বারুইপুর, 22 জুলাই : ফুলশয্যার রাতে শ্বশুরবাড়িতেই আত্মহত্যা করল এক যুবতি ৷ নাম প্রিয়াঙ্কা সর্দার (25) ৷ বাড়ি দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের রসখালিতে ৷ শুক্রবারই সরিসাহাট বঙ্গনগরের বাসিন্দা দেবাংশু ভান্ডারির সঙ্গে তার বিয়ে হয় ৷ পরিবারের তরফে দেবাংশু বা তার পরিবারের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে, ঠিক কী কারণে বিয়ের তিনদিনের মাথায় আত্মঘাতী হল সে তা জানতে তদন্তে নেমেছে বারুইপুর থানার পুলিশ ৷
শুক্রবার খুব সাধারণভাবেই বিয়ে হয় প্রিয়াঙ্কা ও দেবাংশুর ৷ বিয়ের সময় কোনও সমস্যা ছিল না বলেই প্রিয়াঙ্কার পরিবারের তরফে জানা গেছে ৷ বিয়ের পর শনিবার দেবাংশুর সঙ্গে নিয়ম মেনেই শ্বশুরবাড়িতে যায় প্রিয়াঙ্কা ৷ তবে, রবিবার সকালেই সে মায়ের বাড়িতে ফিরে আসে ৷ জানায়, সংসার করতে তার ভালো লাগছে না ৷ মা বকাবকি করলে ফের চলে যায় শ্বশুরবাড়ি ৷ সেখানেই রাতে গায়ে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয় ৷ প্রথমে আমতলা হাসপাতালে এবং পরে চিত্তরঞ্জন হাসপাতালে ভরতি করা হলেও শেষরক্ষা হয়নি ৷ আজ সকালে মৃত্যু হয় তার ৷
কী কারণে এধরণের পদক্ষেপ? কিছু কী আগে আঁচ করা গিয়েছিল? এই প্রসঙ্গে প্রিয়াঙ্কার ভাই গোষ্ঠ সর্দারকে প্রশ্ন করা হলে তিনি কিছু বলেননি ৷ তাঁরাও ধন্দে রয়েছেন বলে জানিয়েছেন ৷