ETV Bharat / state

বাসন্তীতে মহিলার দেহ উদ্ধার, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন ? - north 24 paraganas

বাসন্তী থানার রাধারানিপুর গ্রামে এক মহিলাকে কুপিয়ে খুন করা হয় । তাঁর নাম সুলতা পোইরা । পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁকে খুন করা হয়েছে । সুদর্শন মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে ।

murder
author img

By

Published : Oct 15, 2019, 1:51 AM IST

বাসন্তী, 15 অক্টোবর : বাসন্তী থানার রাধারানিপুর গ্রামে এক মহিলাকে সোমবার গভীর রাতে কুপিয়ে খুন করা হয় । তাঁর নাম সুলতা পোইরা । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁকে খুন করা হয়েছে । পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত সুদর্শন মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে ।

সুলতার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মৈপিঠ কোস্টাল থানার বিনোদপুরে। তাঁর স্বামীর নাম দুলাল পোইরা । তিনি কর্মসূত্রে কেরলে থাকেন । স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দেড়েক আগে স্বামীর ঘর ছেড়ে তিনি রাধারানিপুর গ্রামে সুদর্শন মণ্ডলের সঙ্গে থাকতে শুরু করেন । সুদর্শন ওরফে হারু বিবাহিত । সুলতার সম্পর্ক সুদর্শনের স্ত্রী মানসী ও তাঁর পরিবারের লোকজন মেনে নেয়নি । বিষয়টি প্রায়ই পরিবারে অশান্তি হত । সোমবার গভীর রাতে সুলতাকে কুপিয়ে খুন করা হয় । এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মানসী ও তাঁর ছেলের উপর । ঘটনার পর থেকেই তাঁরা ফেরার ।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । ইতিমধ্যে সুদর্শনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । মানসী ও তাঁর ছেলের খোঁজে তল্লাশি চলছে । এদিকে, সুলতার মেয়ের দাবি, তাঁর মায়ের সঙ্গে কারও সম্পর্ক ছিল না।

বাসন্তী, 15 অক্টোবর : বাসন্তী থানার রাধারানিপুর গ্রামে এক মহিলাকে সোমবার গভীর রাতে কুপিয়ে খুন করা হয় । তাঁর নাম সুলতা পোইরা । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে তাঁকে খুন করা হয়েছে । পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত সুদর্শন মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে ।

সুলতার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মৈপিঠ কোস্টাল থানার বিনোদপুরে। তাঁর স্বামীর নাম দুলাল পোইরা । তিনি কর্মসূত্রে কেরলে থাকেন । স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দেড়েক আগে স্বামীর ঘর ছেড়ে তিনি রাধারানিপুর গ্রামে সুদর্শন মণ্ডলের সঙ্গে থাকতে শুরু করেন । সুদর্শন ওরফে হারু বিবাহিত । সুলতার সম্পর্ক সুদর্শনের স্ত্রী মানসী ও তাঁর পরিবারের লোকজন মেনে নেয়নি । বিষয়টি প্রায়ই পরিবারে অশান্তি হত । সোমবার গভীর রাতে সুলতাকে কুপিয়ে খুন করা হয় । এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে মানসী ও তাঁর ছেলের উপর । ঘটনার পর থেকেই তাঁরা ফেরার ।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । ইতিমধ্যে সুদর্শনকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । মানসী ও তাঁর ছেলের খোঁজে তল্লাশি চলছে । এদিকে, সুলতার মেয়ের দাবি, তাঁর মায়ের সঙ্গে কারও সম্পর্ক ছিল না।

Intro:অবৈধ সম্পর্কের জেরে খুন এক মহিলা। মৃত মহিলার নাম সুলতা পোইরা। বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মৈপিঠ কোস্টাল থানার বিনোদপুরে। স্থানীয় সূত্রে জানা যায় বছর দেড়েক আগে স্বামী দুলাল পোইরার সংসার ছেড়ে বাসন্তী থানার রাধারাণী পুর গ্রামের সুদর্শন মণ্ডলের সঙ্গে থাকছিলো মৃত মহিলা। সুদর্শন মণ্ডল ওরফে হারু মণ্ডলের প্রথম স্ত্রী ও পরিবারের লোকজন বিষয়টি মেনে না নেওয়ায় তাদের সঙ্গে দ্বন্দ্ব কলহ প্রায় লেগেই থাকত। যা নিয়ে প্রথম স্ত্রী মানসি মণ্ডল ও তার পরিবারের আক্রোশ ছিলো বলে এলাকা সূত্রে খবর। আক্রোশবসত এদিন লক্ষ্মী পূজার সুযোগ বুঝে মানসি মণ্ডল ও তার ছেলে যৌথভাবে সুলতা পোইরাকে ধারালো অস্ত্র দিয়ে খুপিয়ে খুন করেছে বলে পুলিশের অনুমান। অর্ধনগ্ন অবস্থায় গলায় স্পষ্ট কোপানো দাগ সহ মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছেন। ঘটনার পর সুদর্শন বাবুর স্ত্রী ও ছেলে পলাতক।Body:গভীর রাতে পুলিশ খবর পেয়ে সুদর্শনের ঘর থেকে অর্ধ নগ্ন অবস্থায় উদ্ধার করে। তার গলাতে কোপানোর দাগ আছে। ঘরের চারিদিকে রক্ত ছড়িয়ে আছে। পুলিশের দাবি সুদর্শন বাবু প্রথম মৃতদেহ দেখতে পেয়ে সবাইকে খবর দেয়। তারপর পুলিশ খবর পেয়ে যায়। Conclusion:পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে সুদর্শনকে আটক করে জিগ্যেসাবাদ শুরু করেছে বাসন্তী থানার পুলিশ। আর বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে। যদিও মৃত সুলতার মেয়ের দাবি তার মায়ের সঙ্গে কারো প্রেমের সম্পর্ক ছিল না। বাবা কর্মসূত্রে কেরলে থাকায় মা বাড়িতে একা থাকত। তাই নিজের কাছে ও বহুদিন এনে রেখেছিল সুলতা পোইরাকে। সেখান থেকে ফিরে বাড়িতেই থাকত বলে দাবি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.