ভাঙড়, 26 এপ্রিল: শওহরের বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরেছিল যুবতি । আর তারই প্রতিবাদ করায় ওই যুবতিকে পুড়িয়ে খুন করা হয় । ওই যুবতির শওহরকে গ্রেপ্তার করেছে পুলিশ । ঘটনাটি ভাঙড় থানার মরিচা গ্রামের ।
যুবতির নাম আজমিরা বিবি । 2016 সালে বিয়ে হয়েছিল পাড়ার এক যুবক রাকিবুল ইসলামের সঙ্গে । তাঁদের এক পুত্র সন্তানও আছে । আমিরুল ইসলাম (আজমিরার দাদু) বলেন, "বাচ্চার যখন দেড় বছর বয়স তখন থেকেই বিবি-শওহরের মধ্যে ছোটখাটো অশান্তি লেগেই থাকত । সেবিষয়ে নাতনি আমাদের কিছুই জানাত না । সম্প্রতি রাকিবুল অন্য এক যুবতির ঘনিষ্ঠ হয় । সেই যুবতিও আমার নাতনিকে হুমকি দেয় । কিন্তু তারপরও নাতনি আমাদের কিছুই জানায়নি । যে কারখানায় রাকিবুল কাজ করত সেখানে রাকিবুলের জন্য খাবার নিয়ে গিয়েছিল আজমিরা । সেখানে গিয়ে নাতনি জানতে পারে রাকিবুল কারখানা যাওয়ার নাম করে ওই যুবতির সঙ্গে দেখা করতে যেত । বিষয়টা রাকিবুল জানতে পেরে বাড়ি ফিরে নাতনিকে মারধর করে ও পুড়িয়ে মারার চেষ্টা করে । "
ঘটনার পর থেকেই আজমিরা হাসপাতালে ভরতি ছিলেন । সেখানেই তাঁর চিকিৎসা চলছিল । গতরাতে আজমিরার মৃত্যু হয় । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । রাকিবুল ইসলামের পরিবারের অন্য সদস্যরা ঘটনার পর থেকে পলাতক । আজমিরার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ রাকিবুলকে গ্রেপ্তার করে । পরিবারের অন্য সদস্যদের খোঁজে তল্লাশি চলছে ।