে তিনজন বালুরঘাটের দিকে আসছিলেন । আসার পথে বাদামাইল এলাকায় কাজ চলা ব্রিজে ধাক্কা মেরে নিচে পড়ে যায় । ধাক্কায় ঘটনাস্থানেই মৃত্যু হয় মলয় দাস (32) নামে এক বাইক আরোহীর । গুরুতর আহত হন বাকি দু'জন- আলিফ শিকদার ও পাপ্পু সরকার । তাঁদের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয় ।
বছর দেড়েক ধরে বালুরঘাট-ত্রিমোহনী জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলছে । বাদামাইল হাইস্কুলের সামনে একটি ব্রিজ করা হচ্ছে । ব্রিজের কাজ চললেও সেখানে কোনও ব্যারিকেড ছিল না । যার ফলে বালুরঘাটের দিকে আসা মোটর বাইকটি সরাসরি ধাক্কা মারে ব্রিজে এবং বেশ কয়েক ফুট নিচে পড়ে যায় । জাতীয় সড়ক সম্প্রসারণকারী ঠিকাদার সংস্থার গাফিলতির কারণেই এর আগেও বাদামাইলে দিনকয়েক আগে পথদুর্ঘটনায় মোটর বাইক আরোহী মারা যাযন । ফের একই ঘটনার জেরে ক্ষুব্ধ জনতা বাদামাইল হাইস্কুলের সামনে জাতীয় সড়কে কাঠে আগুন জ্বালিয়ে দেয় এবং পাশে থাকা জাতীয় সড়ক সম্প্রসারণকারী ঠিকাদার সংস্থার তিনটি গাড়ি ভাঙচুর করে তাতেও আগুন লাগিয়ে দেয় ।
অন্যদিকে, দুর্ঘটনাটি ঘটার ঘণ্টা দুয়েক পর পুলিশ ঘটনাস্থানে আসে বলে অভিযোগ । মৃতদেহটি উদ্ধার করে তা বালুরঘাট জেলা হাসপাতালে পাঠিয়ে পরিস্থিতি সামাল দেয় পুলিশ ।
এবিষয়ে পথচারী রাহুল চৌধুরি জানান, বাদামাইল থেকে মালঞ্চয় বাড়ি ফেরার সময় তিনি দুর্ঘটনাটি দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেন পুলিশে । কিন্তু পুলিশ অনেক দেরিতে ঘটনাস্থানে আসে । তাই ক্ষুব্ধ জনতা রাস্তা অবরোধ করে এবং আগুন লাগিয়ে দেয় । জাতীয় সড়ক সম্প্রসারণকারী ঠিকাদার সংস্থার গাফিলতি কারণেই এমন দুর্ঘটনা এর আগেও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি । ঠিকমতো কাজ হচ্ছে না, যার জন্য এমন দুর্ঘটনা মাঝেমধ্যেই ঘটছে বলে অভিযোগ রাহুলবাবুর ।
এবিষয়ে DSP হেড কোয়ার্টার ধীমান মিত্র জানান, বাদামাইল জাতীয় সড়কে একটি ব্রিজ তৈরি হচ্ছিল । সেখানেই দুর্ঘটনাটি ঘটে । একটি মোটর বাইকে তিনজন যাচ্ছিলেন । তাঁদের মধ্যে একজন মারা গেছেন। এবং দু'জন হাসপাতালে চিকিৎসাধীন । তবে জাতীয় সড়ক সম্প্রসারণকারী ঠিকাদার সংস্থার কোনও গাড়িতে আগুন লাগানো হয়েছে কি না তা তাঁর জানা নেই ।
এবিষয়ে 512 নম্বর জাতীয় সড়ক সম্প্রসারণকারী ঠিকাদার সংস্থার কোনও মন্তব্য পাওয়া যায়নি ।