ETV Bharat / state

মা-বাবাকে মারধর করে বাড়ি থেকে তাড়াল ছেলে, পুলিশের দ্বারস্থ দম্পতি - basanti

বাবা-মা’কে মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে । বিচার চেয়ে থানার দ্বারস্থ হন বাবা-মা । অবশেষে পুলিশের হস্তক্ষেপে বাড়িতে ফেরেন কার্তিক নায়েক ও হরিদাসী নায়েক ৷

দম্পতি
author img

By

Published : Aug 5, 2019, 11:07 AM IST

Updated : Aug 5, 2019, 2:49 PM IST

বাসন্তী, 5 অগাস্ট : কয়েকবছর আগেও হাত দুটি এগিয়ে আসত ৷ বায়না করত কোলে নেওয়ার ৷ রাতে বাবার হাতে ভাত খেয়ে মায়ের কোলে শুয়ে রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যেত সে ৷ আজও সেই একইভাবে এগিয়ে আসে হাত দুটো ৷ তবে, স্নেহের পরশ পাওয়ার জন্য নয় ৷ আজ হাত দুটি ওঠে বাবা-মা'কে মারার জন্য ৷ কোনও সময় আবার ছেলের কাছ থেকে খুনেরও হুমকি পেতে হয় তাঁদের ৷ এইভাবেই চলছিল বেশ কিছুদিন ৷ এই নিয়ে ছেলেকে কিছু না বললেও মনে আশা নিয়ে তাঁরা ভেবেছিলেন, "এদিনটাও হয়ত কেটে যাবে ৷ ঠিক ও নিজের ভুল বুঝতে পারবেন ৷" কিন্তু, নিজের বাড়িতে ফেরার জন্য ছেলে বিরুদ্ধে তাঁদের অভিযোগ করতে হবে এটা কখনই ভাবতে পারেননি তাঁরা ৷

ভিডিয়োয় শুনুন হরিদাসী ও কার্ত্তিক বাবুর বক্তব্য

হরিদাসী ও কার্তিক নায়েক ৷ বাসন্তী থানার শিবগঞ্জ গ্রামের বাসিন্দা । আপন বলতে নিজেদের একমাত্র ছেলে পরিমল ৷ প্রত্যেক বাবা-মার মতো দু'চোখে স্বপ্ন নিয়ে মানুষ করেছিলেন তাকে ৷ কিন্তু, হয়ত কোনও দিনই তাঁরা ভাবেননি সেই ছেলের বিরুদ্ধে একদিন থানায় যেতে হবে তাদের ৷ দীর্ঘদিন ধরে বাবা-মাকে মারধর করার অভিযোগ উঠছিল পরিমলের বিরুদ্ধে ৷ অভিযোগ, মূলত সম্পত্তির লোভে সে প্রায়দিনই মদ্যপান করে মারধর করত মা ও বাবাকে ৷ গতকাল তা চরমে ওঠে ৷ পরিমল বাড়ি এসে মায়ের গলা টিপে খুন করতে যায় ৷ কার্তিকবাবু বাধা দিলে তাদের দু'জনকে সে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ ৷ নিরুপায় হয়ে ছেলের বিরুদ্ধে বাসন্তী থানায় অভিযোগ জানায় তাঁরা ৷

হরিদাসী বলেন, "প্রায়দিনই মদ খেয়ে বাড়ি এসে আমাদের মারধর করত পরিমল ৷ গতকাল বাড়িতে এসে ও আমার গলা টিপে ধরে ৷ এরপর আমাদের ঘরে তালা ঝুলিয়ে বাড়ি থেকে বের করে দেয় ৷" দম্পতির অভিযোগের ভিত্তিতে হরিদাসী ও কার্তিকবাবুকে সঙ্গে করে বাড়ি নিয়ে যায় বাসন্তী থানার পুলিশ ৷ আটক করা হয় পরিমলকে ৷ তাকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

বাসন্তী, 5 অগাস্ট : কয়েকবছর আগেও হাত দুটি এগিয়ে আসত ৷ বায়না করত কোলে নেওয়ার ৷ রাতে বাবার হাতে ভাত খেয়ে মায়ের কোলে শুয়ে রূপকথার গল্প শুনতে শুনতে ঘুমিয়ে যেত সে ৷ আজও সেই একইভাবে এগিয়ে আসে হাত দুটো ৷ তবে, স্নেহের পরশ পাওয়ার জন্য নয় ৷ আজ হাত দুটি ওঠে বাবা-মা'কে মারার জন্য ৷ কোনও সময় আবার ছেলের কাছ থেকে খুনেরও হুমকি পেতে হয় তাঁদের ৷ এইভাবেই চলছিল বেশ কিছুদিন ৷ এই নিয়ে ছেলেকে কিছু না বললেও মনে আশা নিয়ে তাঁরা ভেবেছিলেন, "এদিনটাও হয়ত কেটে যাবে ৷ ঠিক ও নিজের ভুল বুঝতে পারবেন ৷" কিন্তু, নিজের বাড়িতে ফেরার জন্য ছেলে বিরুদ্ধে তাঁদের অভিযোগ করতে হবে এটা কখনই ভাবতে পারেননি তাঁরা ৷

ভিডিয়োয় শুনুন হরিদাসী ও কার্ত্তিক বাবুর বক্তব্য

হরিদাসী ও কার্তিক নায়েক ৷ বাসন্তী থানার শিবগঞ্জ গ্রামের বাসিন্দা । আপন বলতে নিজেদের একমাত্র ছেলে পরিমল ৷ প্রত্যেক বাবা-মার মতো দু'চোখে স্বপ্ন নিয়ে মানুষ করেছিলেন তাকে ৷ কিন্তু, হয়ত কোনও দিনই তাঁরা ভাবেননি সেই ছেলের বিরুদ্ধে একদিন থানায় যেতে হবে তাদের ৷ দীর্ঘদিন ধরে বাবা-মাকে মারধর করার অভিযোগ উঠছিল পরিমলের বিরুদ্ধে ৷ অভিযোগ, মূলত সম্পত্তির লোভে সে প্রায়দিনই মদ্যপান করে মারধর করত মা ও বাবাকে ৷ গতকাল তা চরমে ওঠে ৷ পরিমল বাড়ি এসে মায়ের গলা টিপে খুন করতে যায় ৷ কার্তিকবাবু বাধা দিলে তাদের দু'জনকে সে বাড়ি থেকে বের করে দেয় বলে অভিযোগ ৷ নিরুপায় হয়ে ছেলের বিরুদ্ধে বাসন্তী থানায় অভিযোগ জানায় তাঁরা ৷

হরিদাসী বলেন, "প্রায়দিনই মদ খেয়ে বাড়ি এসে আমাদের মারধর করত পরিমল ৷ গতকাল বাড়িতে এসে ও আমার গলা টিপে ধরে ৷ এরপর আমাদের ঘরে তালা ঝুলিয়ে বাড়ি থেকে বের করে দেয় ৷" দম্পতির অভিযোগের ভিত্তিতে হরিদাসী ও কার্তিকবাবুকে সঙ্গে করে বাড়ি নিয়ে যায় বাসন্তী থানার পুলিশ ৷ আটক করা হয় পরিমলকে ৷ তাকে থানায় নিয়ে যাওয়া হয় ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷

Intro:বাবা, মা’কে মারধোর করে বাড়ি থেকে বের করে দিল গুনধর ছেলে। বিচার চেয়ে থানার দ্বারস্থ হন প্রৌঢ় বাবা মা। অবশেষে পুলিশের হস্তক্ষেপে বাড়িতে ফেরেন কার্ত্তিক নায়েক ও হরিদাসী নায়েক নামে ঐ দম্পতি। অভিযুক্ত ছেলে পরিমল নায়েককে আটক করেছে বাসন্তী থানার পুলিশ। রবিবার ঘটনাটি ঘটে বাসন্তী থানার শিবগঞ্জ গ্রামে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই বাবা মায়ের উপর অত্যাচার করছে পরিমল। মূলত সম্পত্তির লোভে প্রায় দিন মদ্যপান করে এসে বাবা মা’কে অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি তাদেরকে মারধোর করার ও অভিযোগ রয়েছে ছেলের বিরুদ্ধে। রবিবার ও একইভাবে মদ্যপান করে বাড়ি এসে বাবা মা’কে গালিগালাজ করতে থাকে পরিমল। মা প্রতিবাদ করলে তাকে শাবল দিয়ে মারতে যায় সে। এমনকি মায়ের গলা টিপে ধরে অভিযুক্ত ছেলে। স্ত্রীকে মার খেতে দেখে তাকে বাঁচাতে গেলে ছেলের হাতে মার খান কার্ত্তিক বাবুও। চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা এসে দু পক্ষকে শান্ত করেন। কিন্তু বাবা মায়ের ঘরে তালা ঝুলিয়ে তাদেরকে বাড়ি থেকে বের করে দেন অভিযুক্ত ছেলে। এ বিষয়ে থানায় জানালে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ও রয়েছে গুনধর ছেলের বিরুদ্ধে।Body:ছেলের হুমকিকে উপেক্ষা করে বাসন্তী থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বাবা মাকে নিয়ে বাড়িতে যায়। সেখানে গুণধর ছেলেকে আটক করে থানায় নিয়ে আসে। পাশাপাশি ঘরের তালা ও খুলে দেয় পুলিশ। ছেলেকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।Conclusion:Intro ও body তে কপি দিলাম
Last Updated : Aug 5, 2019, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.