ETV Bharat / state

মেয়ে-জামাই জালনোটের কারবারি, প্রতিবাদ করায় মারধর মহিলাকে

author img

By

Published : Nov 14, 2019, 2:40 PM IST

Updated : Nov 14, 2019, 3:22 PM IST

মেয়ে ও জামাই জালনোট নিয়ে গতকাল বাড়িতে আসে । তখনই এই কাজের প্রতিবাদ জানান তিনি । অভিযোগ, তখনই বেধড়ক মারধর শুরু করে মেয়ে ও জামাই ।

আরতি সাউ

নরেন্দ্রপুর, 14 নভেম্বর : জালনোট কারবারের প্রতিবাদ করায় মাকে মারধর ও কাটারির কোপ দেওয়ার অভিযোগ উঠল মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে । ঘটনাটি নরেন্দ্রপুর থানার দক্ষিণ কাঠিপোতা এলাকার ।

দক্ষিণ কাঠিপোতা এলাকার বাসিন্দা আরতি সাউ । তাঁর মেয়ে সুনীতা শেখ ও জামাই তাজেস শেখ । অভিযোগ, মুর্শিদাবাদ থেকে জাল নোট এনে কারবার করত মেয়ে ও জামাই । এর আগেও জালনোট কারবারের জন্য সুনীতাকে গ্রেপ্তার করেছিল সোনারপুর থানার পুলিশ ।

ভিডিয়োয় শুনুন আক্রান্তের বক্তব্য...

গতকালও মেয়ে ও জামাই জালনোট নিয়ে আসে বাড়িতে । তখনই এই কাজের প্রতিবাদ জানান আরতি । অভিযোগ, তখনই আরতিকে মারধর শুরু করে সুনীতা ও তাজেস । আরতির চিৎকার শুনে প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করে । এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আরতি । ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ।

নরেন্দ্রপুর, 14 নভেম্বর : জালনোট কারবারের প্রতিবাদ করায় মাকে মারধর ও কাটারির কোপ দেওয়ার অভিযোগ উঠল মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে । ঘটনাটি নরেন্দ্রপুর থানার দক্ষিণ কাঠিপোতা এলাকার ।

দক্ষিণ কাঠিপোতা এলাকার বাসিন্দা আরতি সাউ । তাঁর মেয়ে সুনীতা শেখ ও জামাই তাজেস শেখ । অভিযোগ, মুর্শিদাবাদ থেকে জাল নোট এনে কারবার করত মেয়ে ও জামাই । এর আগেও জালনোট কারবারের জন্য সুনীতাকে গ্রেপ্তার করেছিল সোনারপুর থানার পুলিশ ।

ভিডিয়োয় শুনুন আক্রান্তের বক্তব্য...

গতকালও মেয়ে ও জামাই জালনোট নিয়ে আসে বাড়িতে । তখনই এই কাজের প্রতিবাদ জানান আরতি । অভিযোগ, তখনই আরতিকে মারধর শুরু করে সুনীতা ও তাজেস । আরতির চিৎকার শুনে প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করে । এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আরতি । ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ।

Intro:জালনোট কারবারের প্রতিবাদ করায় মাকে মারধোর ও মায়ের হাতে কাঠারির কোপ দেওয়ার অভিযোগ মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার দক্ষিন কাঠিপোতা এলাকায় ৷ অভিযোগ মেয়ে ও জামাই মুর্শিদাবাদ থেকে জালনোট এনে ব্যবসা করছিলেন ৷ এর প্রতিবাদ করেছিলেন মা আরতি সাউ ৷ এর আগেও জালনোট ব্যবসা করায় মেয়েকে গ্রেপ্তার করেছিল সোনারপুর থানার পুলিশ ৷ ফের তা শুরু করায় প্রতিবাদ করেন তিনি ৷ তার জেরেই বুধবার তাকে মারধোর করেন মেয়ে সুনীতা শেখ ও জামাই তাজেস শেখ ৷ তার চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরাই তাকে উদ্ধার করেন ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত আরতি দেবী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷
বাইট১ - আরতি সাউ, আক্রান্ত
বাইট২- দেবু শিকারী, উদ্ধারকারীBody:জালনোট কারবারের প্রতিবাদ করায় মাকে মারধোর ও মায়ের হাতে কাঠারির কোপ দেওয়ার অভিযোগ মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার দক্ষিন কাঠিপোতা এলাকায় ৷ অভিযোগ মেয়ে ও জামাই মুর্শিদাবাদ থেকে জালনোট এনে ব্যবসা করছিলেন ৷ এর প্রতিবাদ করেছিলেন মা আরতি সাউ ৷ এর আগেও জালনোট ব্যবসা করায় মেয়েকে গ্রেপ্তার করেছিল সোনারপুর থানার পুলিশ ৷ ফের তা শুরু করায় প্রতিবাদ করেন তিনি ৷ তার জেরেই বুধবার তাকে মারধোর করেন মেয়ে সুনীতা শেখ ও জামাই তাজেস শেখ ৷ তার চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরাই তাকে উদ্ধার করেন ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত আরতি দেবী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷
বাইট১ - আরতি সাউ, আক্রান্ত
বাইট২- দেবু শিকারী, উদ্ধারকারীConclusion:জালনোট কারবারের প্রতিবাদ করায় মাকে মারধোর ও মায়ের হাতে কাঠারির কোপ দেওয়ার অভিযোগ মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার দক্ষিন কাঠিপোতা এলাকায় ৷ অভিযোগ মেয়ে ও জামাই মুর্শিদাবাদ থেকে জালনোট এনে ব্যবসা করছিলেন ৷ এর প্রতিবাদ করেছিলেন মা আরতি সাউ ৷ এর আগেও জালনোট ব্যবসা করায় মেয়েকে গ্রেপ্তার করেছিল সোনারপুর থানার পুলিশ ৷ ফের তা শুরু করায় প্রতিবাদ করেন তিনি ৷ তার জেরেই বুধবার তাকে মারধোর করেন মেয়ে সুনীতা শেখ ও জামাই তাজেস শেখ ৷ তার চিৎকার শুনতে পেয়ে প্রতিবেশীরাই তাকে উদ্ধার করেন ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত আরতি দেবী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ৷
বাইট১ - আরতি সাউ, আক্রান্ত
বাইট২- দেবু শিকারী, উদ্ধারকারী
Last Updated : Nov 14, 2019, 3:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.