মুকুন্দপুর, ৫ মার্চ : শিবরাত্রির পুজোয় মদ খাওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা। পুলিশের বিরুদ্ধে মহিলাদের মারধরের অভিযোগ। ঘটনাটি পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুর এলাকার। ঘটনায় পুলিশের বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে স্থানীয়রা।
গতকাল শিবরাত্রি উপলক্ষ্যে মুকুন্দপুরের একটি বাড়িতে পুজোর আয়োজন করা হয়েছিল। সেই পুজোয় প্রসাদের নামে মদ খাওয়া হচ্ছিল বলে পুলিশ খবর পায়। সেখানে পৌঁছে ত্রিনাথ অধিকারী নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যেতে চাইলে বাধা দেয় স্থানীয়রা। শুরু হয় ধস্তাধস্তি। বেরিয়ে আসে বাড়ির মহিলারা। তারাও পুলিশকে তাদের কাজ করতে বাধা দেয়। ধস্তাধস্তি হয় তাদের সাথেও। এরপর পুলিশের বিরুদ্ধে মহিলাদের মারধরের অভিযোগ আনা হয়।
ওই পরিবারটির দাবি, তারা প্রসাদ বিতরণ করছিল এবং ত্রিনাথবাবু মদ খাচ্ছিলেন না। আবার ত্রিনাথবাবুর বক্তব্য, তাঁর বাড়ির কিছুটা দূরে কয়েকজন যুবক মদ খাচ্ছিল। তবে তিনি মদ খাচ্ছিলেন না। অভিযোগ, পুলিশ তাদের দিকে লাঠি নিয়ে তেড়ে আসে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা হয়নি। পরিবারের পক্ষ থেকে পুলিশের বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এবিষয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি।