ETV Bharat / state

বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় যুবতিকে পুড়িয়ে খুন, গ্রেপ্তার শওহর - murder

শওহরের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে জানতে পেরেছিলেন আজমিরা বিবি । আর তার প্রতিবাদ করায় তাঁকে পুড়িয়ে মারে শওহর । অভিযুক্ত শওহরকে গ্রেপ্তার করেছে পুলিশ ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Apr 26, 2019, 11:13 PM IST

ভাঙড়, 26 এপ্রিল: শওহরের বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরেছিল যুবতি । আর তারই প্রতিবাদ করায় ওই যুবতিকে পুড়িয়ে খুন করা হয় । ওই যুবতির শওহরকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাটি ভাঙড় থানার মরিচা গ্রামের ।

যুবতির নাম আজমিরা বিবি । 2016 সালে বিয়ে হয়েছিল পাড়ার এক যুবক রাকিবুল ইসলামের সঙ্গে । তাঁদের এক পুত্র সন্তানও আছে । আমিরুল ইসলাম (আজমিরার দাদু) বলেন, "বাচ্চার যখন দেড় বছর বয়স তখন থেকেই বিবি-শওহরের মধ্যে ছোটখাটো অশান্তি লেগেই থাকত । সেবিষয়ে নাতনি আমাদের কিছুই জানাত না । সম্প্রতি রাকিবুল অন্য এক যুবতির ঘনিষ্ঠ হয় । সেই যুবতিও আমার নাতনিকে হুমকি দেয় । কিন্তু তারপরও নাতনি আমাদের কিছুই জানায়নি । যে কারখানায় রাকিবুল কাজ করত সেখানে রাকিবুলের জন্য খাবার নিয়ে গিয়েছিল আজমিরা । সেখানে গিয়ে নাতনি জানতে পারে রাকিবুল কারখানা যাওয়ার নাম করে ওই যুবতির সঙ্গে দেখা করতে যেত । বিষয়টা রাকিবুল জানতে পেরে বাড়ি ফিরে নাতনিকে মারধর করে ও পুড়িয়ে মারার চেষ্টা করে । "

ঘটনার পর থেকেই আজমিরা হাসপাতালে ভরতি ছিলেন । সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । গতরাতে আজমিরার মৃত্যু হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । রাকিবুল ইসলামের পরিবারের অন্য সদস্যরা ঘটনার পর থেকে পলাতক । আজমিরার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ রাকিবুলকে গ্রেপ্তার করে । পরিবারের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি চলছে ।

ভাঙড়, 26 এপ্রিল: শওহরের বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরেছিল যুবতি । আর তারই প্রতিবাদ করায় ওই যুবতিকে পুড়িয়ে খুন করা হয় । ওই যুবতির শওহরকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাটি ভাঙড় থানার মরিচা গ্রামের ।

যুবতির নাম আজমিরা বিবি । 2016 সালে বিয়ে হয়েছিল পাড়ার এক যুবক রাকিবুল ইসলামের সঙ্গে । তাঁদের এক পুত্র সন্তানও আছে । আমিরুল ইসলাম (আজমিরার দাদু) বলেন, "বাচ্চার যখন দেড় বছর বয়স তখন থেকেই বিবি-শওহরের মধ্যে ছোটখাটো অশান্তি লেগেই থাকত । সেবিষয়ে নাতনি আমাদের কিছুই জানাত না । সম্প্রতি রাকিবুল অন্য এক যুবতির ঘনিষ্ঠ হয় । সেই যুবতিও আমার নাতনিকে হুমকি দেয় । কিন্তু তারপরও নাতনি আমাদের কিছুই জানায়নি । যে কারখানায় রাকিবুল কাজ করত সেখানে রাকিবুলের জন্য খাবার নিয়ে গিয়েছিল আজমিরা । সেখানে গিয়ে নাতনি জানতে পারে রাকিবুল কারখানা যাওয়ার নাম করে ওই যুবতির সঙ্গে দেখা করতে যেত । বিষয়টা রাকিবুল জানতে পেরে বাড়ি ফিরে নাতনিকে মারধর করে ও পুড়িয়ে মারার চেষ্টা করে । "

ঘটনার পর থেকেই আজমিরা হাসপাতালে ভরতি ছিলেন । সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । গতরাতে আজমিরার মৃত্যু হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । রাকিবুল ইসলামের পরিবারের অন্য সদস্যরা ঘটনার পর থেকে পলাতক । আজমিরার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ রাকিবুলকে গ্রেপ্তার করে । পরিবারের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি চলছে ।

Intro:বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ ভাঙড়ে।Body:বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করায় গৃহবধূকে পুড়িয়ে খুনের অভিযোগ। ভাঙ্গড় থানার মরিচা গ্রামের ঘটনা। মৃত গৃহবধূর নাম আজমিরা বিবি(21)। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ভাঙ্গড় থানার পুলিশ তদন্তে নামে। পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত গৃহবধূর স্বামী কে গ্রেফতার করে। গত প্রায় তিন বছর আগে পাড়ার এক যুবকের সঙ্গে ভালোবেসে বিয়ে করেছিল আজমিরা। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান ও হয়। কিন্তু বেশ কয়েকদিন ধরেই তাদের সংসারে অশান্তি চলছিল। আজমিরা খাতুন এর দাবি ছিল তার স্বামী রাকিবুল ইসলাম অন্য একটি মহিলার সঙ্গে সম্পর্ক রাখছিল। আজমিরা বিবি কে লুকিয়ে দেখা করতে যেত বলে ও দাবি। স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক মেনে নিতে পারিনি আজমিরা। এই নিয়ে প্রায় তাদের মধ্যে অশান্তি চলত। অশান্তি চরমে ওঠায় রাকিবুল আজমিরা কে পুড়িয়ে মারার চেষ্টা করে। সেই ঘটনার পর থেকে আজমিরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি ছিল। সেখানেই চিকিৎসা চলছিল তার। গত রাতে মারা যায় আজমিরা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। রাকিবুল ইসলাম এর পরিবারের অন্য সদস্যরা ঘটনার পর পালিয়ে যায়। আজ মিরার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করেছে। Conclusion:অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ রাকিবুল ইসলাম কে গ্রেফতার করে। ঘটনার পর থেকে পলাতক তাঁর পরিবারের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.