ETV Bharat / state

House wives on Football Field : শাড়ি পরেই ফুটবলে মাতলেন সুন্দরবনের গৃহবধূরা - নদী বাঁধে মাটি দিয়ে বন্যার হাত থেকে গ্রামকে বাঁচিয়েছেন

ফুটবল খেলার পাশাপাশি হাডুডু ও মহিলাদের জন্য কাছি টানা প্রতিযোগিতারও আয়োজন করা হয় । শুধু খেলাই নয়, দিনের শেষে প্রত্যেকের হাতে উঠেছে পুরস্কারও (Women of Sundarban are playing football ) ৷

House wives on Football Field
ফুটবলে মাতলেন সুন্দরবনের গৃহবধূরা
author img

By

Published : Jan 4, 2022, 9:01 AM IST

ঝড়খালী, 3 জানুয়ারি : যে রাঁধে সে চুলও বাঁধে । এতদিন ঘরের কাজ করতেন ঝড়খালির গীতা, চন্দনা, সুমিত্রারা ৷ বছরের প্রথম দিনে তাঁরাই মেতে উঠলেন ফুটবল খেলায় (Women of Sundarban are playing football ) ৷

কারও তিরিশ বছর, আবার কারও বয়স সত্তরের দোরগোড়ায় । এঁরা সবাই অজগাঁয়ের গৃহবধূ । এতদিন সুন্দরবনকে রক্ষা করতে ম্যানগ্রোভের চারা রোপণ করতেন, নদী বাঁধে মাটি দিয়ে বন্যার হাত থেকে গ্রামকে বাঁচিয়েছেন । এবার শাড়ি পরে নেমে পড়লেন ফুটবল মাঠে (House wives on Football Field) ৷

ফুটবল খেলছেন চন্দনা, সুমিত্রারা ৷

আরও পড়ুন : পাচার রুখে 5 মহিলাকে দিল্লি থেকে উদ্ধার সুন্দরবন পুলিশের

খেলার সূচনা পর্বে উপস্থিত ছিলেন ঝড়খালি গ্রাম পঞ্চায়েত প্রধান গুরুদাসী মণ্ডল, উপপ্রধান দিলীপ মণ্ডল, গুঞ্জ সংস্থার সদস্য প্রশান্ত সরকার, সমাজ সেবক ধনঞ্জয় মণ্ডল, আকুল বিশ্বাস, সন্তোষ গায়েন, অপুর্ব রায়, মধুসূদন মণ্ডল ও গ্রামের বিশিষ্টরা । দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা গুঞ্জ'র উদ্যোগে হল এই প্রতিযোগিতা ৷ নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাসে ভাসলেন দ্বীপ অঞ্চলের গৃহবধূরা ৷

ঝড়খালী, 3 জানুয়ারি : যে রাঁধে সে চুলও বাঁধে । এতদিন ঘরের কাজ করতেন ঝড়খালির গীতা, চন্দনা, সুমিত্রারা ৷ বছরের প্রথম দিনে তাঁরাই মেতে উঠলেন ফুটবল খেলায় (Women of Sundarban are playing football ) ৷

কারও তিরিশ বছর, আবার কারও বয়স সত্তরের দোরগোড়ায় । এঁরা সবাই অজগাঁয়ের গৃহবধূ । এতদিন সুন্দরবনকে রক্ষা করতে ম্যানগ্রোভের চারা রোপণ করতেন, নদী বাঁধে মাটি দিয়ে বন্যার হাত থেকে গ্রামকে বাঁচিয়েছেন । এবার শাড়ি পরে নেমে পড়লেন ফুটবল মাঠে (House wives on Football Field) ৷

ফুটবল খেলছেন চন্দনা, সুমিত্রারা ৷

আরও পড়ুন : পাচার রুখে 5 মহিলাকে দিল্লি থেকে উদ্ধার সুন্দরবন পুলিশের

খেলার সূচনা পর্বে উপস্থিত ছিলেন ঝড়খালি গ্রাম পঞ্চায়েত প্রধান গুরুদাসী মণ্ডল, উপপ্রধান দিলীপ মণ্ডল, গুঞ্জ সংস্থার সদস্য প্রশান্ত সরকার, সমাজ সেবক ধনঞ্জয় মণ্ডল, আকুল বিশ্বাস, সন্তোষ গায়েন, অপুর্ব রায়, মধুসূদন মণ্ডল ও গ্রামের বিশিষ্টরা । দিল্লির স্বেচ্ছাসেবী সংস্থা গুঞ্জ'র উদ্যোগে হল এই প্রতিযোগিতা ৷ নতুন অভিজ্ঞতায় উচ্ছ্বাসে ভাসলেন দ্বীপ অঞ্চলের গৃহবধূরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.