ETV Bharat / state

Narendrapur Attack : প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত মহিলা, প্রতিবেশী অন্তঃসত্ত্বাকেও মার - গড়িয়া

প্রতিদিনই প্রকাশ্য়ে মদ, গাঁজার আসর বসত ৷ তারই প্রতিবাদ করে আক্রান্ত মহিলা ও তাঁর পরিবার ৷ রেহাই পেলেন না প্রতিবেশী অন্তঃসত্ত্বাও ৷ দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়ার ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে ৷

woman along with her family and pregnant neighbour attacked by drunk youngsters in Garia
Narendrapur Attack : প্রকাশ্যে মদ্যপানের প্রতিবাদ করে আক্রান্ত মহিলা, প্রতিবেশী অন্তঃসত্ত্বাকেও মার
author img

By

Published : Nov 13, 2021, 1:20 PM IST

সোনারপুর, 13 নভেম্বর : প্রকাশ্যে মদ্যপান ও গাঁজা খাওয়ার প্রতিবাদ করে আক্রান্ত এক মহিলা ও তাঁর গোটা পরিবার ৷ একই কারণে দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার হলেন আরও এক অন্তঃসত্ত্বা মহিলাও ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়ায় ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় একটি মাঠ রয়েছে ৷ সেখানে মাঝেমধ্যেই মদের আসর বসান কয়েকজন তরুণ-তরুণী ৷ মদ্যপানের সঙ্গেই চলে গাঁজায় টান ৷ বাসিন্দাদের দাবি, বহুবার অভিযুক্তদের মাঠের মধ্যেই আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে ৷ এতে তাঁদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও দাবি করেন বাসিন্দারা ৷

আরও পড়ুন : Attack on Police : চলন্ত বাসে ধূমপানের প্রতিবাদ করে আক্রান্ত পুলিশ কর্মী

অভিযোগ, দিনের পর দিন এমন ঘটনা ঘটায় স্থানীয় এক মহিলা অভিযুক্তদের প্রকাশ্যে মদ্যপান করতে বারণ করেন ৷ তাতেই নাকি ক্ষেপে যান ওই যুবকরা ৷ এরপর প্রতিবাদী মহিলার বাড়িতে হামলা চালান তাঁরা ৷ ঘটনার সময় তাঁরা সকলেই মদ্যপ ছিলেন বলে অভিযোগ ৷ মহিলার বৃদ্ধ শ্বশুর, শাশুড়ি এবং নাবালিকা মেয়েকেও মারধর করা হয় ৷ ভাঙচুর চালানো হয় তাঁদের বাড়িতে ৷ প্রতিবেশী অন্তঃসত্ত্বা এক মহিলা এর প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Police Attacked: বংশীহারিতে সালিশিসভার নামে একজনকে আটকে রাখার অভিযোগ, উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ

গোটা বিষয়টি ইতিমধ্যেই স্থানীয় থানায় জানানো হয়েছে ৷ দায়ের হয়েছে অভিযোগ ৷ পুলিশ আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে ৷ যে মাঠে মদ, গাঁজার আসর বসে বলে অভিযোগ, সেই জায়গাও ঘুরে দেখেছে তারা ৷ বাসিন্দাদের বক্তব্য, এর একটা বিহিত করা হোক ৷ এলাকায় ঢুকে গৃহস্থের বাড়িতে যেভাবে হামলা চালানো হয়েছে, তাতে আতঙ্কিত এলাকাবাসী ৷ তাঁরা দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

সোনারপুর, 13 নভেম্বর : প্রকাশ্যে মদ্যপান ও গাঁজা খাওয়ার প্রতিবাদ করে আক্রান্ত এক মহিলা ও তাঁর গোটা পরিবার ৷ একই কারণে দুষ্কৃতী দৌরাত্ম্যের শিকার হলেন আরও এক অন্তঃসত্ত্বা মহিলাও ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়ায় ৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় একটি মাঠ রয়েছে ৷ সেখানে মাঝেমধ্যেই মদের আসর বসান কয়েকজন তরুণ-তরুণী ৷ মদ্যপানের সঙ্গেই চলে গাঁজায় টান ৷ বাসিন্দাদের দাবি, বহুবার অভিযুক্তদের মাঠের মধ্যেই আপত্তিকর অবস্থায় দেখা গিয়েছে ৷ এতে তাঁদের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে বলেও দাবি করেন বাসিন্দারা ৷

আরও পড়ুন : Attack on Police : চলন্ত বাসে ধূমপানের প্রতিবাদ করে আক্রান্ত পুলিশ কর্মী

অভিযোগ, দিনের পর দিন এমন ঘটনা ঘটায় স্থানীয় এক মহিলা অভিযুক্তদের প্রকাশ্যে মদ্যপান করতে বারণ করেন ৷ তাতেই নাকি ক্ষেপে যান ওই যুবকরা ৷ এরপর প্রতিবাদী মহিলার বাড়িতে হামলা চালান তাঁরা ৷ ঘটনার সময় তাঁরা সকলেই মদ্যপ ছিলেন বলে অভিযোগ ৷ মহিলার বৃদ্ধ শ্বশুর, শাশুড়ি এবং নাবালিকা মেয়েকেও মারধর করা হয় ৷ ভাঙচুর চালানো হয় তাঁদের বাড়িতে ৷ প্রতিবেশী অন্তঃসত্ত্বা এক মহিলা এর প্রতিবাদ করলে তাঁকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷

আরও পড়ুন : Police Attacked: বংশীহারিতে সালিশিসভার নামে একজনকে আটকে রাখার অভিযোগ, উদ্ধারে গিয়ে আক্রান্ত পুলিশ

গোটা বিষয়টি ইতিমধ্যেই স্থানীয় থানায় জানানো হয়েছে ৷ দায়ের হয়েছে অভিযোগ ৷ পুলিশ আক্রান্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে ৷ যে মাঠে মদ, গাঁজার আসর বসে বলে অভিযোগ, সেই জায়গাও ঘুরে দেখেছে তারা ৷ বাসিন্দাদের বক্তব্য, এর একটা বিহিত করা হোক ৷ এলাকায় ঢুকে গৃহস্থের বাড়িতে যেভাবে হামলা চালানো হয়েছে, তাতে আতঙ্কিত এলাকাবাসী ৷ তাঁরা দোষীদের কঠোর শাস্তি দাবি করেছেন ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.