ETV Bharat / state

বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মহিলার - Woman dies

ঘুম থেকে উঠে ওই মহিলা বাড়ির সামনের রাস্তার ধারে মুখ ধুচ্ছিলেন । তখন বেলে দুর্গানগরের দিক থেকে তিনটি ইট বোঝাই লরি প্রচন্ড গতিতে ছুটে আসে । একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে । এরপরই দ্বিতীয় গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই মহিলাকে ধাক্কা মারে ।

lorry
lorry
author img

By

Published : Jan 6, 2021, 4:49 PM IST

জয়নগর, 6 জানুয়ারি : জয়নগরে ইট বোঝাই লরির ধাক্কায় মহিলার মৃত্যু । দুর্ঘটনার দেরে তিনটি মোটর ভ্যানে আগুন লেগে যায় । মৃতের নাম ওরিজান সর্দার (40) । বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানার উত্তর ঠাকুরচক গ্রামের তালতলা এলাকায় ।

ঘুম থেকে উঠে ওই মহিলা বাড়ির সামনের রাস্তার ধারে মুখ ধুচ্ছিলেন । তখন বেলে দুর্গানগরের দিক থেকে তিনটি ইট বোঝাই লরি প্রচন্ড গতিতে ছুটে আসে । একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে । এরপরই দ্বিতীয় গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই মহিলাকে ধাক্কা মারে ।

জয়নগরে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মহিলার

ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই মহিলার । তৃতীয় গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় নয়নজুলিতে । দুর্ঘটনার পরই পালিয়ে যায় তিনটি গাড়ির চালক । আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা । উত্তেজিত জনতা তিনটি গাড়িতেই আগুন লাগিয়ে দেয় ।

খবর পেয়ে এরপর ঘটনাস্থলে যায় বকুলতলা থানার পুলিশ I সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

জয়নগর, 6 জানুয়ারি : জয়নগরে ইট বোঝাই লরির ধাক্কায় মহিলার মৃত্যু । দুর্ঘটনার দেরে তিনটি মোটর ভ্যানে আগুন লেগে যায় । মৃতের নাম ওরিজান সর্দার (40) । বুধবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জয়নগরের বকুলতলা থানার উত্তর ঠাকুরচক গ্রামের তালতলা এলাকায় ।

ঘুম থেকে উঠে ওই মহিলা বাড়ির সামনের রাস্তার ধারে মুখ ধুচ্ছিলেন । তখন বেলে দুর্গানগরের দিক থেকে তিনটি ইট বোঝাই লরি প্রচন্ড গতিতে ছুটে আসে । একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে । এরপরই দ্বিতীয় গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ওই মহিলাকে ধাক্কা মারে ।

জয়নগরে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মহিলার

ঘটনাস্থানেই মৃত্যু হয় ওই মহিলার । তৃতীয় গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় নয়নজুলিতে । দুর্ঘটনার পরই পালিয়ে যায় তিনটি গাড়ির চালক । আওয়াজ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা । উত্তেজিত জনতা তিনটি গাড়িতেই আগুন লাগিয়ে দেয় ।

খবর পেয়ে এরপর ঘটনাস্থলে যায় বকুলতলা থানার পুলিশ I সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.