ETV Bharat / state

ভেড়িতে নোনা জল ঢুকে মরল প্রচুর মাছ, ব্যাপক ক্ষতি সুন্দরবনের মাছচাষিদের - যশ

যশের ঝাপটা ও কোটালে বাঁধ ভেঙে ভেড়িতে সমুদ্রের নোনা জল ঢুকে মরল প্রচুর মাছ ৷ ব্যাপক ক্ষতির মুখে সুন্দরবনের মাছচাষিরা ৷

yaas-sea-water-entered-into-ponds-thousands-of-fish-died-at-sundarban
ভেড়িতে নোনা জল ঢুকে মরল প্রচুর মাছ, ব্যাপক ক্ষতি সুন্দরবনের মাছচাষিদের
author img

By

Published : May 27, 2021, 5:27 PM IST

সুন্দরবন, 27 মে : ঘূর্ণিঝড় ও কোটালের জেলে বাঁধ ভেঙে সমুদ্রের নোনা জল পুকুরে ঢুকে পড়ায় মারা গেল প্রচুর মাছ ৷ মাথায় হাত পড়েছে সুন্দরবনের মাছচাষিদের ৷

ঘূর্ণিঝড়ের দাপট খুব বেশি না হলেও, ক্ষতি হয়েছে বহু মানুষের । নদী-সমুদ্রের জল ফুলে-ফেঁপে ওঠায় উপকূলের একটা বড় অংশ জলের তলায় । ঘরে জল ঢুকে অনেককেই ভিটে-মাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন ত্রাণশিবিরে । পাশাপাশি প্রকৃতির রোষের মুখে অনেকেই উপার্জনের উপায়টুকুও হারিয়েছেন। দক্ষিণ 24 পরগনার মাছ চাষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে । নোনা জল ঢুকে নষ্ট হয়েছে মাছের ভেড়ি ৷ কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন মাছচাষিরা । নোনা জলে মরে গিয়েছে হাজার হাজার মিষ্টি জলের মাছ । জল নামতেই ভেসে উঠেছে সেই মরা মাছগুলি । পাথরপ্রতিমা, সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ-সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় মাছের ভেড়ি ক্ষতিগ্রস্ত নোনা জলে ।

দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ বন্দর এলাকাতেও একই ছবি ধরা পড়ল । আগাম খাজনায় নেওয়া একের পর এক পুকুরে ঢুকে পড়েছে সমুদ্রের জল । বাঁধ মেরামত না হওয়ায় তা ভেঙে জল ঢুকে পড়েছে । নোনা জলে ভরে গিয়েছে গোটা এলাকা । আর তাতেই মারা গিয়েছে মিষ্টি জলের মাছ । মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গিয়েছে । এ বছর ওইসব পুকুরে আর চাষ করা সম্ভব নয় ।

আরও পড়ুন: যশের দাপটে অজয় নদীতে ভেঙে পড়ল অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন দুই জেলা

ভেড়িতে নোনা জল ঢুকে মরল প্রচুর মাছ, ব্যাপক ক্ষতি সুন্দরবনের মাছচাষিদের

স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, লিজ নেওয়া ওইসব জলাশয়ে ছিল পোনা, ভেটকি, তেলাপিয়ার মতো মিষ্টি জলের মাছ । সমুদ্রের জলে সেগুলি মরে গিয়েছে । নদীবাঁধের দীর্ঘ দিন কোনও মেরামত হয়নি বলে এই ঘটনা ঘটেছে, এমনই অভিযোগ মাছচাষিদের । রাশি রাশি মরা মাছ দেখে চূড়ান্ত হতাশ ব্যবসায়ীরা ।

সুন্দরবন, 27 মে : ঘূর্ণিঝড় ও কোটালের জেলে বাঁধ ভেঙে সমুদ্রের নোনা জল পুকুরে ঢুকে পড়ায় মারা গেল প্রচুর মাছ ৷ মাথায় হাত পড়েছে সুন্দরবনের মাছচাষিদের ৷

ঘূর্ণিঝড়ের দাপট খুব বেশি না হলেও, ক্ষতি হয়েছে বহু মানুষের । নদী-সমুদ্রের জল ফুলে-ফেঁপে ওঠায় উপকূলের একটা বড় অংশ জলের তলায় । ঘরে জল ঢুকে অনেককেই ভিটে-মাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন ত্রাণশিবিরে । পাশাপাশি প্রকৃতির রোষের মুখে অনেকেই উপার্জনের উপায়টুকুও হারিয়েছেন। দক্ষিণ 24 পরগনার মাছ চাষ ব্যাপক ক্ষতির মুখে পড়েছে । নোনা জল ঢুকে নষ্ট হয়েছে মাছের ভেড়ি ৷ কয়েক লক্ষ টাকার ক্ষতির মুখে পড়েছেন মাছচাষিরা । নোনা জলে মরে গিয়েছে হাজার হাজার মিষ্টি জলের মাছ । জল নামতেই ভেসে উঠেছে সেই মরা মাছগুলি । পাথরপ্রতিমা, সাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ-সহ দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় মাছের ভেড়ি ক্ষতিগ্রস্ত নোনা জলে ।

দক্ষিণ 24 পরগনার ফ্রেজারগঞ্জ বন্দর এলাকাতেও একই ছবি ধরা পড়ল । আগাম খাজনায় নেওয়া একের পর এক পুকুরে ঢুকে পড়েছে সমুদ্রের জল । বাঁধ মেরামত না হওয়ায় তা ভেঙে জল ঢুকে পড়েছে । নোনা জলে ভরে গিয়েছে গোটা এলাকা । আর তাতেই মারা গিয়েছে মিষ্টি জলের মাছ । মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, তাঁদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়ে গিয়েছে । এ বছর ওইসব পুকুরে আর চাষ করা সম্ভব নয় ।

আরও পড়ুন: যশের দাপটে অজয় নদীতে ভেঙে পড়ল অস্থায়ী সেতু, বিচ্ছিন্ন দুই জেলা

ভেড়িতে নোনা জল ঢুকে মরল প্রচুর মাছ, ব্যাপক ক্ষতি সুন্দরবনের মাছচাষিদের

স্থানীয় এক ব্যবসায়ী জানিয়েছেন, লিজ নেওয়া ওইসব জলাশয়ে ছিল পোনা, ভেটকি, তেলাপিয়ার মতো মিষ্টি জলের মাছ । সমুদ্রের জলে সেগুলি মরে গিয়েছে । নদীবাঁধের দীর্ঘ দিন কোনও মেরামত হয়নি বলে এই ঘটনা ঘটেছে, এমনই অভিযোগ মাছচাষিদের । রাশি রাশি মরা মাছ দেখে চূড়ান্ত হতাশ ব্যবসায়ীরা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.