ETV Bharat / state

ফুলশয্যার রাতে আত্মঘাতী যুবতি - South 24 Paragana

ফুলশয্যার রাতে শ্বশুরবাড়িতেই আত্মহত্যা যুবতির ৷ ঘটনাটি দক্ষিণ 24 পরগনার সরিসাহাটের ৷

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 22, 2019, 10:24 PM IST

বারুইপুর, 22 জুলাই : ফুলশয্যার রাতে শ্বশুরবাড়িতেই আত্মহত্যা করল এক যুবতি ৷ নাম প্রিয়াঙ্কা সর্দার (25) ৷ বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের রসখালিতে ৷ শুক্রবারই সরিসাহাট বঙ্গনগরের বাসিন্দা দেবাংশু ভান্ডারির সঙ্গে তার বিয়ে হয় ৷ পরিবারের তরফে দেবাংশু বা তার পরিবারের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে, ঠিক কী কারণে বিয়ের তিনদিনের মাথায় আত্মঘাতী হল সে তা জানতে তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ ৷

শুক্রবার খুব সাধারণভাবেই বিয়ে হয় প্রিয়াঙ্কা ও দেবাংশুর ৷ বিয়ের সময় কোনও সমস্যা ছিল না বলেই প্রিয়াঙ্কার পরিবারের তরফে জানা গেছে ৷ বিয়ের পর শনিবার দেবাংশুর সঙ্গে নিয়ম মেনেই শ্বশুরবাড়িতে যায় প্রিয়াঙ্কা ৷ তবে, রবিবার সকালেই সে মায়ের বাড়িতে ফিরে আসে ৷ জানায়, সংসার করতে তার ভালো লাগছে না ৷ মা বকাবকি করলে ফের চলে যায় শ্বশুরবাড়ি ৷ সেখানেই রাতে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় ৷ প্রথমে আমতলা হাসপাতালে এবং পরে চিত্তরঞ্জন হাসপাতালে ভরতি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ আজ সকালে মৃত্যু হয় তার ৷

কী কারণে এধরণের পদক্ষেপ? কিছু কী আগে আঁচ করা গিয়েছিল? এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার ভাই গোষ্ঠ সর্দারকে প্রশ্ন করা হলে তিনি কিছু বলেননি ৷ তাঁরাও ধন্দে রয়েছেন বলে জানিয়েছেন ৷

বারুইপুর, 22 জুলাই : ফুলশয্যার রাতে শ্বশুরবাড়িতেই আত্মহত্যা করল এক যুবতি ৷ নাম প্রিয়াঙ্কা সর্দার (25) ৷ বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের রসখালিতে ৷ শুক্রবারই সরিসাহাট বঙ্গনগরের বাসিন্দা দেবাংশু ভান্ডারির সঙ্গে তার বিয়ে হয় ৷ পরিবারের তরফে দেবাংশু বা তার পরিবারের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে, ঠিক কী কারণে বিয়ের তিনদিনের মাথায় আত্মঘাতী হল সে তা জানতে তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ ৷

শুক্রবার খুব সাধারণভাবেই বিয়ে হয় প্রিয়াঙ্কা ও দেবাংশুর ৷ বিয়ের সময় কোনও সমস্যা ছিল না বলেই প্রিয়াঙ্কার পরিবারের তরফে জানা গেছে ৷ বিয়ের পর শনিবার দেবাংশুর সঙ্গে নিয়ম মেনেই শ্বশুরবাড়িতে যায় প্রিয়াঙ্কা ৷ তবে, রবিবার সকালেই সে মায়ের বাড়িতে ফিরে আসে ৷ জানায়, সংসার করতে তার ভালো লাগছে না ৷ মা বকাবকি করলে ফের চলে যায় শ্বশুরবাড়ি ৷ সেখানেই রাতে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় ৷ প্রথমে আমতলা হাসপাতালে এবং পরে চিত্তরঞ্জন হাসপাতালে ভরতি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ আজ সকালে মৃত্যু হয় তার ৷

কী কারণে এধরণের পদক্ষেপ? কিছু কী আগে আঁচ করা গিয়েছিল? এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার ভাই গোষ্ঠ সর্দারকে প্রশ্ন করা হলে তিনি কিছু বলেননি ৷ তাঁরাও ধন্দে রয়েছেন বলে জানিয়েছেন ৷

Intro:বিয়ের ফুলশয্যার দিনেই আত্মঘাতি হল গৃহবধু। মৃতার নাম প্রিয়াঙ্কা সরদার (২৫)। অগ্নিদগ্ধ অবস্তায় বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। বারুইপুর থানার পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। যদিও বারুইপুর থানায় মৃতার পরিবারের তরফ থেকে কোন অভিযোগ দায়ের করেনি। স্থানীয় ও পুলিস সুত্রে খবর, বিষ্ণুপুর এর রসখালির বাসিন্দা প্রিয়াঙ্কার সাথে গত শুক্রবার দেখাশোনা করেই বিয়ে হয় সরিসাহাট বঙ্গনগরের দেবাংশু ভান্ডারির সাথে। ভাই গোষ্ঠ সরদার জানায়, রবিবার সকালে বোন শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে জানায় তার ভালো লাগছে না সংসার করতে।শ্বশুরবাড়ি যেতে ইচ্ছুক নয় সে। এর জন্য মা একটু বকাবকিও করে। রাতে আচমকা গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। ঘটনার পর আশঙ্কা জনক অবস্থায় তাকে প্রথমে আমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে সংজ্ঞাহীন হয়ে পড়ায় রাতেই বারুইপুর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে সাময়িক চিকিৎসার পর সোমবার সকালে হাসপাতালে মারা যায়। কি কারণে আত্মহত্যা সেই নিয়েই ধন্ধে পুর পরিবার। পুলিস মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।Body:Intro তে কপি দিলাম Conclusion:একটু দেখে নেবেন।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.