ETV Bharat / state

Ham Radio : 37টি বসন্ত পার, উমাপদর কাছে ভবানীকে ফেরাল হ্যাম রেডিয়ো - হ্যাম রেডিয়ো

স্বজনহারাকে ফিরিয়ে দিল হ্যাম রেডিয়ো ৷ 37 বছর পর স্বামী উমাপদর বাউরির কাছে ফিরলেন স্ত্রী ভবানী (Ham radio helps woman reunite with family ) ৷

woman reunite with family
স্বজনহারাকে ফিরিয়ে দিল হ্যাম রেডিয়ো
author img

By

Published : Nov 29, 2021, 10:36 AM IST

Updated : Nov 29, 2021, 1:00 PM IST

বকখালি, 29 নভেম্বর : একি স্বপ্ন না সত্যি ! পরণে আকাশি রঙা শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া মহিলাকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন উমাপদ বাউরি ৷ মাঝে 37টা বছর কেটে গিয়েছে ৷ দুই সন্তানকে মানুষ করতে দ্বিতীয় বিয়ে করেছেন ৷ প্রথম ও দ্বিতীয় পক্ষের ছেলেমেয়েদের নিয়ে ভরা সংসার ৷ কিন্তু প্রায় চার দশক পরও প্রথম স্ত্রী ভবানীকে চিনতে ভুল করেননি উমাপদবাবু ৷ মানসিক ভারসাম্যহীন অবস্থায় যিনি একদিন হারিয়ে গিয়েছিলেন (Ham radio helps woman reunite with family) ৷

ঝাড়খণ্ডের বোকারো জেলার কুমারদাগার বাসিন্দা উমাপদ বাউরির স্ত্রী ভবানী বাউরি ৷ দুই কন্যা সন্তানের মা ভবানী দেবী মানসিকভাবে সুস্থ ছিলেন না ৷ একদিন সবার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে যান ভবানী ৷ আর ফেরেননি ৷ ঘুরতে ঘুরতে এসে পৌঁছান দক্ষিণ 24 পরগনার বকখালিতে ৷ বাড়ি কোথায়, পরিবারে কে কে রয়েছেন, স্বামীর নাম- কিছুই বলতে পারেননি তিনি ৷ নামখানা ব্লকের বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো দিন কাটাতেন ৷ অবশেষে বকখালি সমুদ্র সৈকত লাগোয়া এক ব্যবসায়ী তাঁকে আশ্রয় দেন ৷ বোনের মতো আগলে রাখতেন ৷ 25 বছর ধরে বকখালিই বাড়িঘর হয়ে উঠেছিল ভবানীদেবী ৷ বাণেশ্বর নামে ওই ব্যবসায়ী ও পরিবারের সেবা যত্নে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন ভবানী বাউরি ৷ স্মৃতিপটে নিজের বাড়িঘর ও পরিবারের ঝাপসা ছবিটা কাটিয়ে স্পষ্ট হয় ৷

আরও পড়ুন : চার দশকের বিচ্ছেদ ঘুচিয়ে ফের বন্ধুত্ব জুড়ল হ্যাম রেডিও

এরই মধ্যে বকখালিতে বেড়াতে আসা এক পর্যটক ভবানীদেবীর বিষয়ে জানতে পারেন ৷ সেই পর্যটকের মাধ্যমে মহিলার অসহায়তার কথা পৌঁছায় হ্যাম রেডিয়ো স্টেশনে (Ham radio) ৷ রেডিয়ো স্টেশনের সদস্যরা খোঁজখবর করে ভবানীদেবীর ঠিকানা খুঁজে বের করেন ৷ এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ প্রথমে ভিডিয়ো কলে স্ত্রীকে চিনতে না পারলেও সামনাসামনি দেখার পর মন থেকে সন্দেহের দানা উধাও হয়ে গিয়েছে উমাপদবাবুর ৷ পরিবারের অন্যদের চিনতে না পারলেও স্বামীকে দেখেই চিনেছেন ভবানীদেবী ৷ স্বামীকে দক্ষিণ 24 পরগনা সিভিল ডিফেন্সের কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব ওই মহিলাকে তাঁর বাড়ি পাঠানোর চেষ্টা করছেন ৷

এতবছর পর স্বজনহারাকে কাছে পেয়ে কেমন লাগছে ? উমাপদবাবু বলছেন, "কম খোঁজাখুঁজি করিনি ৷ ভেবেছিলাম মারা গিয়েছে ৷ যে মানুষটা 37 বছর ধরে নিখোঁজ তাঁর মৃত্যু হয়েছে ভেবে নেওয়াটাই স্বাভাবিক ৷ শ্রাদ্ধশান্তিও করেছি ৷ গত সপ্তাহে থানা থেকে ডেকে পাঠিয়ে ওর ছবি দেখায় । ছবি দেখেই চিনতে পারি ৷" হ্যাম রেডিয়ো এবং পুলিশের সহযোগিতায় 37 বছর পরে ভবানীদেবীকে কাছে পেয়ে খুশি বাউরি পরিবার ।

আরও পড়ুন : Ham Radio : নবজীবনে সাহায্য হ্যাম রেডিয়োর, 6 বছর পর পরিজনদের কাছে বিহারের যুবক

বকখালি, 29 নভেম্বর : একি স্বপ্ন না সত্যি ! পরণে আকাশি রঙা শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া মহিলাকে দেখেই কান্নায় ভেঙে পড়লেন উমাপদ বাউরি ৷ মাঝে 37টা বছর কেটে গিয়েছে ৷ দুই সন্তানকে মানুষ করতে দ্বিতীয় বিয়ে করেছেন ৷ প্রথম ও দ্বিতীয় পক্ষের ছেলেমেয়েদের নিয়ে ভরা সংসার ৷ কিন্তু প্রায় চার দশক পরও প্রথম স্ত্রী ভবানীকে চিনতে ভুল করেননি উমাপদবাবু ৷ মানসিক ভারসাম্যহীন অবস্থায় যিনি একদিন হারিয়ে গিয়েছিলেন (Ham radio helps woman reunite with family) ৷

ঝাড়খণ্ডের বোকারো জেলার কুমারদাগার বাসিন্দা উমাপদ বাউরির স্ত্রী ভবানী বাউরি ৷ দুই কন্যা সন্তানের মা ভবানী দেবী মানসিকভাবে সুস্থ ছিলেন না ৷ একদিন সবার অলক্ষ্যে বাড়ি থেকে বেরিয়ে যান ভবানী ৷ আর ফেরেননি ৷ ঘুরতে ঘুরতে এসে পৌঁছান দক্ষিণ 24 পরগনার বকখালিতে ৷ বাড়ি কোথায়, পরিবারে কে কে রয়েছেন, স্বামীর নাম- কিছুই বলতে পারেননি তিনি ৷ নামখানা ব্লকের বিভিন্ন জায়গায় ভবঘুরের মতো দিন কাটাতেন ৷ অবশেষে বকখালি সমুদ্র সৈকত লাগোয়া এক ব্যবসায়ী তাঁকে আশ্রয় দেন ৷ বোনের মতো আগলে রাখতেন ৷ 25 বছর ধরে বকখালিই বাড়িঘর হয়ে উঠেছিল ভবানীদেবী ৷ বাণেশ্বর নামে ওই ব্যবসায়ী ও পরিবারের সেবা যত্নে আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে ওঠেন ভবানী বাউরি ৷ স্মৃতিপটে নিজের বাড়িঘর ও পরিবারের ঝাপসা ছবিটা কাটিয়ে স্পষ্ট হয় ৷

আরও পড়ুন : চার দশকের বিচ্ছেদ ঘুচিয়ে ফের বন্ধুত্ব জুড়ল হ্যাম রেডিও

এরই মধ্যে বকখালিতে বেড়াতে আসা এক পর্যটক ভবানীদেবীর বিষয়ে জানতে পারেন ৷ সেই পর্যটকের মাধ্যমে মহিলার অসহায়তার কথা পৌঁছায় হ্যাম রেডিয়ো স্টেশনে (Ham radio) ৷ রেডিয়ো স্টেশনের সদস্যরা খোঁজখবর করে ভবানীদেবীর ঠিকানা খুঁজে বের করেন ৷ এরপর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় ৷ প্রথমে ভিডিয়ো কলে স্ত্রীকে চিনতে না পারলেও সামনাসামনি দেখার পর মন থেকে সন্দেহের দানা উধাও হয়ে গিয়েছে উমাপদবাবুর ৷ পরিবারের অন্যদের চিনতে না পারলেও স্বামীকে দেখেই চিনেছেন ভবানীদেবী ৷ স্বামীকে দক্ষিণ 24 পরগনা সিভিল ডিফেন্সের কর্মীরা যত তাড়াতাড়ি সম্ভব ওই মহিলাকে তাঁর বাড়ি পাঠানোর চেষ্টা করছেন ৷

এতবছর পর স্বজনহারাকে কাছে পেয়ে কেমন লাগছে ? উমাপদবাবু বলছেন, "কম খোঁজাখুঁজি করিনি ৷ ভেবেছিলাম মারা গিয়েছে ৷ যে মানুষটা 37 বছর ধরে নিখোঁজ তাঁর মৃত্যু হয়েছে ভেবে নেওয়াটাই স্বাভাবিক ৷ শ্রাদ্ধশান্তিও করেছি ৷ গত সপ্তাহে থানা থেকে ডেকে পাঠিয়ে ওর ছবি দেখায় । ছবি দেখেই চিনতে পারি ৷" হ্যাম রেডিয়ো এবং পুলিশের সহযোগিতায় 37 বছর পরে ভবানীদেবীকে কাছে পেয়ে খুশি বাউরি পরিবার ।

আরও পড়ুন : Ham Radio : নবজীবনে সাহায্য হ্যাম রেডিয়োর, 6 বছর পর পরিজনদের কাছে বিহারের যুবক

Last Updated : Nov 29, 2021, 1:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.