নরেন্দ্রপুর, 14 নভেম্বর : জালনোট কারবারের প্রতিবাদ করায় মাকে মারধর ও কাটারির কোপ দেওয়ার অভিযোগ উঠল মেয়ে ও জামাইয়ের বিরুদ্ধে । ঘটনাটি নরেন্দ্রপুর থানার দক্ষিণ কাঠিপোতা এলাকার ।
দক্ষিণ কাঠিপোতা এলাকার বাসিন্দা আরতি সাউ । তাঁর মেয়ে সুনীতা শেখ ও জামাই তাজেস শেখ । অভিযোগ, মুর্শিদাবাদ থেকে জাল নোট এনে কারবার করত মেয়ে ও জামাই । এর আগেও জালনোট কারবারের জন্য সুনীতাকে গ্রেপ্তার করেছিল সোনারপুর থানার পুলিশ ।
গতকালও মেয়ে ও জামাই জালনোট নিয়ে আসে বাড়িতে । তখনই এই কাজের প্রতিবাদ জানান আরতি । অভিযোগ, তখনই আরতিকে মারধর শুরু করে সুনীতা ও তাজেস । আরতির চিৎকার শুনে প্রতিবেশীরাই তাঁকে উদ্ধার করে । এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন আরতি । ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ ।