ETV Bharat / state

ভাঙড়ে তৃণমূল নেতাকে খুনের ছক? আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার যুবক

author img

By

Published : Jun 19, 2020, 9:47 PM IST

সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরেই কামারুলের ফোনে আড়ি পাতছিল পুলিশ ৷ সেই সূত্র ধরেই পুলিশ জানতে পারে শকুন্তলা গ্রামের স্থানীয় তৃণমূল নেতা আকমান শেখকে খুনের ছক করছে কামারুল ।

bhangar
bhangar

ভাঙড়, 19 জুন : আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ভাঙড় থানার পুলিশ । ধৃত যুবকের নাম কামারুল হোসেন। ভাঙড়ের শকুন্তলা গ্রামের বাসিন্দা কামারুল ৷ গোপন সূত্রে পুলিশ খবর পায় কামারুল খুনের পরিকল্পনা করছে ৷ তারপরই কামারুলের ফোনে আড়িপাতে পুলিশ ৷ গতকাল রাতে কামারুলকে গ্রেপ্তার করে পুলিশ ৷

সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই কামারুলের ফোনে আড়ি পাতছিল পুলিশ ৷ সেই সূত্র ধরেই পুলিশ জানতে পারে শকুন্তলা গ্রামের স্থানীয় তৃণমূল নেতা আকমান শেখকে খুনের ছক করছে কামারুল । অভিযোগ, গতকাল রাতে ওই তৃণমূল নেতাকে খুন করার উদ্দেশ্যে তিন থেকে চারজনকে নিয়ে খুন করতে যাচ্ছিল । খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড় থানার পুলিশ কামারুলকে গ্রেপ্তার করে ৷ যদিও বাকিরা পালিয়ে যায় ৷ ধৃতের কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ভাঙড় থানার পুলিশ।

ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়৷ এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করছে পুলিশ । তৃণমূল নেতা আকমান শেখ বলেন, "আমি এলাকায় তোলাবাজি বন্ধ করিয়ে দেওয়ায় এক শ্রেণির মানুষ আমার বিরুদ্ধে গিয়েছে । তারাই নিজেদের জমি শক্ত করার জন্য আমাকে খুন করার পরিকল্পনা করেছিল । তবে পুলিশের উপস্থিতিতে তা ব্যর্থ হয়েছে ।"

ভাঙড়, 19 জুন : আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করল ভাঙড় থানার পুলিশ । ধৃত যুবকের নাম কামারুল হোসেন। ভাঙড়ের শকুন্তলা গ্রামের বাসিন্দা কামারুল ৷ গোপন সূত্রে পুলিশ খবর পায় কামারুল খুনের পরিকল্পনা করছে ৷ তারপরই কামারুলের ফোনে আড়িপাতে পুলিশ ৷ গতকাল রাতে কামারুলকে গ্রেপ্তার করে পুলিশ ৷

সূত্রে খবর, বেশ কয়েকদিন ধরেই কামারুলের ফোনে আড়ি পাতছিল পুলিশ ৷ সেই সূত্র ধরেই পুলিশ জানতে পারে শকুন্তলা গ্রামের স্থানীয় তৃণমূল নেতা আকমান শেখকে খুনের ছক করছে কামারুল । অভিযোগ, গতকাল রাতে ওই তৃণমূল নেতাকে খুন করার উদ্দেশ্যে তিন থেকে চারজনকে নিয়ে খুন করতে যাচ্ছিল । খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড় থানার পুলিশ কামারুলকে গ্রেপ্তার করে ৷ যদিও বাকিরা পালিয়ে যায় ৷ ধৃতের কাছে থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে ভাঙড় থানার পুলিশ।

ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়৷ এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত তার তদন্ত শুরু করছে পুলিশ । তৃণমূল নেতা আকমান শেখ বলেন, "আমি এলাকায় তোলাবাজি বন্ধ করিয়ে দেওয়ায় এক শ্রেণির মানুষ আমার বিরুদ্ধে গিয়েছে । তারাই নিজেদের জমি শক্ত করার জন্য আমাকে খুন করার পরিকল্পনা করেছিল । তবে পুলিশের উপস্থিতিতে তা ব্যর্থ হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.